Breaking







Thursday, 9 June 2022

Krishi Prayukti Sahayak 2022 Syllabus in Bengali PDF | কৃষি প্রযুক্তি সহায়ক সিলেবাস

Krishi Prayukti Sahayak 2022 Syllabus in Bengali PDF | কৃষি প্রযুক্তি সহায়ক সিলেবাস | KPS

Krishi Prayukti Sahayak 2022 Syllabus in Bengali PDF | কৃষি প্রযুক্তি সহায়ক সিলেবাস
Krishi Prayukti Sahayak 2022 Syllabus in Bengali PDF
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
আজকের পোস্টে Krishi Prayukti Sahayak (KPS) 2022 Syllabus in Bengali PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষার সিলেবাসটি বাংলা ভাষায় খুব সুন্দর ভাবে দেওয়া আছে।

সুতরাং দেরী না করে সিলেবাসটি দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য সিলেবাসটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

কৃষি প্রযুক্তি সহায়ক সিলেবাস

■ পরীক্ষার প্যাটার্নঃ
মোট নম্বর - ১৫০
মোট সময় - ১ ঘণ্টা ৩০ মিনিট
পরীক্ষাটি দুটি পার্টে অনুষ্ঠিত হয়।  যথাঃ পার্ট - ১ ও পার্ট - ২

■ পার্ট - ১
প্রশ্ন সংখ্যা - ১২০ (৪০টি জিকে, ৪০টি অঙ্ক ও রিজনিং এবং ৪০টি ইংরেজি)
মোট নম্বর - ১২০
প্রশ্নের ধরন - MCQ
প্রতিটি প্রশ্নের মান - ১
নেগেটিভ মার্কিং - প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে

■ পার্ট - ২
মোট নম্বর - ৩০
প্রশ্নের ধরন - ডেসক্রিপটিভ
একটি ইংরেজি প্যাসেজ দেওয়া হয়, যেটির Precis লিখতে হয়।

পার্ট - ১ পরীক্ষার সিলেবাসের বিষয়বস্তু

■ জিকে সিলেবাসঃ
● কারেন্ট অ্যাফেয়ার্স 
● সাধারণ জ্ঞান
● ভারতের অর্থনীতি 
● ইতিহাস
● ভূগোল 
● ভারতীয় শিল্প ও সংস্কৃতি
● ভারতীয় সাহিত্য
● জীবন বিজ্ঞান 
● ভৌত বিজ্ঞান
● ভারতীয় সংবিধান
● খেলাধুলা
● পুরস্কার
● চলচ্চিত্র 
● কম্পিউটার

■ অঙ্ক সিলেবাসঃ
● অনুপাত ও সমানুপাত
● অংশীদারি কারবার
● গড়
● সময় ও কার্য
● নল ও চৌবাচ্চা
● সময় ও দূরত্ব
● ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব
● নৌকা ও স্রোত
● শতকরা
● লাভ ও ক্ষতি
● সরল সুদ
● চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি বা হ্রাস
● মিশ্রণ
● ত্রিকোণমিতি
● পরিমিতি
● বীজগণিত

■ রিজনিং সিলেবাসঃ
● সংখ্যা শ্রেনি
● বর্ণ শ্রেনি
● শ্রেনিবিভাজন
● সাদৃশ্য
● সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ
● দিকনির্ণয় সংক্রান্ত সমস্যা
● ভেনচিত্র
● লুপ্ত সংখ্যা নির্ণয়
● ম্যাট্রিক্স কোডিং
● বর্ণমালা সংক্রান্ত সমস্যা
● সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস
● গাণিতিক ক্রিয়া
● যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস
● রক্তের সম্পর্ক
● আসন বিন্যাস 
● বিবৃতি ও অনুমান
● চিত্রদল গঠন
● জ্যামিতিক চিত্র গণনা

■ ইংরেজি সিলেবাসঃ
● Grammar
● Unseen Passages
● Error Correction
● Idioms & Phrases
● Comprehension
● Fill in the Blanks
● Sentence Rearrangement
● Subject-Verb Agreement
● Synonyms
● Articles
● Adverb
● Vocabulary
● Tenses
● Antonyms
● Verb

*** সিলেবাসটি তৈরি করা হয়েছে কৃষি প্রযুক্তি সহায়ক ২০১৬ পরীক্ষার উপর ভিত্তি করে। যদি অফসিয়ালই নতুন কোন সিলেবাস দেয়, তাহলে পরবর্তীতে আমরা আপডেট করে দেবো। 

File Details:
PDF Name : Krishi Prayukti Sahayak Syllabus
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment