Breaking







Monday, 27 December 2021

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF | Mountains and their Highest Peaks in India

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF | Mountains and their Highest Peaks in India

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF | Mountains and their Highest Peaks in India
ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
ভারতের বিভিন্ন পর্বত ও পর্বত শৃঙ্গ বা ভারতের বিভিন্ন পর্বতের উচ্চতম পর্বত শৃঙ্গ ভূগোলের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF টি শেয়ার করলাম।

যেটির মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ পর্বত ও তাদের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও ও অফলাইনে পড়ার জন্য তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ

পর্বত উচ্চতম শৃঙ্গ
মহাকাল পর্বত অমরকণ্টক (১০৫৭ মিটার)
পশ্চিমঘাট পর্বত আনাইমুদি (২৬৯৫ মিটার)
পূর্বঘাট পর্বত জিন্দাগাড়া (১৬৯০ মিটার)
আরাবল্লী পর্বত গুরুশিখর (১৭২২ মিটার)
সাতপুরা পর্বত ধূপগড় (১৩৫২ মিটার)
নীলগিরি পর্বত দোদাবেতা (২৬৩৭ মিটার)
হিমালয় পর্বত কাঞ্চনজঙ্ঘা (৮৫৮৬ মিটার)
আন্নামালাই পর্বত আনাইমুদি (২৬৯৫ মিটার)
কারাকোরাম পর্বত গডউইন অস্টিন (৮৬১১ মিটার)
মিশমি পর্বত দাফাবুম (৪৫৭৯ মিটার)
বিন্ধ্য পর্বত কালুমার শৃঙ্গ (৭৫২ মিটার)
নাগা পাহাড় সারামতী (৩৮২৬ মিটার)
গারো পাহাড় নকরেক (১৪১২ মিটার)
কোহিমা পাহাড় জাপাভো (২৯৯৫ মিটার)
বাবা বুদান পাহাড় মুলানগিরি (১৯২৩ মিটার)
শিলং পাহাড় শিলং শৃঙ্গ (১৯৬১ মিটার)
মিকির পাহাড় ডামবুকচো (১৩৬৩ মিটার)
ছোটনাগপুর মালভূমি পরেশনাথ (১৩৬৬ মিটার)

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Mountains and their Highest Peaks in India
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


■ প্রশ্নোত্তরে ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গঃ

প্রশ্নঃ মৈকাল বা মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ অমরকণ্টক (১০৫৭ মিটার)।

প্রশ্নঃ পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ আনাইমুদি (২৬৯৫ মিটার)।

প্রশ্নঃ পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ জিন্দাগাড়া (১৬৯০ মিটার)।

প্রশ্নঃ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ গুরুশিখর (১৭২২ মিটার)।

প্রশ্নঃ সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ ধূপগড় (১৩৫২ মিটার)।

প্রশ্নঃ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ দোদাবেতা (২৬৩৭ মিটার)।

প্রশ্নঃ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা (৮৫৮৬ মিটার)।

প্রশ্নঃ আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ আনাইমুদি (২৬৯৫ মিটার)।

প্রশ্নঃ কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ গডউইন অস্টিন (৮৬১১ মিটার)।

প্রশ্নঃ মিশমি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ দাফাবুম (৪৫৭৯ মিটার)।

প্রশ্নঃ বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ কালুমার শৃঙ্গ বা সদ-ভাবনা শিখর (৭৫২ মিটার)।

প্রশ্নঃ নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ সারামতী (৩৮২৬ মিটার)।

প্রশ্নঃ গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ নকরেক (১৪১২ মিটার)।

প্রশ্নঃ কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ জাপাভো (২৯৯৫ মিটার)।

প্রশ্নঃ বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ মুলানগিরি (১৯২৩ মিটার)।

প্রশ্নঃ শিলং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ শিলং শৃঙ্গ (১৯৬১ মিটার)।

প্রশ্নঃ মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ ডামবুকচো (১৩৬৩ মিটার)।

প্রশ্নঃ ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ পরেশনাথ (১৩৬৬ মিটার)।

No comments:

Post a Comment