৫০০টি এক কথায় প্রকাশ PDF | Ek Kothay Prokash PDF
![]() |
৫০০টি এক কথায় প্রকাশ PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে এক কথায় প্রকাশ PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে অক্ষর অনুযায়ী সারিবদ্ধভাবে বাছাই করা গুরুত্বপূর্ণ ৫০০টি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন সমূহের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। যেটির তোমাদের পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট, সেন্ট্রাল টেট সহ অন্যান্য চাকরির পরীক্ষার ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে পিডিএফের কিছু নমুনা দেখে নিয়ে নীচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।
🔗 কিছু নমুনাঃ
◉ যাহার মূল্য নির্ণয় করা যায় না : অমূল্য।
◉ শিষ্যের শিষ্য : অনুশিষ্য।
◉ যিনি অগ্রে জন্মিয়াছেন : অগ্রজ।
◉ যাহার দ্বিতীয় নাই : অদ্বিতীয়।
◉ ইন্দ্রকে জয় করিয়াছেন যিনি : ইন্দ্রজিৎ।
◉ যাহা বলা হইয়াছে : উক্ত।
◉ জল ও স্থল উভয় স্থানেই চরে যে : উভচর।
◉ ব্যাঘ্রের চর্ম : কৃত্তি।
◉ সরস্বতীর বীণা : কচ্ছপী।
◉ উপন্যাস লেখেন যিনি : ঔপন্যাসিক।
◉ বয়সে সকলের বড়ো : জ্যেষ্ঠ।
◉ জীবিত থাকিবার ইচ্ছা : জিজীবিষু।
◉ যে নারীর উপমা নেই : নিরুপমা।
◉ নিতান্ত দগ্ধ করে যে : নিদাঘ।
◉ নদী মাতা যাহার : নদীমাতৃক।
◉ যাহা অতি শীতল নয়, অতি উষ্ণও নয় : নাতিশীতোষ্ণ।
◉ যাহা অতি দীর্ঘ নহে : নাতিদীর্ঘ।
◉ যাহা নিন্দনীয় নয় : নিরবদ্য।
◉ যাহা পান করা যায় : পেয়।
◉ যাহা নিঃশেষে পান করা হইয়াছে : নিপীত।
সম্পূর্ণ তালিকাটির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : 500 Ek Kothay Prokash
Language : Bengali
Size : 02 mb
No. of Pages : 10
Download Link : Click Here To Download
Excellent
ReplyDelete