২০২০ টোকিও অলিম্পিকে ভারত PDF | Tokyo Olympics Medalist in India 2020
![]() |
২০২০ টোকিও অলিম্পিকে ভারত PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ২০২০ টোকিও অলিম্পিকে ভারত PDF সহ শেয়ার করলাম। যার মধ্যে টোকিও অলিম্পিক ২০২০ তে পদকজয়ী ভারতীয়দের নাম ও তাদের সাধারণ কিছু তথ্য দেওয়া আছে। সুতরাং দেরী না করে একনজরে দেখে নাও টোকিও অলিম্পিক ২০২০ তে ভারত।
টোকিও অলিম্পিক ২০২০ তে ভারত মোট সাতটি পদক জিতেছে। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ এবং এই অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন মীরাবাঈ চানু।
২০২০ টোকিও অলিম্পিকে ভারত
০১. সাঁইখোম মীরাবাঈ চানু
■ জন্মঃ ৮ই আগস্ট ১৯৯৪
■ জন্মস্থানঃ পূর্ব ইম্ফল, মণিপুর
■ খেলাঃ ভারোত্তোলন
■ ইভেন্টঃ মহিলাদের ৪৯ কেজি বিভাগ
■ পদকঃ রুপো
০২. লাভলিনা বরগোঁহাই
■ জন্মঃ ২রা অক্টোবর ১৯৯৭
■ জন্মস্থানঃ গোলাঘাট, আসাম
■ খেলাঃ বক্সিং
■ ইভেন্টঃ মহিলাদের ওয়েলটার ওয়েট
■ পদকঃ ব্রোঞ্জ
০৩. পি. ভি. সিন্ধু
■ জন্মঃ ৫ই জুলাই ১৯৯৫
■ জন্মস্থানঃ হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ
■ খেলাঃ ব্যাডমিন্টন
■ ইভেন্টঃ মহিলাদের সিঙ্গেলস
■ পদকঃ ব্রোঞ্জ
০৪. রবি কুমার দাহিয়া
■ জন্মঃ ১২ই ডিসেম্বর ১৯৯৭
■ জন্মস্থানঃ সোনিপাত জেলা, হরিয়ানা
■ খেলাঃ কুস্তি
■ ইভেন্টঃ পুরুষদের ৫৭ কেজি বিভাগ
■ পদকঃ রুপো
০৫. ভারতীয় পুরুষ হকি দল
■ খেলাঃ ফিল্ড হকি
■ পদকঃ ব্রোঞ্জ
০৬. বজরং পুনিয়া
■ জন্মঃ ২৬শে ফেব্রুয়ারি ১৯৯৪
■ জন্মস্থানঃ ঝাজ্জর, হরিয়ানা
■ খেলাঃ কুস্তি
■ ইভেন্টঃ পুরুষদের ৬৫ কেজি বিভাগ
■ পদকঃ ব্রোঞ্জ
০৭. নীরজ চোপড়া
■ জন্মঃ ২৪শে ডিসেম্বর ১৯৯৭
■ জন্মস্থানঃ পানিপাত, হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিকস
■ ইভেন্টঃ জ্যাভেলিন থ্রো
■ পদকঃ সোনা
২০২০ টোকিও অলিম্পিকে পদকজয়ী ভারতীয়
খেলোয়াড় | খেলা | পদক |
---|---|---|
নীরজ চোপড়া | জ্যাভেলিন থ্রো | সোনা |
মীরাবাঈ চানু | ভারোত্তোলন | রুপো |
রবি কুমার দাহিয়া | কুস্তি | রুপো |
লাভলিনা বরগোঁহাই | বক্সিং | ব্রোঞ্জ |
পি. ভি. সিন্ধু | ব্যাডমিন্টন | ব্রোঞ্জ |
ভারতীয় পুরুষ হকি দল | হকি | ব্রোঞ্জ |
বজরং পুনিয়া | কুস্তি | ব্রোঞ্জ |
File Details:
PDF Name : ২০২০ টোকিও অলিম্পিকে ভারত
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment