ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF | Hydroelectric Power Plants in India
ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র ভূগোলের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF টি শেয়ার করলাম।
যেটির মধ্যে ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র বা প্রকল্পের নাম এবং সেগুলি কোন নদী ও কোন রাজ্যে অবস্থিত তার একটি তালিকা দেওয়া আছে।
ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র
জলবিদ্যুৎ কেন্দ্র | নদী | রাজ্য |
---|---|---|
তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র | ভাগীরথী | উত্তরাখণ্ড |
সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র | নর্মদা | গুজরাট |
কাদানা জলবিদ্যুৎ কেন্দ্র | মাহি | গুজরাট |
উকাই জলবিদ্যুৎ কেন্দ্র | তাপ্তি | গুজরাট |
কোপিলি জলবিদ্যুৎ কেন্দ্র | উমং | অসম |
উমিয়াম জলবিদ্যুৎ কেন্দ্র | কোপিলি | মেঘালয় |
পাঞ্চেৎ জলবিদ্যুৎ কেন্দ্র | দামোদর | ঝাড়খণ্ড |
ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র | ময়ূরাক্ষী | ঝাড়খণ্ড |
সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র | সুবর্ণরেখা | ঝাড়খণ্ড/বিহার |
জওহরসাগর জলবিদ্যুৎ কেন্দ্র | চম্বল | রাজস্থান |
রাণাপ্রতাপসাগর জলবিদ্যুৎ কেন্দ্র | চম্বল | রাজস্থান |
কুন্দা জলবিদ্যুৎ কেন্দ্র | কুন্দা | তামিলনাড়ু |
মেত্তুর জলবিদ্যুৎ কেন্দ্র | কাবেরি | তামিলনাড়ু |
রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র | রিহান্দ | উত্তরপ্রদেশ/মধ্যপ্রদেশ |
নিম্ন ঝিলাম জলবিদ্যুৎ কেন্দ্র | বিতস্তা | জম্মু-কাশ্মীর |
দালাল জলবিদ্যুৎ কেন্দ্র | চেনাব | জম্মু-কাশ্মীর |
উরি জলবিদ্যুৎ কেন্দ্র | ঝিলাম | জম্মু-কাশ্মীর |
কয়না জলবিদ্যুৎ কেন্দ্র | কয়না | মহারাষ্ট্র |
টাটা জলবিদ্যুৎ কেন্দ্র | খোপিলি ও নীলামূল্য | মহারাষ্ট্র |
ন্যাপথাঝাকরি জলবিদ্যুৎ কেন্দ্র | শতুদ্র | হিমাচলপ্রদেশ |
পক জলবিদ্যুৎ কেন্দ্র | বিপাশা | হিমাচলপ্রদেশ |
খাব জলবিদ্যুৎ কেন্দ্র | বিপাশা | হিমাচলপ্রদেশ |
দেহার জলবিদ্যুৎ কেন্দ্র | বিপাশা | হিমাচলপ্রদেশ |
ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্র | শতুদ্র | হিমাচলপ্রদেশ |
কালী নদী জলবিদ্যুৎ কেন্দ্র | কালী | কর্ণাটক |
সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র | সরাবতী | কর্ণাটক |
শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র | কাবেরি | কর্ণাটক |
নাগার্জুনসাগর জলবিদ্যুৎ কেন্দ্র | কৃষ্ণা | অন্ধ্রপ্রদেশ |
নিম্ন সিলেরু জলবিদ্যুৎ কেন্দ্র | সিলেরু | অন্ধ্রপ্রদেশ |
শ্রীসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র | কৃষ্ণা | অন্ধ্রপ্রদেশ |
নিজাম সাগর জলবিদ্যুৎ কেন্দ্র | --- | অন্ধ্রপ্রদেশ |
বালিমেলা জলবিদ্যুৎ কেন্দ্র | সিলেরু | অন্ধ্রপ্রদেশ/ওড়িশা |
হিরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র | মহানদী | ওড়িশা |
ইদুক্কী জলবিদ্যুৎ কেন্দ্র | পেরিয়ার | কেরালা |
লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র | লেইমটাক | মণিপুর |
জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র | --- | পশ্চিমবঙ্গ |
তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র | তিস্তা | সিকিম |
রঙ্গিত জলবিদ্যুৎ কেন্দ্র | রঙ্গিত | সিকিম |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Hydroelectric Power Plants in India
Language : Bengali
Size : 0.3 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment