বিখ্যাত ব্যক্তি ও তাঁদের গুরু তালিকা PDF | Famous People and Their Gurus
![]() |
| বিখ্যাত ব্যক্তি ও তাঁদের গুরু তালিকা PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে বিখ্যাত ব্যক্তি ও তাঁদের গুরু তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিখ্যাত ব্যক্তি ও তাঁদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু, রাজনৈতিক গুরু প্রমুখদের নামের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিন।
বিখ্যাত ব্যক্তি ও তাঁদের গুরু
| বিখ্যাত ব্যক্তি | তাঁদের গুরু | ধরণ |
|---|---|---|
| মহাবীর | গোসাল | দীক্ষাগুরু |
| অশোক | উপগুপ্ত | দীক্ষাগুরু |
| শ্রীচৈতন্য | কেশব ভারতী | দীক্ষাগুরু |
| রামকৃষ্ণ | মাতা ভৈরবী | দীক্ষাগুরু |
| আলেকজান্ডার | অ্যারিস্টটল | শিক্ষাগুরু |
| অ্যারিস্টটল | প্লেটো | শিক্ষাগুরু |
| প্লেটো | সক্রেটিস | শিক্ষাগুরু |
| টরিসেলি | গ্যালিলিও | শিক্ষাগুরু |
| বল্লাল সেন | অনিরুদ্ধ ভট্ট | দীক্ষাগুরু |
| হিউয়েন সাং | বিনীত প্রভাব | দীক্ষাগুরু |
| গান্ধিজি | লিও টলস্টয় | আধ্যাত্মিক গুরু |
| গান্ধিজি | গোপালকৃষ্ণ গোখলে | রাজনৈতিক গুরু |
| নেতাজি | চিত্তরঞ্জন দাশ | রাজনৈতিক গুরু |
| ক্ষুদিরাম বসু | সত্যেন বসু | রাজনৈতিক গুরু |
| প্রীতিলতা ওয়াদ্দেদার | সূর্য সেন | রাজনৈতিক গুরু |
| ভি. পি. সিং | লাল বাহাদুর শাস্ত্রী | রাজনৈতিক গুরু |
| বি. আর. আম্বেদকর | জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে | রাজনৈতিক গুরু |
| মিরা বেন | গান্ধিজি | রাজনৈতিক গুরু |
| লিওনার্দো দ্য ভিঞ্চি | ভেরোচ্চিও | শিল্পগুরু |
| কবির | রামানন্দ | শিল্পগুরু |
| তানসেন | স্বামী হরিদাস | সংগীত গুরু |
| বাল গঙ্গাধর তিলক | শিশির কুমার ঘোষ | রাজনৈতিক গুরু |
| অরবিন্দ ঘোষ | ঠাকুর সাহেব | দীক্ষাগুরু |
| শিবাজি | রামদাস | দীক্ষাগুরু |
■ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্নঃ সম্রাট অশোকের দীক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ উপগুপ্ত।
প্রশ্নঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ চিত্তরঞ্জন দাশ।
প্রশ্নঃ মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ গোপালকৃষ্ণ গোখলে।
প্রশ্নঃ অ্যারিস্টটলের শিক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ প্লেটো।
প্রশ্নঃ প্লেটোর শিক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ সক্রেটিস।
প্রশ্নঃ তানসেনের সংগীত গুরু কে ছিলেন ?
উত্তরঃ স্বামী হরিদাস
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Famous People and Their Gurus
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:
Post a Comment