Breaking



Monday 6 November 2023

বিখ্যাত ব্যক্তি ও তাঁদের গুরু PDF | Famous People and Their Gurus

বিখ্যাত ব্যক্তি ও তাঁদের গুরু PDF | Famous People and Their Gurus

বিখ্যাত ব্যক্তি ও তাঁদের গুরু PDF
বিখ্যাত ব্যক্তি ও তাঁদের গুরু PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে বিখ্যাত ব্যক্তি ও তাঁদের গুরু তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিখ্যাত ব্যক্তি ও তাঁদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু, রাজনৈতিক গুরু প্রমুখদের নামের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিন।

বিখ্যাত ব্যক্তি ও তাঁদের গুরু

বিখ্যাত ব্যক্তি তাঁদের গুরু ধরণ
মহাবীর গোসাল দীক্ষাগুরু
অশোক উপগুপ্ত দীক্ষাগুরু
শ্রীচৈতন্য কেশব ভারতী দীক্ষাগুরু
রামকৃষ্ণ মাতা ভৈরবী দীক্ষাগুরু
আলেকজান্ডার অ্যারিস্টটল শিক্ষাগুরু
অ্যারিস্টটল প্লেটো শিক্ষাগুরু
প্লেটো সক্রেটিস শিক্ষাগুরু
টরিসেলি গ্যালিলিও শিক্ষাগুরু
বল্লাল সেন অনিরুদ্ধ ভট্ট দীক্ষাগুরু
হিউয়েন সাং বিনীত প্রভাব দীক্ষাগুরু
গান্ধিজি লিও টলস্টয় আধ্যাত্মিক গুরু
গান্ধিজি গোপালকৃষ্ণ গোখলে রাজনৈতিক গুরু
নেতাজি চিত্তরঞ্জন দাশ রাজনৈতিক গুরু
ক্ষুদিরাম বসু সত্যেন বসু রাজনৈতিক গুরু
প্রীতিলতা ওয়াদ্দেদার সূর্য সেন রাজনৈতিক গুরু
ভি. পি. সিং লাল বাহাদুর শাস্ত্রী রাজনৈতিক গুরু
বি. আর. আম্বেদকর জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে রাজনৈতিক গুরু
মিরা বেন গান্ধিজি রাজনৈতিক গুরু
লিওনার্দো দ্য ভিঞ্চি ভেরোচ্চিও শিল্পগুরু
কবির রামানন্দ শিল্পগুরু
তানসেন স্বামী হরিদাস সংগীত গুরু
বাল গঙ্গাধর তিলক শিশির কুমার ঘোষ রাজনৈতিক গুরু
অরবিন্দ ঘোষ ঠাকুর সাহেব দীক্ষাগুরু
শিবাজি রামদাস দীক্ষাগুরু

■ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ 

প্রশ্নঃ সম্রাট অশোকের দীক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ উপগুপ্ত।

প্রশ্নঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ চিত্তরঞ্জন দাশ।

প্রশ্নঃ মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ গোপালকৃষ্ণ গোখলে।

প্রশ্নঃ অ্যারিস্টটলের শিক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ প্লেটো।

প্রশ্নঃ প্লেটোর শিক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ সক্রেটিস।

প্রশ্নঃ তানসেনের সংগীত গুরু কে ছিলেন ?
উত্তরঃ স্বামী হরিদাস


তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Famous People and Their Gurus
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment