কোপা আমেরিকা ২০২১ | Copa America 2021
![]() |
কোপা আমেরিকা ২০২১ |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোপা আমেরিকা 2021 PDF সহ, যার মধ্যে কোন দেশে এই খেলা অনুষ্ঠিত হয়েছিল, কটি টিম অংশ নিয়েছিল, চ্যাম্পিয়ন টিমের নাম, রানার্স টিমের নাম, সেরা খেলোয়াড় প্রভৃতি সমস্ত কিছু দেওয়া আছে।
সুতরাং দেরি না করে একনজরে দেখে নাও কোপা আমেরিকা ২০২১ এবং প্রয়োজনে নীচ থেকে এটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।
কোপা আমেরিকা ২০২১
২০২১ কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল কর্তৃক আয়োজিত চতুর্বষীয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার ৪৭তম আসর ছিল।
কলম্বিয়ার রাষ্ট্রপতি ইভান দুকের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের ফলে কলম্বিয়াকে সহ-আয়োজকের পদ থেকে অপসারণ করে আর্জেন্টিনাকে এই আসরটি এককভাবে আয়োজন করার অধিকার প্রদান করা হয়েছিল। কিন্তু করোনা মহামারীর কারণে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে আর্জেন্টিনাকে বাতিল করে ব্রাজিলকে এই আসরের আয়োজক হিসাবে ঘোষণা করা হয়।
এই প্রতিযোগিতায় ১০টি দেশ অংশ গ্রহণ করেছিল। যথা - আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে, কলম্বিয়া, ব্রাজিল, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু।
■ আয়োজককারী দেশঃ ব্রাজিল
■ প্রতিযোগী দলঃ ১০টি
■ চ্যাম্পিয়নঃ আর্জেন্টিনা
■ রানার্স আপঃ ব্রাজিল
■ তৃতীয় স্থানঃ কলম্বিয়া
■ চতুর্থ স্থানঃ পেরু
■ সেরা খেলোয়াড়ঃ লিওনেল মেসি [Lionel Messi]
■ শীর্ষ গোলদাতাঃ লিওনেল মেসি [Lionel Messi]
■ সেরা গোলরক্ষকঃ এমিলিয়ানো মার্তিনেস [Emiliano Martínez]
■ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচঃ অ্যাঞ্জেল ডি মারিয়া [Ángel Di María]
■ ফেয়ার প্লে পুরস্কারঃ ব্রাজিল
File Details:
PDF Name : Copa America 2021
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
Ek najare EURO 2020 PDF DIBEN SIR
ReplyDeleteThank you all
ReplyDelete