Breaking



Friday 24 June 2022

অগ্নিপথ প্রকল্প | বয়সসীমা, যোগ্যতা, বেতন, নিয়োগ প্রক্রিয়া

অগ্নিপথ প্রকল্প সম্পর্কিত বিস্তারিত আলোচনা || Agnipath Scheme Details in Bengali

অগ্নিপথ প্রকল্প | বয়সসীমা, যোগ্যতা, বেতন, নিয়োগ প্রক্রিয়া
অগ্নিপথ প্রকল্প
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে অগ্নিপথ প্রকল্প সম্পর্কিত সমস্ত কিছু আলোচনা করলাম। যার মাধ্যমে তোমরা অগ্নিপথ স্কিম বা প্রকল্প আসলে কি সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে এবং এই প্রকল্প সম্পর্কে তোমাদের মধ্যে যেসকল প্রশ্নের উদ্ভব ঘটেছিল তার সমস্ত উত্তর পেয়ে যাবে।

তোমাদের বোঝার সুবিধার্থে প্রশ্নোত্তরের মাধ্যমে অগ্নিপথ প্রকল্প সম্পর্কে আলোচনা করলাম, তাই আর দেরী না করে পোস্টটি ভালো করে দেখে নাও।

Agnipath Scheme Details in Bengali ::

■ অগ্নিপথ প্রকল্প কি ?
এককথায় অগ্নিপথ স্কিম বা প্রকল্প হল ভারতীয় সেনাবাহিনীতে সেনা নিয়োগের একটি পদ্ধতি। তবে এই নিয়োগ হবে চার বছরের চুক্তির মাধ্যমে। চার বছর পর অর্থাৎ চাকরির মেয়াদ শেষ হবার পর পারফরম্যান্স এর ভিত্তিতে ২৫% অগ্নিবীরদের স্থায়ী চাকরি দেওয়া হবে।

■ অগ্নিপথ প্রকল্পে নির্বাচিত সেনাদের কি বলে ডাকা হবে ?
অগ্নিপথ প্রকল্পের অধীনে নির্বাচিত সেনা বা জওয়ানদের অগ্নিবীর বলা হবে।

■ অগ্নিপথ প্রকল্পের ঘোষণা কবে এবং কে করেছেন ?
গত ১৪ই জুন মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছেন। 

■ অগ্নিপথ প্রকল্পে আবেদনের বয়সসীমা কত ?
অগ্নিপথ প্রকল্পে আবেদনের সময় প্রার্থীদের বয়স সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে।  

তবে করোনা আবহের কারণে শুধুমাত্র এই বছরের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একুশ থেকে বাড়িয়ে তেইশ বছর করা হয়েছে। 

■ কারা এই অগ্নিপথ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ?
পুরুষ ও মহিলা উভয়েই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

■ অগ্নিপথ প্রকল্পে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকবে হবে ?
অষ্টম শ্রেণি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে অগ্নিপথ প্রকল্পের বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন। যেমন -

পদঃ অগ্নিবীর (General Duty) (All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ৪৫% শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ।

পদঃ অগ্নিবীর (Tech)
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ৫০% শতাংশ নম্বর সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ। 

পদঃ অগ্নিবীর টেক (Avn & Amn Examiner)
শিক্ষাগত যোগ্যতাঃ সেন্ট্রাল এডুকেশন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং এক বছরের IIT কোর্সের অভিজ্ঞতা। 

পদঃ অগ্নিবীর ক্লার্ক/ষ্টোর কিপার (All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ ৬০% শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ। 

পদঃ অগ্নিবীর ট্রেডসম্যান (All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ। 

পদঃ অগ্নিবীর ট্রেডসম্যান (All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর পেয়ে অষ্টম শ্রেণি পাশ।

■ অগ্নিপথ প্রকল্পে ভর্তি হওয়া সেনা তথা অগ্নিবীরদের বেতন কত ?
প্রথম বছরে প্রত্যেক মাসে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রত্যেক মাসে ৩৩,০০০ টাকা, তৃতীয় বছরে প্রত্যেক মাসে ৩৬,৫০০ টাকা এবং চতুর্থ বছরে প্রত্যেক মাসে ৪০,০০০ টাকা। তবে এই বেতন থেকে ৩০% অগ্নিবীর তহবিলে জমা রেখে বাকি ৭০% অগ্নিবীরদের হাতে দেওয়া হবে।

তারপর চাকরির মেয়াদ শেষে অর্থাৎ চার বছর পর অগ্নিবীর তহবিলে জমা থাকা ৩০% এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে এই তহবিলে দেওয়া সমপরিমাণ টাকা একত্রিত করে মোট ১০.০৪ লক্ষ টাকা সেবা নিধি প্যাকেজ হিসাবে দেওয়া হবে, যেটি সম্পূর্ণ কর মুক্ত।

এছাড়াও অগ্নিবীর হিসাবে কাজ করার সময় অঙ্গহানি বা মৃত্যু হলে জীবন বীমা হিসাবে ৪৮ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। 

■ অগ্নিবীর পদে নিয়োগের প্রক্রিয়াগুলি কি কি ?
Physical Measurement (At Rally Site)
Medical Test
Written Test through Common Entrance Examination (CEE)

■ অগ্নিপথ প্রকল্পে আবেদন প্রক্রিয়াঃ
আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর মিনিস্ট্রি অফ ডিফেন্স এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এই স্কিমের জন্য আবেদন করতে পারবে। 

■ অগ্নিপথ স্কিম ২০২২ -এ কতজনকে নিয়োগ করা হবে ?
এই বছর অগ্নিপথ প্রকল্পে ৪৬০০০ জনকে নিয়োগ করা হবে। 

■ অফিশিয়াল নোটিফিকেশনঃ Download

■ অফিশিয়াল ওয়েবসাইটঃ joinindianarmy.nic.in

অগ্নিপথ প্রকল্প নিয়ে তোমরা আমাদের যেসকল প্রশ্নগুলি করেছিলে, তার সকল উত্তর এই পোস্টে শেয়ার করে দিলাম।  এছাড়াও তোমাদের মধ্যে যদি আরও কোন প্রশ্ন থাকে, তাহলে নীচের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাও আমরা তার উত্তর যথাশীঘ্র দেওয়ার চেষ্টা করবো। 

No comments:

Post a Comment