Breaking



Wednesday 22 November 2023

বিভিন্ন গ্যাস ও তার উপাদান PDF | বিভিন্ন গ্যাসের গঠন

বিভিন্ন গ্যাস ও তার উপাদান PDF | বিভিন্ন গ্যাসের গঠন

বিভিন্ন গ্যাস ও তার উপাদান PDF | বিভিন্ন গ্যাসের গঠন
বিভিন্ন গ্যাস ও তার উপাদান PDF
কলম ✏  
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন প্রকার গ্যাস ও তার গঠন বা বিভিন্ন জ্বালানির গঠন রসায়ন বিজ্ঞানের এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন গ্যাস ও তার উপাদান PDF সহ শেয়ার করলাম।

যার মধ্যে কোন গ্যাস কোন কোন উপাদান বা গ্যাসীয় উপাদানের সমন্বয়ে গঠিত তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। তাই দেরী না করে তালিকাটি দেখে নাও ও প্রয়োজনে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন গ্যাস ও তার উপাদান

গ্যাস উপাদান
ওয়াটার গ্যাস কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন
প্রডিউসার গ্যাস নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড
কোল গ্যাস হাইড্রোজেন, মিথেন, কার্বন মনোক্সাইড, ইথিলিন, অ্যাসিটিলিন, বেঞ্জিন
CNG সংনমিত প্রাকৃতিক গ্যাস (প্রধান উপাদান মিথেন)
জৈব গ্যাস মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন
প্রাকৃতিক গ্যাস মিথেন, ইথিলিন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন
তেল গ্যাস মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন
LPG বিউটেন, আইসোবিউটেন ও প্রোপেন

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : বিভিন্ন গ্যাস ও তার উপাদান
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


■ প্রশ্নোত্তরে বিভিন্ন গ্যাসের গঠনঃ

ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি ?
🅐 কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন
🅑 অক্সিজেন ও হাইড্রোজেন
🅒 কার্বন ডাই অক্সাইড  হাইড্রোজেন
🅓 নাইট্রোজেন ও হাইড্রোজেন


 প্রডিউসার গ্যাসে কী কী থাকে?
🅐 হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড
🅑 নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড
🅒 অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
🅓 নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড


 কোল গ্যাসের প্রধান উপাদান কি ?
🅐 মিথেন
🅑 ইথিলিন
🅒 অ্যাসিটিলিন
🅓 বিউটেন


 সিএনজি এর প্রধান উপাদান কি ?
🅐 মিথেন
🅑 ইথিলিন
🅒 হাইড্রোজেন
🅓 নাইট্রোজেন


 জৈব গ্যাসের মূল উপাদান কি ?
🅐 মিথেন
🅑 কার্বন ডাইঅক্সাইড
🅒 হাইড্রোজেন
🅓 নাইট্রোজেন


 প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি ?
🅐 হাইড্রোজেন
🅑 নাইট্রোজেন
🅒 মিথেন
🅓 ইথেন


 এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে ?
🅐 বিউটেন এবং আইসোবিউটেন
🅑 বিউটেন ও প্রোপেন
🅒 আইসোবিউটেন ও প্রোপেন
🅓 বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন


1 comment: