Breaking







Wednesday, 6 April 2022

বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত PDF | Acids and Their Formulas

বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত PDF | Acids and Their Formulas

বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত PDF | Acids and Their Formulas
বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত PDF
কলম 
প্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে প্রয়োজনীয় কিছু অ্যাসিডের নাম ও সংকেত এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং দেরী না করে তালিকাটি ভালো করে দেখে নাও এবং প্রয়োজন বোধে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন অ্যাসিড ও তাদের সংকেত

অ্যাসিডের নাম সংকেত
হাইড্রো ক্লোরিক অ্যাসিড HCl
সাইট্রিক অ্যাসিড C6H8O7
নাইট্রিক অ্যাসিড HNO3
কার্বনিক অ্যাসিড H2CO3
ফরমিক অ্যাসিড HCOOH
কার্বলিক অ্যাসিড C6H6O
সায়ানিক অ্যাসিড HCNO
টারটারিক অ্যাসিড C4H6O6
ফসফরাস অ্যাসিড H3PO3
সালফিউরিক অ্যাসিড H2SO4
ক্লোরিক অ্যাসিড HClO3
সালফিউরাস অ্যাসিড H2SO3
নাইট্রাস অ্যাসিড HNO2
ফসফরিক অ্যাসিড H3PO4
হাইড্রোজোয়িক অ্যাসিড N3H
হাইপো ক্লোরাস অ্যাসিড HClO
হাইড্রো আয়োডিক অ্যাসিড HI
পারক্লোরিক অ্যাসিড HClO4
হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr
পামিটিক অ্যাসিড HNO3
স্টিয়ারিক অ্যাসিড C18H36O2
অক্সালিক অ্যাসিড HOOC-COOH
অলিক অ্যাসিড C18H34O2
গুকোনিক অ্যাসিড C6H12O7
অ্যাসিটিক অ্যাসিড CH3COOH
বোরিক অ্যাসিড H3BO3
পাইরুভিক অ্যাসিড C3H4O3
ল্যাকটিক অ্যাসিড CH3CH(OH)COOH
সিলিকিক অ্যাসিড H2SiO3

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
 
File Details:
PDF Name : Acids and Their Formulas
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment