Breaking



Wednesday 6 March 2024

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 PDF | WBP Constable Syllabus 2024 in Bengali PDF

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 PDF | WBP Constable Syllabus 2024 in Bengali PDF

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 PDF | WBP Constable Syllabus 2024 in Bengali PDF
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 PDF | WBP Constable Syllabus 2024 in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 PDF | WBP Constable Syllabus 2024 in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২৪ সালের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার নিয়োগ পদ্ধতি, পরীক্ষার ধরণ ও সিলেবাস প্রভৃতি সমস্ত কিছু বাংলা ভাষায় দেওয়া আছে। সুতরাং সিলেবাসটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিন।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ 2024

রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিমবঙ্গ পুলিশ
পদের নামকনস্টেবল
শুন্যপদ১০,২৫৫টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটprb.wb.gov.in

৫ই মার্চ ২০২৪ তারিখে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে কনস্টেবল ও লেডি কনস্টেবল মিলিয়ে মোট ১০,২৫৫টি শুন্যপদের উল্লেখ আছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে ৭ই মার্চ থেকে ৫ই এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াগুলি হল-
  • লিখিত পরীক্ষা
  • শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষা
  • ইন্টারভিউ
লিখিত পরীক্ষা

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর সময়
জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ ২৫ ২৫ ৬০ মিনিট
ইংলিশ ১০ ১০
গণিত ২৫ ২৫
রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস ২৫ ২৫
মোট ৮৫ ৮৫

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাটি ৮৫ নম্বরের হবে এবং সময় থাকবে ৬০ মিনিট। প্রত্যেকটি প্রশ্নের মান ১ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা হবে। প্রশ্নপত্র বাংলা ও নেপালি এই দুটি ভাষায় হবে।

শারীরিক পরিমাপ পরীক্ষা

জেন্ডার ক্যাটাগরি উচ্চতা ওজন ছাতি
পুরুষ গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটি ১৬০ ৫৩ ৭৬
অন্যান্য ১৬৭ ৫৭ ৭৮
মহিলা গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটি ১৫২ ৪৫ ***
অন্যান্য ১৬০ ৪৯
থার্ড জেন্ডার গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটি ১৫৫ ৪৮ ***
অন্যান্য ১৬৩ ৫২

শারীরিক দক্ষতা পরীক্ষা

জেন্ডারদৌড়সময়
পুরুষ১৬০০ মিটার৬ মিনিট ৩০ সেকেন্ড
মহিলা৮০০ মিটার৪ মিনিট
থার্ড জেন্ডার৮০০ মিটার৩ মিনিট ৩০ সেকেন্ড

ইন্টারভিউ

ইন্টারভিউয়ের জন্য নম্বর থাকে ১৫। শারীরিক দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।

সিলেবাসের বিষয়বস্তু

■ জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ
  • কারেন্ট অ্যাফেয়ার্স
  • ভারতের অর্থনীতি
  • ভারতের ইতিহাস
  • ভারতীয় সংস্কৃতি
  • ভারতীয় সাহিত্য
  • ভারতীয় সংবিধান
  • সাধারণ বিজ্ঞান
  • খেলাধুলা
  • পুরস্কার
  • চলচ্চিত্র
  • কম্পিউটার

■ ইংলিশ
  • Fill in the Blanks 
  • Article and Preposition
  • Synonyms
  • Antonyms 
  • One Word Substitution
  • Sentence Completion
  • Phrasal Verb
  • Spotting Errors
  • Idioms and Phrases
  • Para Completion
  • Spelling Test
  • Error Correction

■ গণিত
  • ভগ্নাংশ
  • গসাগু ও লসাগু 
  • অনুপাত ও সমানুপাত
  • অংশীদারি কারবার
  • সময় ও কার্য
  • নল ও চৌবাচ্চা
  • সময় ও দূরত্ব
  • নৌকা ও স্রোত 
  • শতকরা
  • লাভ ও ক্ষতি
  • সরল সুদ
  • মিশ্রণ
  • ত্রিকোণমিতি
  • পরিমিতি

■ রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস
  • সংখ্যা শ্রেনি
  • বর্ণ শ্রেনি
  • শ্রেনিবিভাজন
  • সাদৃশ্য
  • সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ
  • দিকনির্ণয় সংক্রান্ত সমস্যা
  • ভেনচিত্র
  • লুপ্ত সংখ্যা নির্ণয়
  • ম্যাট্রিক্স কোডিং
  • বর্ণমালা সংক্রান্ত সমস্যা
  • সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস
  • ক্রম নির্ণয়
  • গাণিতিক ক্রিয়া
  • যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস
  • রক্তের সম্পর্ক
  • আসন বিন্যাস 
  • বিবৃতি ও অনুমান
  • চিত্রদল গঠন
  • জ্যামিতিক চিত্র গণনা

সিলেবাসটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBP Constable Syllabus 2024
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

4 comments:

  1. I'm Sariful Mallick from purb Bardhaman I prepration for WBP..I wash one day I'm policeman

    ReplyDelete
  2. Wbp jonno Best Book kon ta hbe

    ReplyDelete
  3. Wbp si 5years previous years main exam question paper din ????????

    ReplyDelete