সুলতানি আমলের বিভিন্ন কর ব্যবস্থা PDF | Sultani Period
![]() |
সুলতানি আমলের বিভিন্ন কর ব্যবস্থা PDF |
কলম ✏
সুপ্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে সুলতানি আমলের বিভিন্ন কর ব্যবস্থা PDF টি শেয়ার করলাম। সুতরাং সময় নষ্ট না করে পোস্টটি ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
সুলতানি আমলের বিভিন্ন কর
করের নাম | বিবরণ |
---|---|
জাকাত | ধনী মুসলিমদের থেকে নেওয়া কর, যেটি গরীব মুসলিমদের ভিক্ষা হিসাবে দেওয়া হত। |
চরাই | পশুচারণ কর, যেটি একটি গুরুত্বপূর্ণ কৃষিকর হিসাবেও পরিচিত ছিল। |
খরাজ | ভূমি সংক্রান্ত কর, এটি অ-মুসলিমদের দিতে হত। |
জিজিয়া | ব্রাহ্মণ বাদে সকল হিন্দুদের উপর প্রযোজ্য কর। |
খামস | যুদ্ধ কর। |
উসরাফ | জমি উৎপন্ন মোট ফসলের এক-দশমাংশ পরিমাণ ফসল, যেটি মুসলিমদের দিতে হত। |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া
File Details:
PDF Name : সুলতানি আমলের বিভিন্ন কর ব্যবস্থা
Language : Bengali
Size : 0.1 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment