Breaking



Monday 5 December 2022

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা PDF | Educational Institutions and their Founders

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা PDF | Educational Institutions and their Founders

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা PDF | Educational Institutions and their Founders
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা PDF
কলম 
প্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা

শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা সাল
কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস ১৭৮১
এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স ১৭৮৪
বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান ১৭৯২
ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি ১৮০০
শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি ১৮০০
স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার ১৮১৭
হিন্দু কলেজ ডেভিড হেয়ার ১৮১৭
অ্যাংলো হিন্দু স্কুল রাজা রামমোহন রায় ১৮২২
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও ১৮২৮
স্কটিশ চার্চ কলেজ আলেক্সান্ডার ডাফ ১৮৩০
ক্যালকাটা মেডিকেল কলেজ লর্ড বেন্টিক ১৮৩৫
তত্ত্ববোধিনী পাঠশালা দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪০
বেথুন স্কুল ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর ১৮৪৯
কলকাতা বিশ্ববিদ্যালয় উডের সুপারিশে ব্রিটিশ সরকার ১৮৫৭
মাদ্রাজ বিশ্ববিদ্যালয় উডের সুপারিশে ব্রিটিশ সরকার ১৮৫৭
বোম্বাই বিশ্ববিদ্যালয় উডের সুপারিশে ব্রিটিশ সরকার ১৮৫৭
দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ লালা হংসরাজ ১৮৮৬
ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল সতীশচন্দ্র মুখোপাধ্যায় ১৯০৫
যাদবপুর বিশ্ববিদ্যালয় আচার্য প্রফুল চন্দ্র রায় ১৯০৬
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় মদনমোহন মালব্য ১৯১৫
ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি ডি. কে. কার্ভে ১৯১৬
বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু ১৯১৭
বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Important Questions ::

 কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans: 1781 সালে (মতান্তরে 1780)।

 কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ?
Ans: ওয়ারেন হেস্টিংস।

 এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
Ans: উইলিয়াম জোন্স।

 এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans: 1784 সালে।

 বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans: জোনাথন ডানকান।

 ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans: লর্ড ওয়েলেসলি।

 ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans: 1800 সালে।

 শ্রীরামপুর মিশন কে প্রতিষ্ঠা করেন ?
Ans: উইলিয়াম কেরি।

 শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans: 1800 সালের 10ই জানুয়ারি।

 স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
Ans: ডেভিড হেয়ার।

 হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans: 1817 সালে।

 হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans: ডেভিড হেয়ার।

 স্কটিশ চার্চ কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans: আলেক্সান্ডার ডাফ।

 কলকাতা মেডিকেল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন ?
Ans: লর্ড বেন্টিক 1835 সালে।

 বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?
Ans: মদনমোহন মালব্য। 

 বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠা করেন ?
Ans: 1917 সালে।

No comments:

Post a Comment