ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী PDF | Capitals of 28 States and 8 Union Territories
| ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী PDF | 
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী PDF | ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী PDF এই টপিকটি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আর তাই আজকের পোস্টে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী PDF টি শেয়ার করলাম।
যার মধ্যে ভারতের ২৮টি অঙ্গ রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম এবং তাদের রাজধানীর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও ও অফলাইনে পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী
| রাজ্য | রাজধানী | 
|---|---|
| পশ্চিমবঙ্গ | কলকাতা | 
| আসাম | দিসপুর | 
| ত্রিপুরা | আগরতলা | 
| ঝাড়খণ্ড | রাঁচি | 
| বিহার | পাটনা | 
| মণিপুর | ইম্ফল | 
| পাঞ্জাব | চণ্ডীগড় | 
| রাজস্থান | জয়পুর | 
| অরুণাচল প্রদেশ | ইটানগর | 
| তামিলনাড়ু | চেন্নাই | 
| অন্ধ্রপ্রদেশ | অমরাবতী | 
| গোয়া | পানাজি | 
| ছত্তিশগড় | রায়পুর | 
| কেরালা | তিরুবন্তপুরম | 
| গুজরাট | গান্ধীনগর | 
| হরিয়ানা | চণ্ডীগড় | 
| হিমাচল প্রদেশ | শিমলা | 
| মিজোরাম | আইজল | 
| কর্ণাটক | বেঙ্গালুরু | 
| তেলেঙ্গানা | হায়দ্রাবাদ | 
| মধ্যপ্রদেশ | ভোপাল | 
| নাগাল্যান্ড | কোহিমা | 
| মহারাষ্ট্র | মুম্বাই | 
| মেঘালয় | শিলং | 
| উত্তরপ্রদেশ | লখনউ | 
| ওড়িশা | ভুবনেশ্বর | 
| সিকিম | গ্যাংটক | 
| উত্তরাখণ্ড | গাইরসান (গ্রীষ্মকালীন) দেরাদুন (শীতকালীন)  | 
ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী
| কেন্দ্রশাসিত অঞ্চল | রাজধানী | 
|---|---|
| আন্দামান ও নিকোবর | পোর্ট ব্লেয়ার | 
| চণ্ডীগড় | চণ্ডীগড় | 
| দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউ | দমন | 
| দিল্লী | নিউ দিল্লী | 
| জম্মু-কাশ্মীর | শ্রীনগর (গ্রীষ্মকালীন) জম্মু (শীতকালীন)  | 
| লাক্ষাদ্বীপ | কাভারাত্তি | 
| পুদুচেরী | পুদুচেরী | 
| লাদাখ | লে | 
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Capitals of 28 States and 8 Union Territories
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment