WBJEE ANM & GNM Practice Set in Bengali PDF Download | ANM & GNM প্র্যাকটিস সেট PDF
![]() |
WBJEE ANM & GNM Practice Set in Bengali PDF Download |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজকের পোস্টে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক WBJEE ANM & GNM Practice Set in Bengali PDF | ANM & GNM প্র্যাকটিস সেট PDFটি শেয়ার করলাম।
নিম্নে প্র্যাকটিস সেটটির প্রশ্নগুলি কুইজ আকারে দেওয়া আছে দেখে নাও এবং তার ঠিক নীচ থেকে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও, যাতে করে তোমরা অফলাইনে ভালো করে প্র্যাকটিস করতে পারো।
ANM & GNM Practice Set
০১. কোন বিভাজন জনন কোষে হয় ?
মিয়োসিস
মাইটোসিস
ক ও খ উভয়ই
কোনটিই নয়
০২. প্রোফেজ মাইটোসিসের কততম পর্যায় ?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
০৩. সরল বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু করে ?
ডিপ্লয়েড
হ্যাপ্লয়েড
জাইগোট
নিষেক
০৪. জীবদেহে কত ধরনের কোষ বিভাজন দেখা যায় ?
দুই ধরণের
তিন ধরণের
চার ধরণের
পাঁচ ধরণের
০৫. যেসব উদ্ভিদ মৃতজীবি পুষ্টি সম্পন্ন করে তাদের কী বলা হয় ?
হলোজায়িক
সিমবায়োসিস
কমেনসালিজম
স্যাপ্রোফাইট
০৬. ভিটামিন A এর অভাবে কোন রোগ হয় ?
রাতকানা
বেরিবেরি
চেইলোসিস
পেলেগ্রা
০৭. প্রোটিনের পরিপূরক খাদ্য কি ?
ফ্যাট
ভিটামিন
কার্বোহাইড্রেট
কোনোটিই নয়
০৮. প্রোটিনের ক্ষুদ্রতম একক কি ?
গ্লুকোজ
ফ্যাট
অ্যামাইনো অ্যাসিড
নাইট্রোজেন
০৯. ভিটামিন D এর রাসায়নিক নাম কি ?
অ্যাসকরবিক অ্যাসিড
ক্যালসিফেরল
নিয়াসিন
রেটিনল
১০. মানব দেহের বৃহত্তম কোষ কোনটি ?
স্নায়ুকোশ
অস্থিকোশ
প্রাণীকোশ
কোনোটিই নয়
১১. দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য ?
কার্বোহাইড্রেট
প্রোটিন
ফ্যাট
ভিটামিন
১২. মলটোজ এক প্রকার -
হরমোন
উৎসেচক
মনোস্যাকারাইড
ডাইস্যাকারাইড
১৩. পরিপাককৃত খাদ্যবস্তু শোষনের প্রধান অঙ্গটি হল -
ভিলাই
মাইক্রোভিলি
সিলিয়া
ফ্ল্যাজেলা
১৪. একটি প্রোটিওলাইটিক উৎসেচকের উদাহরণ হল –
লাইপেজ
পেপসিন
মলটেজ
অ্যামাইলেজ
১৫. ভিলাই কোথায় অবস্থিত ?
বৃক্কে
মুখগহ্বরে
ফুসফুসে
ক্ষুদ্রান্ত্রে
১৬. প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে ?
সুষুম্নাকান্ড
মস্তিষ্ক
প্লীহা
যকৃৎ
১৭. ব্যাঙ এর শ্বাস অঙ্গটির নাম কী ?
মুখবিবর ও মিউকাস পর্দা
ফুসফুস
ট্রাকিয়া
সংকোচিত গহ্বর
১৮. শরীরের কোথায় অরনিথিন চক্র সংঘটিত হয় ?
ফুসফুসে
যকৃতে
হৃৎপিণ্ডে
প্লীহাতে
১৯. ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায় ?
ডিম্বাণুতে
সস্য নিউক্লিয়াসে
শুক্রাণুতে
বীজে
২০. মানবদেহে অটোজোমের সংখ্যা কত ?
৪০টি
৪২টি
৪৪টি
৪৬টি
২১. কোন কোশ বিভাজনকে সদৃশ বিভাজন বলে ?
মাইটোসিস
মিয়োসিস
অ্যামাইটোসিস
সাইটোকাইনেসিস
২২. বংশগতির ধারক ও বাহক হল –
মেসোজোম
পলিজোম
ক্রোমোজোম
রাইবোজোম
২৩. RNA-তে থাইমিনের পরিবর্তে কি থাকে ?
আডেনিন
গুয়ানিন
সাইটোসিন
ইউরাসিল
২৪. মানব জীবনের শেষ দশা হল -
শৈশব দশা
বয়সন্ধি দশা
পরিণত দশা
বার্ধক্য দশা
২৫. স্ত্রীলোকের লিঙ্গনির্ধারক ক্রোমোজোম কোনটি ?
XY
XX
YY
XO
২৬. অলীক বল কাকে বলে ?
অপকেন্দ্র বলকে
অভিকেন্দ্র বলকে
অভিসারী বলকে
অপসারী বলকে
২৭. ওয়াট কীসের একক ?
ভরবেগ
ক্ষমতা
শক্তি
বল
২৮. গতি পরিবর্তনের হারকে কি বলে ?
বেগ
ত্বরণ
দ্রুতি
মন্দন
২৯. ভৌতরাশি কত প্রকারের হয় ?
দুই প্রকারের
তিন প্রকারের
চার প্রকারের
পাঁচ প্রকারের
৩০. পৃথিবী থেকে দেখলে কোন গ্রহকে রাত্রিবেলা সবথেকে উজ্জ্বল দেখায় ?
মঙ্গল
বুধ
বৃহস্পতি
শুক্র
৩১. ত্বরণ বা কম্পন পরিমাপের যন্ত্রকে কি বলা হয় ?
অ্যাসিডিমিটার
অ্যাক্সিলেরোমিটার
এরোমিটার
অ্যাকটিনোমিটার
৩২. সব তরঙ্গের মৌলিক বৈশিষ্ট্য কি ?
কম্পাঙ্ক
তরঙ্গদৈর্ঘ্য
গতিবেগ
সবকটি
৩৩. হীরকের মধ্যে কার্বন পরমাণুগুলির বন্ধনকে কি বলা হয় ?
ধাতব বন্ধন
আয়নীয় বন্ধন
সমযোজী বন্ধন
ভ্যানডার ওয়ালস বন্ধন
৩৪. ফোটোসেলের ওপর আলোকপাত হলে কি হয় ?
শক্তি উৎপন্ন হয়
বিদ্যুৎ উৎপন্ন হয়
সালোকসংশ্লেষ ঘটে
কোনটিই নয়
৩৫. বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
হাইগ্রোমিটার
ফোমিমিটার
ইউডিওমিটার
এরিওমিটার
৩৬. কোন পদার্থ থেকে প্লাস্টার অফ প্যারিস প্রস্তুত করা হয় ?
জিপসাম
ডলোমাইট
ম্যালাকাইট
ব্লিচিং পাউডার
৩৭. কালাজ্বরের ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় –
ইউরিয়া
ন্যাপথলিন
তুঁতে
অ্যামোনিয়াম সালফেট
৩৮. কার্বোনেডো নামে পরিচিত কোনটি ?
গ্রাফাইট
গ্যাস কার্বন
উজ্জ্বল হীরক
কালো হীরক
৩৯. পাকস্থলীতে কোন এসিড থাকে ?
কার্বলিক অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
স্টিয়ারিক অ্যাসিড
অক্সালিক অ্যাসিড
৪০. মেথিলেটেড স্পিরিটের প্রধান উপাদান হল -
ইথাইল অ্যালকোহল
মিথাইল অ্যালকোহল
পিরিডিন
ন্যাপথা
৪১. কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল। এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়ল ?
5% ক্ষতি
8% ক্ষতি
8% লাভ
অনির্ণেয়
৪২. টাকায় 6 টি লেবু বিক্রয় করলে 20% ক্ষতি হয়। টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে ?
3
4
5
6
৪৩. কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হয়। কত বছরে সেটা 7 গুণ হবে ?
15 বছরে
27 বছরে
41 বছরে
42 বছরে
৪৪. সুজন 25000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে 30000 টাকা মূলধন নিয়ে দিপায়ন তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19000 টাকা লাভ হলে, সুজনের লভ্যাংশ কত ?
5000 টাকা
8000 টাকা
9000 টাকা
10000 টাকা
৪৫. প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত ?
10
11
16
17
■ Choose the correct preposition to fill in the blanks :
৪৬. The strike has been called –
Of
At
Off
Up
৪৭. His attainments are ___ yours.
Under
Beneath
Beyond
Below
৪৮. The responsibility is ____ my shoulders now.
At
On
Over
Off
৪৯. He is a slur ____ his family.
On
For
Into
At
৫০. He went ____ his depth.
Through
Beyond
Into
In
■ Choose the correct phrasal verb from the alternatives given below :
৫১. He will _____ or soon.
Set to
Set on
Set up
Set a side
৫২. We ____ in a big hotel in Kolkata.
Put on
Put off
Put up
Put out
৫৩. I shall ____ the matter tomorrow.
See off
See on
See to
See through
৫৪. Detect the mis-spelt word from the words given below :
Attach
Agglutinate
Entangle
Consolidet
৫৫. Write the synonym of the word : Authentic –
Accurate
Fictitious
Florid
Frustrate
৫৬. তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?
গুজরাট
রাজস্থান
মহারাষ্ট্র
কর্ণাটক
৫৭. সংবিধানের কত ধারা মতে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় ?
৬১ নং ধারা
৬৩ নং ধারা
৩৫২ নং ধারা
৩৫৬ নং ধারা
৫৮. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
ধূপগড়
সারামতী
গুরুশিখর
দোদাবেতা
৫৯. রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
কলকাতা
মুম্বাই
দিল্লী
হায়দ্রাবাদ
৬০. কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আইন প্রবর্তিত হয় ?
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
লর্ড ওয়েলেসলি
লর্ড ক্যানিং
লর্ড কার্জন
৬১. নিম্নলিখিত সংখ্যা শ্রেণিগুলিতে একটি করে সংখ্যা ভুল আছে। ভুল সংখ্যাটি নির্ণয় করো -
7, 28, 63, 124, 215, 342
28
63
124
342
৬২. এক ভদ্রলোককে দেখিয়ে সুজন বলল, “সে হল আমার ঠাকুরদার দ্বিতীয় পুত্র”। ভদ্রলোকটি রমেশের কে হয় ?
ভাইপো
কাকা
বাবা
মামা
৬৩. যদি আজকের তিনদিন পর মঙ্গলবার হয় তবে গতকালের চারদিন আগে কোন বার ছিল ?
সোমবার
মঙ্গলবার
বুধবার
রবিবার
৬৪. যদি কোন মাসের তৃতীয় দিন মঙ্গলবার হয় তবে ওই মাসের 25তম দিন কোনটি ?
রবিবার
সোমবার
মঙ্গলবার
বুধবার
৬৫. সুজনের তিন কন্যা আছে এবং প্রত্যেক কন্যার একজন ভাই আছে। সেই পরিবারে কতজন পুরুষ সদস্য আছে ?
1
2
3
4
ANM & GNM প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : WBJEE ANM & GNM Practice Set 01
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 07
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment