Breaking



Monday 6 December 2021

গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণি সমূহ PDF | Major Mountain Ranges of the World

গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণি সমূহ PDF | Major Mountain Ranges of the World

গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণি সমূহ PDF | Major Mountain Ranges of the World
গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণি সমূহ PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন পর্বতশ্রেণি বা পর্বতমালা ও তাদের অবস্থান ভূগোলের এই টপিকটি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণি সমূহ PDF টি শেয়ার করলাম।

যেটির মধ্যে গুরুত্বপূর্ণ পর্বতমালা, তাদের অবস্থান ও দৈর্ঘ্য সমূহ একটি তালিকার মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও ও অফলাইনে পড়ার জন্য তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।

গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণি সমূহ

অঞ্চল অবস্থান দৈর্ঘ্য
আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা ৭০০০ কিমি
রকি পর্বতমালা উত্তর আমেরিকা ৪৮০০ কিমি
গ্রেট বিভাজন রেঞ্জ পূর্ব অস্ট্রেলিয়া ৩৫০০ কিমি
ট্রান্স-অ্যান্টার্কটিক কুমেরু ৩৫০০ কিমি
অ্যাটলাস পর্বতমালা উত্তর-পশ্চিম আফ্রিকা ২৫০০ কিমি
ইউরাল পর্বতমালা রাশিয়া ২৫০০ কিমি
হিমালয় পর্বতমালা এশিয়া ২৪০০ কিমি
অ্যাপালেচিয়ান পর্বতমালা পূর্ব-উত্তর আমেরিকা ২৪০০ কিমি
আলতাই পর্বতমালা এশিয়া ২০০০ কিমি
পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিম ভারত ১৬০০ কিমি
ককেশাস পর্বতমালা ইউরোপ ১২০০ কিমি
আলাস্কা পর্বতমালা মার্কিন যুক্তরাষ্ট্র ১১৩০ কিমি
আল্পস পর্বতমালা ইউরোপ ১০৫০ কিমি
আরাবল্লি পর্বতমালা দক্ষিণ-পশ্চিম ভারত ৮০০ কিমি

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Major Mountain Ranges of the World
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


■ প্রশ্নোত্তরে গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণি সমূহঃ

প্রশ্নঃ আন্দিজ পর্বতমালা বা আন্দেস পর্বতমালা কোথায় অবস্থিত ?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা।

প্রশ্নঃ রকি পর্বতমালা কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর আমেরিকার পশ্চিমে।

প্রশ্নঃ ট্রান্স-অ্যান্টার্কটিক পর্বতমালা কোথায় অবস্থিত ?
উত্তরঃ কুমেরু মহাদেশে।

প্রশ্নঃ অ্যাটলাস পর্বতমালা কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর-পশ্চিম আফ্রিকা।

প্রশ্নঃ ইউরাল পর্বতমালা কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাশিয়া।

প্রশ্নঃ হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত ?
উত্তরঃ আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভুটান এশিয়ার এই ছয় দেশে।

প্রশ্নঃ অ্যাপালেচিয়ান পর্বতমালা কোথায় অবস্থিত ?
উত্তরঃ পূর্ব-উত্তর আমেরিকা।

প্রশ্নঃ পশ্চিমঘাট পর্বতমালা কোথায় অবস্থিত ?
উত্তরঃ পশ্চিম ভারত।

প্রশ্নঃ আলাস্কা পর্বতমালা কোথায় অবস্থিত ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রশ্নঃ আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত ?
উত্তরঃ ইউরোপ।

প্রশ্নঃ আরাবল্লি পর্বতমালা কোথায় অবস্থিত ?
উত্তরঃ দক্ষিণ-পশ্চিম ভারত।

প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
উত্তরঃ আন্দিজ পর্বতমালা।

প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী কোনটি ?
উত্তরঃ হিমালয়।

No comments:

Post a Comment