Breaking



Sunday 23 April 2023

ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী PDF | Capitals of 28 States and 8 Union Territories

ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী PDF | Capitals of 28 States and 8 Union Territories

ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী PDF | Capitals of 28 States and 8 Union Territories
ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী PDF | ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী PDF এই টপিকটি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আর তাই আজকের পোস্টে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী PDF টি শেয়ার করলাম।

যার মধ্যে ভারতের ২৮টি অঙ্গ রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম এবং তাদের রাজধানীর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও ও অফলাইনে পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতের সমস্ত রাজ্যের রাজধানী

রাজ্য রাজধানী
পশ্চিমবঙ্গ কলকাতা
আসাম দিসপুর
ত্রিপুরা আগরতলা
ঝাড়খণ্ড রাঁচি
বিহার পাটনা
মণিপুর ইম্ফল
পাঞ্জাব চণ্ডীগড়
রাজস্থান জয়পুর
অরুণাচল প্রদেশ ইটানগর
তামিলনাড়ু চেন্নাই
অন্ধ্রপ্রদেশ অমরাবতী
গোয়া পানাজি
ছত্তিশগড় রায়পুর
কেরালা তিরুবন্তপুরম
গুজরাট গান্ধীনগর
হরিয়ানা চণ্ডীগড়
হিমাচল প্রদেশ শিমলা
মিজোরাম আইজল
কর্ণাটক বেঙ্গালুরু
তেলেঙ্গানা হায়দ্রাবাদ
মধ্যপ্রদেশ ভোপাল
নাগাল্যান্ড কোহিমা
মহারাষ্ট্র মুম্বাই
মেঘালয় শিলং
উত্তরপ্রদেশ লখনউ
ওড়িশা ভুবনেশ্বর
সিকিম গ্যাংটক
উত্তরাখণ্ড
গাইরসান (গ্রীষ্মকালীন)
দেরাদুন (শীতকালীন)


ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী

কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানী
আন্দামান ও নিকোবর পোর্ট ব্লেয়ার
চণ্ডীগড় চণ্ডীগড়
দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউ দমন
দিল্লী নিউ দিল্লী
জম্মু-কাশ্মীর
শ্রীনগর (গ্রীষ্মকালীন)
জম্মু (শীতকালীন)
লাক্ষাদ্বীপ কাভারাত্তি
পুদুচেরী পুদুচেরী
লাদাখ লে

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Capitals of 28 States and 8 Union Territories
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment