Breaking







Tuesday, 28 September 2021

ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর PDF | Major Sea Ports in India

ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর PDF | Major Sea Ports in India

ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর PDF | Major Sea Ports in India
ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
ভারতের সমুদ্র বন্দর বা ভারতের উল্লেখযোগ্য সমুদ্র বন্দর ভূগোলের এই টপিকটি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন ধরণের প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর PDF টি শেয়ার করলাম।

যার মধ্যে ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর ও সেই বন্দর সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে পোস্টটি দেখে নাও ও প্রয়োজনে পোস্টটির পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর

০১. মুম্বাই বন্দর
■ এটি ভারতের পশ্চিম উপকূলে মহারাষ্ট্রের পশ্চিম মুম্বাইতে অবস্থিত।
■ এটি ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বন্দর।
■ এটি ভারতের দ্বিতীয় প্রাচীন বন্দর।
■ এটি একটি স্বাভাবিক প্রোতাশ্রয় যুক্ত বন্দর। 
■ পশ্চাদভূমিঃ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ। 

০২. চেন্নাই বন্দর
■ এটি ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ুর চেন্নাই শহরে অবস্থিত।
■ এই বন্দরটি মাদ্রাজ বন্দর নামেও পরিচিত।
■ এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ও তামিলনাড়ুর বৃহত্তম বন্দর।
■ এটি একটি কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
■ পশ্চাদভূমিঃ তামিলনাড়ু, কর্ণাটকের দক্ষিণ-পূর্ব অংশ, কেরালার কিছু অংশ।

০৩. কান্ডালা বন্দর
■ এটি গুজরাটের কচ্ছ জেলার গান্ধিধাম শহরের নিকট অবস্থিত। 
■ এটি ভারতের পশ্চিম উপকূলের একটি প্রধান সমুদ্র বন্দর।
■ এই বন্দরটি কান্ডালা পোর্ট ট্রাস্ট বা দীনদয়াল বন্দর নামেও পরিচিত।
■ এটি একটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর। 
■ পশ্চাদভূমিঃ গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লী, জম্মু ও কাশ্মীর। 

০৪. জওহরলাল নেহেরু বন্দর
■ এটি ভারতের পশ্চিম উপকূলে মহারাষ্ট্রের নভি মুম্বাইতে অবস্থিত।
■ এই বন্দরটি নবসেবা বন্দর নামেও পরিচিত।
■ এই বন্দরকে আরব সাগরের প্রধান বন্দর বা রাজা বন্দর বলা হয়ে থাকে।
■ এটি ভারতের বৃহত্তম পণ্য ধারণকারী বন্দর।
■ এটি ভারতের বৃহত্তম কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
■ পশ্চাদভূমিঃ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, হরিয়ানা।

০৫. তুতিকোরিন বন্দর
■ এটি ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ুর তুতিকোরিনে অবস্থিত।
■ এই বন্দরটি ভি. ও. চিদাম্বরম বন্দর নামেও পরিচিত। 
■ এটি তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম বন্দর। 
■ এটি একটি কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
■ পশ্চাদভূমিঃ তামিলনাড়ু, কেরালা।

০৬. মার্মাগাঁও বন্দর
■ এটি ভারতের পশ্চিম উপকূলে দক্ষিণ গোয়াতে অবস্থিত।
■ এই বন্দরটির মাধ্যমে সবথেকে বেশি লোহা রপ্তানি করা হয়। 
■ এটি একটি স্বাভাবিক প্রোতাশ্রয় যুক্ত বন্দর। 
■ পশ্চাদভূমিঃ গোয়া, মহারাষ্ট্রের দক্ষিণ ভাগ, কর্ণাটকের উত্তর ভাগ। 

০৭. নিউ ম্যাঙ্গালোর বন্দর
■ এটি কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর শহরের পানাম্বুরে অবস্থিত।
■ এটি পানাম্বুর বন্দর নামেও পরিচিত।
■ এই বন্দরটিকে গভীর জলের সব আবহাওয়ার উপযুক্ত বন্দর বলা হয়ে থাকে।
■ এটি একটি কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
■ পশ্চাদভূমিঃ কর্ণাটক, কেরালার উত্তর অংশ। 

০৮. কোচি বন্দর
■ এটি ভারতের পশ্চিম উপকূলে কেরালা রাজ্যের কোচি শহরে অবস্থিত।
■ এই বন্দরটি মশলা রপ্তানির জন্য বিখ্যাত।
■ এটি একটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর। 
■ পশ্চাদভূমিঃ কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকের কিছু অংশ।

০৯. বিশাখাপত্তনম বন্দর
■ এটি ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে অন্ধ্রপ্রদেশের উত্তর অংশে অবস্থিত।
■ এই বন্দরটি ভাইজাগ বন্দর নামেও অভিহিত।
■ এটি ভারতের সবচেয়ে গভীরতম বন্দর। 
■ এটি একটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত বন্দর। 
■ পশ্চাদভূমিঃ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশার দক্ষিণ অংশ। 

১০. পারাদ্বীপ বন্দর
■ ভারতের পূর্ব উপকূলের ওড়িশা রাজ্যে অবস্থিত।
■ এই বন্দরটি একটি অন্যতম গভীরতম বন্দর।
■ এই বন্দরের নিজস্ব রেলপথ ও সড়কপথ রয়েছে।
■ এটি একটি কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
■ পশ্চাদভূমিঃ ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দক্ষিণ অংশ।

১১. এন্নোর বন্দর
■ এটি ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ুর এন্নোরে অবস্থিত।
■ এটি একটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত বন্দর। 
■ পশ্চাদভূমিঃ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশ।

১২. পোর্ট ব্লেয়ার বন্দর
■ ই বন্দরটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত।
■ এটি ভারতের নবীনতম বন্দরের মধ্যে একটি।
■ আন্দামান ও নিকোবরের পর্যটন শিল্পের উন্নতিতে এই বন্দরের ভূমিকা অন্যতম। 
■ এটি একটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত বন্দর। 
■ পশ্চাদভূমিঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 

১৩. কলকাতা বন্দর
■ এই বন্দরটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরে হুগলী নদীর পূর্ব তীরে অবস্থিত।
■ এই বন্দরটি কলকাতা-হলদিয়া বন্দর নামেও পরিচিত।
■ এটি ভারতের প্রথম প্রাচীনতম বন্দর। 
■ এটি একটি কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত বন্দর।
■ পশ্চাদভূমিঃ পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্ব ভাগ।


পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Major Sea Ports in India
Language : Bengali
Size : 0.6 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment