বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম তালিকা PDF | Full Form of Hormones
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন হরমোনের ফুল ফর্ম বা সম্পূর্ণ নামের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে ADH এর পুরো নাম কি? ACTH এর পুরো নাম কি? GH এর পূর্ণরূপ কি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম
হরমোন | সম্পূর্ণ নাম |
---|---|
ACTH | অ্যাড্রেনো কর্টিকো ট্রফিক হরমোন |
ADH | অ্যান্টি ডাইইউরেটিক হরমোন |
ARH | অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন |
FSH | ফলিকল স্টিমুলেটিং হরমোন |
GH | গ্রোথ হরমোন |
GTH | গোনাডোট্রফিক হরমোন |
GnRH | গোনাডোট্রফিন রিলিজিং হরমোন |
ICSH | ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন |
LH | লিউটিনাইজিং হরমোন |
MRH | মেলানোসাইট রিলিজিং হরমোন |
MSH | মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন |
MIH | মেলানোসাইট ইনহিবিটিং হরমোন |
Oxt | অক্সিটোসিন |
PIH | প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন |
PRH | প্রোল্যাকটিন রিলিজিং হরমোন |
STH | সোমাটোট্রফিক হরমোন |
SRH | সোমাটোট্রফিন রিলিজং হরমোন |
TSH | থাইরয়েড স্টিমুলেটিং হরমোন |
TRH | থাইরোট্রফিন রিলিজিং হরমোন |
T3 | ট্রাই-আয়োডোথাইরোনিন |
T4 | থাইরক্সিন |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Full Form of Hormones
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
■ হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
প্রশ্নঃ হরমোন কাকে বলে ?
উত্তরঃ যেসব জৈব রাসায়নিক পদার্থ জীবদেহে বিশেষ কোনো কোশগুচ্ছ থেকে বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে দূরবর্তী কোনো স্থানে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়া সমাপ্তির পর ধ্বংস হয় তাকে হরমোন বলে।
প্রশ্নঃ হরমোন কথাটির আক্ষরিক অর্থ কি ?
উত্তরঃ জাগ্রত করা বা উত্তেজিত করা।
প্রশ্নঃ কোন বিজ্ঞানী সর্বপ্রথম জীবদেহে হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন ?
উত্তরঃ বিজ্ঞানী বেলিস এবং স্টারলিং।
প্রশ্নঃ প্রাণী হরমোনের উৎসস্থল কোথায় ?
উত্তরঃ অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি।
প্রশ্নঃ উদ্ভিদ হরমোনের উৎসস্থল কোথায় ?
উত্তরঃ ভাজক কলা।
প্রশ্নঃ হরমোনের কাজ কি ?
উত্তরঃ কোশে কোশে রাসায়নিক সমন্বয়সাধন, কোশ বিভাজন ও বৃদ্ধিতে সহায়তা করে, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, যৌনাঙ্গের পরিস্ফুটন তথা যৌন বৈশিষ্ট্যগুলির প্রকাশ ঘটায়।
প্রশ্নঃ বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোন কোনটি ?
উত্তরঃ অক্সিন।
প্রশ্নঃ বীজের অঙ্কুরোদগমে সাহায্যকারী হরমোন কোনটি ?
উত্তরঃ জিব্বেরেলিন।
প্রশ্নঃ বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোন কোনটি ?
উত্তরঃ রেনিন।
প্রশ্নঃ নাইট্রোজেনবিহীন হরমোন কোনটি ?
উত্তরঃ কাইনিন।
প্রশ্নঃ উদ্ভিদে কোনটি স্ট্রেস হরমোন ?
উত্তরঃ ইথিলিন।
প্রশ্নঃ একটি কৃত্রিম হরমোনের নাম ?
উত্তরঃ কাইনেটিন।
No comments:
Post a Comment