Breaking



Wednesday 1 December 2021

WBP SI Preliminary Practice Set in Bengali PDF

WBP SI Preliminary Practice Set in Bengali PDF | পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি প্র্যাকটিস সেট || Part-02

WBP SI Preliminary Practice Set in Bengali PDF
WBP SI Preliminary Practice Set in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আগত West Bengal Police Sub-Inspector Preliminary পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজকের পোস্টে WBP SI Preliminary Practice Set in Bengali PDF টি সম্পূর্ণ Free তে শেয়ার করলাম।

যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। সুতরাং সময় নষ্ট করে প্রশ্নগুলি কুইজ আকারে দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

WBP SI Preliminary Practice Set 02

০১. অস্টিওলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন ?
ⓐ অস্থি বা হাড়
ⓑ পরী বা এঞ্জেল
ⓒ আবহাওয়া 
ⓓ জমির উৎপাদনশীলতা


০২. কোন তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয়?
ⓐ আলোক তরঙ্গ
ⓑ যান্ত্রিক তরঙ্গ
ⓒ বেতার তরঙ্গ  
ⓓ তড়িৎ চৌম্বক তরঙ্গ


০৩. নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় ?
ⓐ প্রথম সূত্র
ⓑ দ্বিতীয় সূত্র
ⓒ তৃতীয় সূত্র
ⓓ কোনটিই নয়


০৪. নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় ?
ⓐ প্রথম সূত্র 
ⓑ দ্বিতীয় সূত্র  
ⓒ তৃতীয় সূত্র
ⓓ কোনটিই নয়


০৫. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?
ⓐ রাওলাট আইন
ⓑ চৌরিচৌরা
ⓒ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড
ⓓ ডাণ্ডি অভিযান


০৬. ডান্ডি অভিযান কবে শুরু হয় ? 
ⓐ ১২ই মার্চ ১৯৩০
ⓑ ১২ই এপ্রিল ১৯৩০
ⓒ ১২ই মে ১৯৩১
ⓓ ১২ই জুন ১৯৩১


০৭. লোকসভার স্পীকার কার দ্বারা নিযুক্ত হন ?
ⓐ রাষ্ট্রপতি
ⓑ প্রধানমন্ত্রী
ⓒ রাজ্যপাল
ⓓ প্রধান বিচারপতি


০৮. ভারতী সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
ⓐ সাঁতার
ⓑ বক্সিং
ⓒ ভারোত্তোলন
ⓓ জিমন্যাসটিক

০৯. তানসেনের আসল নাম কি ?
ⓐ রামগোপাল ঘোষ
ⓑ রামতনু পাণ্ডে
ⓒ রামরতন মল্লিক
ⓓ কালিদাস

১০. ভারতের সার্ভিস সেক্টর GDP এর কত শতাংশ উৎপন্ন করে ?
ⓐ GDP এর ৩৩ শতাংশ
ⓑ GDP এর ৪০ শতাংশ
ⓒ GDP এর ৪২ শতাংশ
ⓓ GDP এর ৫০ শতাংশ  

১১. AGMARK এর সঙ্গে সম্পর্কিত –
ⓐ কৃষিজাত অর্থ
ⓑ কৃষিজাত পণ্য
ⓒ শিল্প
ⓓ রেল ব্যবস্থা 

১২. পঞ্চায়েতে কাদের বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে ?
ⓐ মহিলা
ⓑ অনগ্রসর শ্রেণি
ⓒ সমবায় সংস্থা
ⓓ কোনটিই নয়

১৩. LCD এর পুরো নাম কি ?
ⓐ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে
ⓑ লো কারেন্ট ডিসপ্লে
ⓒ লাইট সার্কিট ডিসপ্লে
ⓓ কোনটিই নয়

১৪. কোন তলটি তাপের উত্তম শোষক ?
ⓐ সাদা মসৃণ তল
ⓑ সাদা অমসৃণ তল
ⓒ কালো মসৃণ তল
ⓓ কালো অমসৃণ তল

১৫. সালোকসংশ্লেষে কোথায় আলোক বিক্রিয়া ঘটে ?
ⓐ সাইটোসল
ⓑ রাইবোজোম
ⓒ ক্লোরোপ্লাস্টের গ্রানাতে  
ⓓ ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে

১৬. নিম্নলিখিত কোনটি একটি পলিমরফিক প্রজাতি ?
ⓐ গোরিলা
ⓑ মাকড়শা 
ⓒ গার্ডেন লিজার্ড
ⓓ পিঁপড়ে

১৭. ডারউইন এর মতানুযায়ী ন্যাচারাল সিলেকশনের একক কোনটি ?
ⓐ একজন ব্যক্তি
ⓑ জেনাস বা গোত্র
ⓒ পরিবার
ⓓ স্পিসিস বা প্রজাতি

১৮. আয়োডিন কোন রোগের আক্রান্ত ব্যক্তিদের দেওয়া হয় ?
ⓐ রিকেট
ⓑ রাতকানা
ⓒ গয়টার
ⓓ বিউম্যাটিজম 

১৯. সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি ?
ⓐ গ্যানিমেড
ⓑ মেটিস
ⓒ ক্যালিস্ট
ⓓ ইউরোপা

২০. সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?
ⓐ বুধ
ⓑ বৃহস্পতি
ⓒ শুক্র
ⓓ শনি

২১. ‘Welfare State’ এর চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায় ?
ⓐ প্রস্তাবনায়
ⓑ রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে
ⓒ মৌলিক অধিকারে
ⓓ সপ্তম তালিকায়

২২. ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে –
ⓐ ভারতের রাষ্ট্রপতি
ⓑ লোকসভা
ⓒ ভারতের প্রধান বিচারপতি
ⓓ আইন কমিশন

২৩. ‘মাইন্ড মাস্টার’ নামক আত্মজীবনীটি কার ? 
ⓐ বিশ্বনাথন আনন্দ  
ⓑ অভিনব বিন্দ্রা 
ⓒ মিথালী রাজ 
ⓓ যুবরাজ সিং

২৪. রাঙ্গাপাহাড় বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত –
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ নাগাল্যান্ড
ⓒ আসাম
ⓓ তামিলনাড়ু

২৫. ‘অর্জুন পুরস্কার’ দেওয়া হয় –
ⓐ খেলাধুলা
ⓑ চলচ্চিত্র
ⓒ সামরিক
ⓓ চিকিৎসা 

২৬. মেত্তুর জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত ?
ⓐ তামিলনাড়ুর কাবেরী
ⓑ গুজরাটের তাপ্তি 
ⓒ ঝাড়খণ্ডের দামোদর 
ⓓ মহারাষ্ট্রের কয়না

২৭. কাব্যাদর্শ বইটি লিখেছিলেন –
ⓐ গৌড়বাহ
ⓑ দণ্ডী
ⓒ কীর্তি কৌমুদী
ⓓ চন্দ্রচুড়

২৮. আপেলে কোন অ্যাসিড থাকে ?
ⓐ ল্যাকটিক অ্যাসিড
ⓑ টারটারিক অ্যাসিড
ⓒ ম্যালিক অ্যাসিড
ⓓ ফরমিক অ্যাসিড

২৯. স্টেনলেস স্টিল কোন কোন ধাতুর আকরিক ?
ⓐ লোহা, নিকেল ও ক্রোমিয়াম
ⓑ লোহা, ম্যাঙ্গানিজ 
ⓒ টিন, অ্যান্টিমনি ও তামা 
ⓓ টিন, সীসা ও অ্যান্টিমনি

৩০. র‍্যাবিস ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন ?
ⓐ জোনাস সল্ক
ⓑ কোনরাড জুস
ⓒ এলি হুইটনি
ⓓ লুই পাস্তুর

৩১. PUT : NSR :: AND : ?
ⓐ CLB
ⓑ YMB
ⓒ YKB
ⓓ YLB

৩২. MARK : QEVO :: FAST : ?
ⓐ IDVW
ⓑ JEWX
ⓒ JFWY
ⓓ KFXY

৩৩. FIELD : EIFDL :: HOUSE : ?
ⓐ OHESU
ⓑ VOHSE
ⓒ OHUSE
ⓓ UOHES

৩৪. 18 : 34 :: 125 : ?
ⓐ 10
ⓑ 22
ⓒ 24
ⓓ 25

৩৫. 4 : 48 :: 7 : ?
ⓐ 82
ⓑ 98
ⓒ 147
ⓓ 176

৩৬. 60 : 16 :: 104 : ?
ⓐ 19
ⓑ 27
ⓒ 31
ⓓ 37

৩৭. সুস্মিতা একটি ছেলেকে দেখিয়ে বলল, “ছেলেটি আমার কাকার বাবার মেয়ের ছেলে”, ছেলেটি সুস্মিতার কে হয় ?
ⓐ বাবা
ⓑ কাকা
ⓒ ভাই
ⓓ ভাইপো 

৩৮. ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে সুজন রিমাকে বলল, “তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা”, রিমা ব্যক্তিটির কে হয় ?
ⓐ মা
ⓑ স্ত্রী
ⓒ কন্যা
ⓓ বোন

৩৯. একটি ছবি দেখিয়ে শ্যামল বলল, “এই মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে”, শ্যামল মহিলাটির কে হয় ?
ⓐ বাবা
ⓑ কাকা
ⓒ খুড়তুতো ভাই
ⓓ ভাই

৪০. যদি COBBLER শব্দটির সংকেত 1322798 হয়, তাহলে BLOOD শব্দটির সংকেত নীচের কোনটি হবে ? 
ⓐ 27339
ⓑ 27331
ⓒ 27335
ⓓ 27359



 সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBP SI Preliminary Practice Set 02
Language : Bengali
Size : 0.9 mb 
No. of Pages : 06
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment