ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা তালিকা PDF | Lok Sabha and Vidhan Sabha Seats of all States in India
![]() |
ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা তালিকা PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা দেওয়া আছে।পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা কত? কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক? পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিন।
বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা
রাজ্য | লোকসভার আসন | বিধানসভার আসন |
---|---|---|
উত্তরপ্রদেশ | ৮০ | ৪০৩ |
মহারাষ্ট্র | ৪৮ | ২৮৮ |
পশ্চিমবঙ্গ | ৪২ | ২৯৪ |
বিহার | ৪০ | ২৪৩ |
তামিলনাড়ু | ৩৯ | ২৩৪ |
মধ্যপ্রদেশ | ২৯ | ২৩০ |
কর্ণাটক | ২৮ | ২২৪ |
গুজরাট | ২৬ | ১৮২ |
রাজস্থান | ২৫ | ২০০ |
অন্ধ্রপ্রদেশ | ২৫ | ১৭৫ |
ওড়িশা | ২১ | ১৪৭ |
কেরালা | ২০ | ১৪০ |
তেলেঙ্গানা | ১৭ | ১১৯ |
ঝাড়খণ্ড | ১৪ | ৮১ |
আসাম | ১৪ | ১২৬ |
পাঞ্জাব | ১৩ | ১১৭ |
ছত্তিশগড় | ১১ | ৯০ |
হরিয়ানা | ১০ | ৯০ |
দিল্লী | ৭ | ৭০ |
জম্মু ও কাশ্মীর | ৬ | ৮৭ |
উত্তরাখণ্ড | ৫ | ৭০ |
হিমাচল প্রদেশ | ৪ | ৬৮ |
অরুণাচল প্রদেশ | ২ | ৬০ |
মেঘালয় | ২ | ৬০ |
গোয়া | ২ | ৪০ |
ত্রিপুরা | ২ | ৬০ |
মণিপুর | ২ | ৬০ |
মিজোরাম | ১ | ৪০ |
নাগাল্যান্ড | ১ | ৬০ |
সিকিম | ১ | ৩২ |
পুদুচেরী | ১ | ৩০ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ১ | *** |
চণ্ডীগড় | ১ | *** |
দাদরা ও নগরহাভেলী | ১ | *** |
দমন ও দিউ | ১ | *** |
লাক্ষাদ্বীপ | ১ | *** |
লাদাখ | ১ | *** |
তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Lok Sabha and Vidhan Sabha Seats of all States in India
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment