ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা PDF | First Chief Minister of Various States in India
![]() |
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা PDF | First Chief Minister of Various States in India |
কলম ✏
প্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন রাজ্য এবং সেই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? আসামের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী
রাজ্য | প্রথম মুখ্যমন্ত্রী |
---|---|
অন্ধ্র (State) | টাঙ্গুতুরি প্রকাশম |
হায়দ্রাবাদ (State) | এম কে ভেলোদি |
অন্ধ্রপ্রদেশ (United) | নীলম সঞ্জীব রেড্ডি |
অন্ধ্রপ্রদেশ (Separated) | এন চন্দ্রবাবু নাইডু |
তেলেঙ্গানা | কে চন্দ্রশেখর রাও |
অরুণাচল প্রদেশ | প্রেম খান্ডু তুঙ্গন |
আসাম | গোপীনাথ বরদৌলে |
বিহার | কৃষ্ণ সিনহা |
ছত্তিশগড় | অজিত যোগী |
দিল্লী | চৌধুরী ব্রহ্ম প্রকাশ |
গোয়া, দমন ও দিউ (UT) | দয়ানন্দ বন্দোদকর |
গোয়া | প্রতাপ সিংহ রানে |
গুজরাট | জীবরাজ নারায়ণ মেহতা |
হরিয়ানা | পণ্ডিত ভগবত দয়াল শর্মা |
হিমাচল প্রদেশ | যশবন্ত সিং পারমার |
ঝাড়খন্ড | বাবু লাল মারান্ডি |
কর্ণাটক | কে সি রেড্ডি |
কেরালা | ই এম এস নাম্বুদিরিপাদ |
মধ্যপ্রদেশ | রবিশঙ্কর শুক্লা |
মহারাষ্ট্র | যশবন্তরাও বলওয়ান্তরাও চ্যবন |
মণিপুর | মাইরেম্বাম কোইরেঙ্গ সিং |
মেঘালয় | ডব্লু . এ. সাংমা |
মিজোরাম | Ch. Chhunga |
নাগাল্যান্ড | P. Shilu Ao |
ওড়িশা | হরেকৃষ্ণ মহাতাব |
পাঞ্জাব (United) | গোপী চাঁদ ভার্গব |
পাঞ্জাব (after division of Haryana) | গুরমুখ সিং মুসাফির |
রাজস্থান | হীরালাল শাস্ত্রী |
সিকিম | কাজী লেন্দুপ দর্জি |
তামিলনাড়ু | সি এন আন্নাদুরাই |
ত্রিপুরা | সচিন্দ্র লাল সিং |
উত্তর প্রদেশ | গোবিন্দ বল্লভ পন্থ |
উত্তরাখন্ড | নিত্যানন্দ স্বামী |
পশ্চিমবঙ্গ | প্রফুল্লচন্দ্র ঘোষ |
তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : First Chief Minister of Various States in India
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
🎯 বিখ্যাত কবি-সাহিত্যিকদের জন্ম ও মৃত্যু সাল PDF
No comments:
Post a Comment