Breaking



Tuesday 17 October 2023

Bangla GK | Very Important Bangla GK Questions

Bangla GK | Very Important Bangla GK Questions

Bangla GK | Very Important Bangla GK Questions
Bangla GK | Very Important Bangla GK Questions

কলম 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাংলা জিকে প্রশ্ন শেয়ার করলাম, যেগুলি তোমাদের বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। তাই আর দেরী না করে প্রশ্ন ও উত্তর গুলো দেখে নাও।

Very Important Bangla GK Questions ::

 ভারতকে 'নৃতত্বের জাদুঘর' কে বলেছেন ?
Ans: ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।

 ভারতের প্রাচীনতম জাদুঘর কোনটি ?
Ans: ভারতীয় জাদুঘর।

 দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Ans: ক্লার্ক মার্শম্যান।

 তিস্তা নদীর পশ্চিম ভাগ কে কি বলে ?
Ans: তরাই।

 ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয় ?
Ans: ১৯৪৯ সালে।

 স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ans: চক্রবর্তী রাজাগোপালাচারি। 

 সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans: জ্যোতিরাও ফুলে।

 GDP এর পূর্ণরূপ কি ?
Ans: Gross Domestic Product.

 আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
Ans: রাজস্থান।

 মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে ?
Ans: মাইকেল মধুসূদন দত্ত।

 আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত ?
Ans: চোখ।

 সহ্যাদ্রি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত ?
Ans: মহারাষ্ট্র।

 শার্লক হোমস চরিত্রটি কার সৃষ্টি ?
Ans: আর্থার কোনান ডয়েল।

 ফল নিয়ে গবেষণা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে ?
Ans: পোমোলজি।

 পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে ?
Ans: ২৩টি।

 বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত ?
Ans: পালি ভাষায়।

 অশ্বঘোষ কার রাজসভার শোভাবর্ধন করেন ?
Ans: কণিষ্ক।

 এশিয়ার আলো কাকে বলা হয় ?
Ans: গৌতম বুদ্ধকে।

 তৈমুর লঙ কবে ভারতে আসেন ?
Ans: ১৩৯৮ সালে।

 গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া বলা হত কাকে ?
Ans: দাদাভাই নৌরজি।

 নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয় ?
Ans: ১৮৭৬ সালে।

 পল্লবদের রাজধানীর নাম কি ?
Ans: কাঞ্চীপুরম।

 তিতুমিরের আসল নাম কি ?
Ans: মীর নিসার আলী।

 ইলবার্ট বিল কে চালু করেন ?
Ans: স্যার ইল্‌বার্ট।

 কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় ?
Ans: ১৯৭২ সালে।

 ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ?
Ans: ক্যালসিফেরল।

 কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের ?
Ans: অন্ধ্রপ্রদেশ।

 ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি ?
Ans: মধ্যপ্রদেশ।

 মঙ্গলকাব্যের প্রধান ধারা কয়টি ?
Ans: তিনটি।

 গীতগোবিন্দম্ এর রচয়িতা কে ?
Ans: জয়দেব।

 ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম ?
Ans: গুরু নানক।

 পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর ?
Ans: তিনটি।

 মানুষের চোয়াল কোন শ্রেণির লিভার ?
Ans: তৃতীয় শ্রেণির।

 সুষম খাদ্যের উপাদান কয়টি ?
Ans: ছয়টি।

 ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ?
Ans: রমা দেবী।

 সাহিত্যের সব্যসাচী কাকে বলা হয় ?
Ans: বুদ্ধদেব বসু।

 প্রথম মহিলা হিসাবে প্যারা অলিম্পিকে পদক জিতেছেন কে ?
Ans: দীপা মালিক।

 ভারতের কোথায় জাফরান চাষ হয় ?
Ans: জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে।

 পবনদূত কাব্য গ্রন্থের রচয়িতা কে ?
Ans: ধোয়ী।

 শেষ জৈন সম্মেলন কোথায় হয়েছিল ?
Ans: পল্লভিতে।

 পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি ?
Ans: ঋকবেদ।

 পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
Ans: ভারত - শ্রীলঙ্কা।

 ভারতী পত্রিকার সম্পাদক কে ?
Ans: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।

 আপেলে কোন এসিড থাকে ?
Ans: ম্যালিক এসিড।

 দিল্লির প্রাচীন নাম কি ছিল  ?
Ans: ইন্দ্রপ্রস্থ।

 ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় ?
Ans: মুম্বাই।

 রেইনবো নেশন কোন দেশকে বলা হয় ?
Ans: দক্ষিণ আফ্রিকা।

 ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি ?
Ans: অন্ধ্রপ্রদেশ।

 উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
Ans: রায়ডাক।

 ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত ?
Ans: নিউজিল্যান্ড।

No comments:

Post a Comment