WBSSC SLST PT Practice Set in Bengali PDF | West Bengal SSC Teacher Exam
![]() |
WBSSC SLST PT Practice Set in Bengali PDF |
কলম ✏
সুপ্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের পোস্টে WBSSC SLST PT Practice Set in Bengali PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ৩০টি, পাটিগণিত ও পরিমিতি থেকে ১০টি এবং ইংরেজি বিষয় থেকে ১০টি মোট ৫০টি প্রশ্ন দেওয়া আছে।
যেটি তোমাদের SLST Preliminary Test পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি কুইজ আকারে দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য নীচ থেকে পিডিএফটি ডাউনলোড করে নাও।
SLST PT Mini Practice Set 01
০১. সম্প্রতি Abdalla Hamdok কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ?
🅐 মালী
🅑 তুর্কি
🅒 ইজিপ্ট
🅓 সুদান
০২. ভারতের প্রথম World Peace Centre কোথায় স্থাপন করা হয় ?
🅐 দেরাদুন
🅑 সুরাট
🅒 নাগপুর
🅓 গুরুগ্রাম
০৩. বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন কোন দেশে উদ্বোধন করা হলো ?
🅐 চীন
🅑 ভারত
🅒 রাশিয়া
🅓 জাপান
০৪. ৬৪তম গ্র্যামি পুরস্কার ২০২২ এর ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ কোন অ্যালবাম পেল ?
🅐 গোল্ডেন আওয়ার
🅑 উই আর
🅒 র্যান্ডম আক্সেস মেমোরি
🅓 বাবেল
০৫. জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে ?
🅐 ৫ই জানুয়ারি
🅑 ৫ই ফেব্রুয়ারি
🅒 ৫ই মার্চ
🅓 ৫ই এপ্রিল
০৬. ‘নিরাময়’ নামে স্বাস্থ্য অভিযান লঞ্চ করা হলো কোন রাজ্যে ?
🅐 ওড়িশা
🅑 আসাম
🅒 পশ্চিমবঙ্গ
🅓 ত্রিপুরা
০৭. সম্প্রতি Alikhan Smailov কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন ?
🅐 কিরগিস্তান
🅑 উজবেকিস্তান
🅒 কাজাখস্তান
🅓 আফগানিস্তান
০৮. প্রয়াত বিরজু মহারাজ কি জন্য বিখ্যাত ছিলেন ?
🅐 চিত্রকর
🅑 বাদক
🅒 নৃত্য শিল্পী
🅓 সঙ্গীত শিল্পী
০৯. হুগলীর কোন মনীষীর জন্মভূমিকে হেরিটেজ তকমা দিলো রাজ্য সরকার ?
🅐 নন্দলাল বসু
🅑 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
🅒 রাজা রামমোহন রায়
🅓 কেউই নন
১০. প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২২ পেল কতজন শিশু ?
🅐 ১৭ জন
🅑 ১৮ জন
🅒 ২৫ জন
🅓 ২৯ জন
১১. প্রাণীদেহের দীর্ঘতম কোশটি হল –
🅐 স্নায়ুকোশ
🅑 রক্ত কোশ
🅒 পেশী কোশ
🅓 হেপাটাইটিস
১২. চার্টার আইন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ?
🅐 ১৮১৩ খ্রিস্টাব্দে
🅑 ১৮১৫ খ্রিস্টাব্দে
🅒 ১৮১৭ খ্রিস্টাব্দে
🅓 ১৮২৩ খ্রিস্টাব্দে
১৩. ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি কে পেয়েছিলেন ?
🅐 রবীন্দ্রনাথ ঠাকুর
🅑 চিত্তরঞ্জন দাশ
🅒 রাজা রামমোহন রায়
🅓 মহাত্মা গান্ধি
১৪. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থবিল পেশ করা যায় না ?
🅐 লোকসভার অধ্যক্ষ
🅑 কেন্দ্রীয় অর্থমন্ত্রী
🅒 প্রধানমন্ত্রী
🅓 রাষ্ট্রপতি
১৫. ভারতীয় সংবিধানের কত নং ধারায় অর্থবিল আলোচিত হয়েছে ?
🅐 ১০০ নং ধারা
🅑 ১১০ নং ধারা
🅒 ১২০ নং ধারা
🅓 ১৩০ নং ধারা
১৬. কোন গতিশীল বস্তুর ক্রমহ্রাসমান বেগ পরিবর্তনের হারকে বলে –
🅐 ত্বরণ
🅑 সমত্বরণ
🅒 অসমত্বরণ
🅓 মন্দন
১৭. ভারতীয় সংবিধানে কাকে ভেটো ক্ষমতা দেওয়া আছে ?
🅐 রাষ্ট্রপতি
🅑 প্রধানমন্ত্রী
🅒 লোকসভার স্পীকার
🅓 রাজ্যসভার চেয়ারম্যান
১৮. কার্টুন চরিত্র ‘নন্টে-ফন্টে’ –এর রচয়িতা কে ?
🅐 নারায়ণ চক্রবর্তী
🅑 নারায়ণ গঙ্গোপাধ্যায়
🅒 নারায়ণ দেবনাথ
🅓 নারায়ণ মাইতি
১৯. শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছিলেন ?
🅐 গোবিন্দ দাস
🅑 জীবনানন্দ দাশ
🅒 মালাধর বসু
🅓 গুনেন্দ্র ঠাকুর
২০. ‘ব্রজাঙ্গনা’ কাব্যটি কার লেখা ?
🅐 প্রমথ চৌধুরী
🅑 বিহারীলাল চক্রবর্তী
🅒 মাইকেল মধুসূদন দত্ত
🅓 সুকুমার রায়
২১. ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রী পরিকল্পনা চালু করে ?
🅐 ষষ্ঠ
🅑 সপ্তম
🅒 অষ্টম
🅓 নবম
২২. বেসরকারী কোম্পানিগুলোর কাছে সরকারী শেয়ার হস্তান্তর করে দেওয়াকে বলা হয় –
🅐 বিনিয়োগ
🅑 কেন্দ্রীকরণ
🅒 বিকেন্দ্রীকরণ
🅓 বিলগ্নিকরণ
২৩. উৎপাদন কার্যাবলী নিম্নলিখিত যে দুটির মধ্যে সম্পর্কিত তা হল –
🅐 উৎপাদন ও আয়
🅑 উৎপাদন ও মূল্য
🅒 উৎপাদন ও লাভ
🅓 উৎপাদন ও উৎপাদনের উয়াপদান
২৪. কচ্ছের রণ অন রাজ্যে অবস্থিত ?
🅐 আসাম
🅑 মধ্যপ্রদেশ
🅒 গুজরাট
🅓 ঝাড়খণ্ড
২৫. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল –
🅐 ভোরাট
🅑 গুরুশিখর
🅒 কামেই
🅓 নাগাটিব্বা
২৬. ভারতে কোথায় জাফরান চাষ হয় ?
🅐 আসাম
🅑 মণিপুর
🅒 নাগাল্যান্ড
🅓 জম্মু ও কাশ্মীর
২৭. বিক্রম ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
🅐 বাঁশি
🅑 তবলা
🅒 গিটার
🅓 সন্তুর
২৮. ভারতের প্রাচীনতম বাদ্য কোনটি ?
🅐 বাঁশি
🅑 বীণা
🅒 তানপুরা
🅓 একতারা
২৯. প্রথম অলিম্পিক গেমসের আসর কোন শহরে বসেছিল ?
🅐 এথেন্স
🅑 প্যারিস
🅒 লন্ডন
🅓 সেন্ট লুহ
৩০. ‘বিশপ’ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
🅐 গলফ
🅑 দাবা
🅒 বিলিয়ার্ড
🅓 ব্রিজ
৩১. প্রথম 64 টি বিজোড় সংখ্যার গড় কত ?
🅐 63
🅑 64
🅒 65
🅓 66
৩২. 1 থেকে 21 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় কত ?
🅐 144
🅑 161
🅒 164
🅓 184
৩৩. দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত ?
🅐 3000
🅑 3500
🅒 4500
🅓 4550
৩৪. একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%, প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয়টির 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত ?
🅐 21%
🅑 22%
🅒 21.83%
🅓 23.5%
৩৫. এক ব্যক্তি 10 টাকায় 12 টি দ্রব্য ক্রয় করে 12 টাকায় 10 টি করে দ্রব্য বিক্রি করলে কত লাভ/ক্ষতি হয় ?
🅐 40% লাভ
🅑 40% ক্ষতি
🅒 44% লাভ
🅓 44% ক্ষতি
৩৬. সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, বার্ষিক কত সুদের হারে আসলের ¼ অংশ সুদ হবে ?
🅐 4%
🅑 5%
🅒 6%
🅓 10%
৩৭. কিছু সংখ্যক লোক 12 দিনে একটি কাজ করে। কিন্তু কাজের শুরুতেই 8 জন লোক অনুপস্থিত হওয়ায় কাজটি শেষ হয় 20 দিনে। প্রথমে কতজন লোক ছিল ?
🅐 18 জন
🅑 20 জন
🅒 22 জন
🅓 24 জন
৩৮. একজন বালক 3 কিমি গতিতে স্কুলে যায় এবং 2 কিমি গতিতে স্কুল থেকে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার 5 ঘণ্টা সময় লাগলে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ছিল ?
🅐 6 কিমি
🅑 7 কিমি
🅒 8 কিমি
🅓 9 কিমি
৩৯. 5004 ÷ 139 – 6 = ?
🅐 24
🅑 30
🅒 36
🅓 42
৪০. 7 জন ছেলের গড় বয়স 56, এর মধ্যে 6 জনের ওজন যথাক্রমে 51, 58, 57, 58, 52 এবং 62 সপ্তম ছেলেটির ওজন কত ?
🅐 52
🅑 54
🅒 56
🅓 58
৪১. He was anxious ____ contact his wife. (Appropriate Preposition)
🅐 on
🅑 to
🅒 with
🅓 into
৪২. I was tied _____ the whole day with my work. (Appropriate Preposition)
🅐 to
🅑 on
🅒 up
🅓 of
৪৩. We _____ our dinner last night. (Correct Expression)
🅐 take
🅑 took
🅒 have taken
🅓 had taken
৪৪. They decided to ______ number in the yellow pages. (Phrasal Verb)
🅐 look into
🅑 look at
🅒 look up
🅓 look into
৪৫. The boss simply could not ______ his inefficiency any more. (Phrasal Verb)
🅐 put off
🅑 put up with
🅒 put down
🅓 put across
৪৬. ‘To see red’ means
🅐 to begin to understand
🅑 to be mad with anger
🅒 a narrow escape
🅓 smart and clean
৪৭. A preparation for killing insects is –
🅐 parasite
🅑 insecticide
🅒 humus
🅓 rodent
৪৮. ___ his illness, he attended the function. (Fill in the blank)
🅐 Due
🅑 As of
🅒 In spite of
🅓 Despite
৪৯. Find the appropriate synonym for the word ‘Climacti’.
🅐 Climatic
🅑 Temperate
🅒 Atmospheric
🅓 Culminating
৫০. The correct antonym of ‘ Lecherous’ is
🅐 Passionate
🅑 Dirty
🅒 Nasty
🅓 Chaste
সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : WBSSC SLST PT Practice Set 01
Language : Bengali
Size : 0.8 mb
No. of Pages : 06
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment