ভারতের বিখ্যাত শিল্পী ও তাদের শিল্পযন্ত্র তালিকা PDF | কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত
![]() |
ভারতের বিখ্যাত শিল্পী ও তাদের শিল্পযন্ত্র |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে, আর তাই তোমাদের সুবিধার্থে আজকের পোস্টে ভারতের বিখ্যাত শিল্পী ও তাদের শিল্পযন্ত্রের তালিকাটি আলোচনা করলাম।
তাই তোমরা দেরী না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য নীচ থেকে ভারতের বিখ্যাত শিল্পী ও তাদের শিল্পযন্ত্র তালিকা PDF টি ডাউনলোড করে নাও -
বিখ্যাত শিল্পী ও তাদের শিল্পযন্ত্র
শিল্পী | শিল্পযন্ত্র |
---|---|
রবি শংকর | সেতার |
বিলায়েত খান | সেতার |
নিখিল ব্যানার্জি | সেতার |
অনুষ্কা শংকর | সেতার |
বুদ্ধাদিত্য মুখোপাধ্যায় | সেতার |
আমীর খসরু | সেতার |
শিব কুমার শর্মা | সন্তুর |
তরুণ ভট্টাচার্য | সন্তুর |
রাহুল শর্মা | সন্তুর |
অভয় সপরী | সন্তুর |
বিসমিল্লাহ খান | সানাই |
বাগেশ্বরী সামার | সানাই |
গোলাম আলী খান | সানাই |
রঘুনাথ প্রসন্ন | সানাই |
আলী আহমেদ হোসেন | সানাই |
আলী আকবর খান | সরোদ |
আমজাদ আলী খান | সরোদ |
আলাউদ্দিন খান | সরোদ |
আমন আলী বঙ্গাশ | সরোদ |
বাহাদুর খান | সরোদ |
জারিন এস শর্মা | সরোদ |
সাবরী খান | সারেঙ্গী |
সুলতান খান | সারেঙ্গী |
রাম নারায়ণ | সারেঙ্গী |
রমেশ মিশ্র | সারেঙ্গী |
বৃন্দা খান | সারেঙ্গী |
সব্রি খান | সারেঙ্গী |
শাকুর খান | সারেঙ্গী |
জাকির হোসেন | তবলা |
রাধাকান্ত নন্দী | তবলা |
আবাদ মিস্ত্রী | তবলা |
কিষাণ মহারাজ | তবলা |
শান্তা প্রসাদ | তবলা |
নিখিল ঘোষ | তবলা |
জুবিন মেহেতা | বেহালা |
গোবিন্দ স্বামী পিল্লাই | বেহালা |
দয়ারাম ভেঙ্কটেস্বামী নাইডু | বেহালা |
বালুস্বামী দীক্ষিত | বেহালা |
গজানন রাও যোশী | বেহালা |
টি. এন. কৃষ্ণাণ | বেহালা |
ভি. জি. যোগ | বেহালা |
ইহুদী মেনুইন | বেহালা |
লালগুড়ি জি. জয়রামন | বেহালা |
পান্নালাল খান | বাঁশী |
পান্নালাল ঘোষ | বাঁশী |
হরিপ্রসাদ চৌরাশিয়া | বাঁশী |
টি. আর. মহালিঙ্গাম | বাঁশী |
সাদিক আলী খান | বাঁশী |
ভি. দোরেস্বামী আয়েঙ্গার | বাঁশী |
গোপাল কৃষ্ণণ | বাঁশী |
বিশ্ব মোহন ভাট | বাঁশী |
আসাদ আলী খান | বাঁশী |
বরুণ পাল | গীটার |
বিশ্বমোহন ভাট | গীটার |
কমলা শংকর | গীটার |
উৎসব লাল | পিয়ানো |
কৈখম শাপুর্জি | পিয়ানো |
অন্নপূর্ণা দেবী | সুরবাহার |
■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
প্রশ্নঃ রবি শংকর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সেতার।
প্রশ্নঃ ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
উত্তরঃ সরোদ।
প্রশ্নঃ পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তরঃ বাঁশী।
প্রশ্নঃ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তবলা।
প্রশ্নঃ আমীর খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সেতার।
File Details:
PDF Name : Famous Indian Musicians and Their Instruments
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 04
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
কে কোন খেলার সঙ্গে যুক্ত | Click Here |
বিভিন্ন খেলায় ব্যবহৃত শব্দ | Click Here |
Math suggestion
ReplyDelete