৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার PDF | 68th National Film Awards Winners List in Bengali
![]() |
৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ২০২২ সালের ২২শে জুলাই ঘোষিত ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন বিভাগ ও সেই বিভাগে পুরস্কার প্রাপকদের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
সুতরাং সময় অপচয় না করে ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকাটি দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিভাগ | পুরস্কার বিজয়ী |
---|---|
সেরা ফিচার ফিল্ম | সুরারাই পোত্রু |
সেরা পরিচালক | কে.আর. সচ্চিদানন্দন |
সেরা জনপ্রিয় ফিল্ম | তানহাজি |
সেরা শিশু চলচ্চিত্র | সুমি |
সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র | ফিউনেরাল |
সেরা অভিনেতা | সুরিয়া ও অজয় দেবগন |
সেরা অভিনেত্রী | অপর্ণা বালামুরলী |
সেরা সহ-অভিনেতা | বিজু মেনন |
সেরা সহ-অভিনেত্রী | লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলি |
বেস্ট স্ক্রিনপ্লে | সুরারাই পোত্রু |
বেস্ট সিনেমাটোগ্র্যাফি | অভিযাত্রিক |
বেস্ট এডিটিং | শিবরাঞ্জনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম |
বেস্ট লিরিক্স | সাইনা |
সেরা প্লেব্যাক গায়ক | রাহুল দেশপাণ্ডে |
সেরা প্লেব্যাক গায়িকা | নানচাম্মা |
সেরা সঙ্গীত পরিচালনা | আলা বৈকুন্ঠপুররামুলু |
বেস্ট কোরিওগ্র্যাফি | নাট্যম |
বেস্ট মেকআপ আর্টিস্ট | টি.ভি. রামবাবু |
সেরা অসমীয়া চলচ্চিত্র | ব্রীজ |
সেরা বাংলা চলচ্চিত্র | অভিযাত্রিক |
সেরা হিন্দি চলচ্চিত্র | তুলসীদাস জুনিয়র |
সেরা কন্নড় চলচ্চিত্র | ডল্লু |
সেরা মালায়ালম চলচ্চিত্র | থিঙ্কলাজচা নিশ্চয়াম |
সেরা হরিয়ানভি চলচ্চিত্র | দাদা লক্ষ্মী |
সেরা ডিমাসা চলচ্চিত্র | সামখোর |
সেরা তুলু চলচ্চিত্র | জিতিগে |
সেরা তেলেগু চলচ্চিত্র | কালার ফটো |
সেরা তামিল চলচ্চিত্র | শিবরাঞ্জনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম |
সেরা মারাঠি চলচ্চিত্র | গোশ্ত এক পৈঠানিচি |
বেস্ট নন-ফিচার ফিল্ম | টেস্টিমনি অফ আন্না |
বেস্ট প্রমোশনাল ফিল্ম | সারমাউন্টিং চ্যালেঞ্জেস |
বেস্ট এডুকেশনাল ফিল্ম | ড্রিমিং অফ ওয়ার্ডস |
বেস্ট শর্ট ফিকশন ফিল্ম | কাচিচিনিথু |
বেস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট | মধ্যপ্রদেশ |
■ বিশেষ দ্রষ্টব্যঃ এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিভাগের পুরস্কার বিজয়ীদের নাম দেওয়া আছে।
পিডিএফ ফাইলটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : 68th National Film Awards
Language : Bengali
Size : 0.3 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment