Breaking







Tuesday, 11 February 2025

রিজনিং প্র্যাকটিস সেট PDF | Reasoning Practice Set in Bengali PDF

রিজনিং প্র্যাকটিস সেট PDF | Reasoning Practice Set in Bengali PDF | Part-02

রিজনিং প্র্যাকটিস সেট PDF | Reasoning Practice Set in Bengali PDF
রিজনিং প্র্যাকটিস সেট PDF | Reasoning Practice Set in Bengali PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে Reasoning Practice Set in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০টি গুরুত্বপূর্ণ রিজনিং প্রশ্ন দেওয়া আছে, যেগুলি আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন। 

রিজনিং প্র্যাকটিস সেট PDF

০১. সাহেব তার বিদ্যালয়ের উত্তর দিক বরাবর গিয়ে প্রথমে ডানদিকে এবং পরে বাঁদিকে বেশ কিছুক্ষণ ঘুরে গিয়ে তার বাড়িতে পৌঁছাল। তবে তার বাড়ি বিদ্যালয়ের কোন দিকে অবস্থিত?
ক) উত্তর-পশ্চিম  
খ) দক্ষিণ-পূর্ব
গ) উত্তর
ঘ) দক্ষিণ 


০২. সুজন খুবই আনন্দ করে ঘোড়ার পিঠে এমনভাবে চড়েছিল যে ঘোড়াটি প্রথমে পাঁচ পদক্ষেপ ডানদিকে তারপর তিন পদক্ষেপ বাঁদিকে, পুনরায় দশ পদক্ষেপ ডানদিকে এবং শেষে পাঁচ পদক্ষেপ ডানদিকে ঘুরে গিয়ে যাত্রাপথ সমাপ্ত করলো। তবে তার যাত্রাপথ কোন দিকে শেষ হল?
ক) উত্তর 
খ) দক্ষিণ
গ) দক্ষিণ-পূর্ব 
ঘ) পশ্চিম 


০৩. গৌরাঙ্গ ও দিপায়ন দোকান থেকে কিছু ক্রয় করার জন্য বাইসাইকেল করে উত্তরাভিমুখে গেল। তারপর বাঁদিকে ঘুরে পূর্ব পথের সমান্তরালে ২ কিমি পথ গিয়ে দেখল যে তারা তাদের পূর্বস্থান থেকে পশ্চিমদিকে মাত্র ১ কিমি দূরে আছে। তবে উত্তরাভিমুখে কতটা পথ গিয়েছিল?
ক) ১ কিমি
খ) ২ কিমি 
গ) ৩ কিমি
ঘ) ৪ কিমি


০৪. পার্থ ও ভাস্কর মেঝেতে দাঁড়িয়ে খেলা করছে।  তারা দুজনেই একে অপরের দিকে মুখ করে আছে। পার্থ তার সামনে ২ ধাপ অগ্রসর হলে ভাস্কর ২ ধাপ বাঁদিকে যায়। পার্থ পিছনে ৩ ধাপ গেল, ভাস্কর তখন বাঁদিকে ১ ধাপ গেল। পার্থর সাপেক্ষে ভাস্করের অবস্থান কোথায় হবে?
ক) দক্ষিণ-পূর্ব 
খ) দক্ষিণ-পশ্চিম
গ) উত্তর-পশ্চিম
ঘ) উত্তর-পূর্ব 


০৫. যদি সুজন বলে ‘মধুর মা আমার মার একমাত্র কন্যা’, সুজন মধুর সঙ্গে কীভাবে সম্পর্কিত?
ক) ছেলে
খ) ভাই
গ) দাদু
ঘ) কোনটিই নয় 


০৬. যদি মাসের তৃতীয় দিন সোমবার থাকে তবে ২১তম দিনের পরের চতুর্থ দিনটি কি বার হবে?
ক) সোমবার
খ) মঙ্গলবার 
গ) বুধবার 
ঘ) শুক্রবার 


০৭. যদি সাহেব সুজনের থেকে ছোট কিন্তু গৌরাঙ্গের থেকে বড় হয়, গৌরাঙ্গ দিপায়নের থেকে বড় এবং পার্থ গৌরাঙ্গের থেকে বড় কিন্তু সাহেবের থেকে ছোট হয়, তবে সবথেকে ছোট কে?
ক) সাহেব
খ) গৌরাঙ্গ
গ) পার্থ
ঘ) দিপায়ন  


০৮. দুজন পুরুষ এবং দুজন মহিলা একটি টেবিলের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে বসে তাস খেলছে। একজন পুরুষের সঙ্গী একজন মহিলা কিন্তু কোনও মহিলা পূর্বদিকে মুখ করে না থাকলেও একজন পুরুষ দক্ষিণদিকে মুখ করে বসেছে। তবে মহিলা দুজন কোনদিকে মুখ করে বসেছে?
ক) উত্তর এবং পূর্ব
খ) উত্তর এবং পশ্চিম 
গ) পূর্ব এবং দক্ষিণ
ঘ) দক্ষিণ এবং পশ্চিম


০৯. একটি সারিতে পাঁচজন বন্ধু সাহেব, সুজন, গৌরাঙ্গ, পার্থ এবং দিপায়ন বসে আছে। দিপায়নের ডানদিকে আছে পার্থ। সুজন, দিপায়নের বাঁদিকে বসলেও সাহেবের ডানদিকে আছে এবং গৌরাঙ্গ –র বাঁদিকে আছে পার্থ। একদম বাঁ প্রান্তে কে আছে?
ক) সাহেব 
খ) সুজন
গ) গৌরাঙ্গ
ঘ) পার্থ


১০. ৮৩৫ + ৪ * ৮ + ৯ * ৪ = ২২ * ৭ হলে, * চিহ্নিত স্থানের মান কত?
ক) ০
খ) ৩
গ) ৫
ঘ) ৬ 


নির্দেশ (১১-১২) : একটি পরীক্ষায় পাঁচজন ছাত্র সাহেব, সুজন, গৌরাঙ্গ, পার্থ এবং দিপায়ন ভিন্ন ভিন্ন নম্বর পেয়েছে। সুজন, সাহেবের চেয়ে বেশী নম্বর পেয়েছে। পার্থ, গৌরাঙ্গের চেয়ে কম নম্বর পেয়েছে কিন্তু দিপায়ন এর চেয়ে বেশী নম্বর পেয়েছে। দিপায়ন, সুজনের চেয়ে বেশী নম্বর পেয়েছে। 

১১. কে সবচেয়ে কম নম্বর পেয়েছে?
ক) সাহেব 
খ) সুজন
গ) পার্থ
ঘ) দিপায়ন 


১২. কে তৃতীয় হয়েছে?
ক) সাহেব
খ) সুজন
গ) পার্থ
ঘ) দিপায়ন  


১৩. কোনো বছরের ১ অক্টোবর যদি রবিবার হয়, তাহলে ওই বছরের ১ নভেম্বর কোন দিন হবে?
ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বুধবার 
ঘ) বৃহস্পতিবার


১৪. ১০ কিলোমিটার রাস্তা যাওয়ার পর দিপায়ন ডানদিকে ২ কিলোমিটার গেল। তারপর বাঁদিকে ৭ কিলোমিটার পথ গেল। সবশেষে দিপায়ন উত্তরদিকে গেল। তাহলে, এখন যাত্রা শুরুর স্থান থেকে দিপায়ন কোনদিকে আছে?
ক) পূর্ব
খ) পশ্চিম
গ) উত্তর
ঘ) দক্ষিণ 


১৫. কোনো একটি সাংকেতিক ভাষায় ‘SIGHT’ কে ‘FVTUG’ লেখা হলে, ওই একই ভাষায় ‘TEAM’ কে কীভাবে লেখা হবে?
ক) GRNZ
খ) GRMZ
গ) DRPZ 
ঘ) DQHM 


১৬. ৮৪০২, ৯৫১৩, ১০৬২৪, ?
ক) ১১৬৩২
খ) ১১৭২২
গ) ১১৭১১
ঘ) ১১৭৩৫ 


১৭. যদি বেগুনীকে সবুজ, নীলকে হলুদ, আকাশীকে নীল, সবুজকে আকাশী, হলুদকে বেগুনী, কমলাকে লাল ও লালকে কমলা বলা হয় সেক্ষেত্রে বেনিআসহকলা –কে কীভাবে লেখা হবে?
ক) হসনিআলাবেক 
খ) সহনিআবেলাক 
গ) আবেলাকসহনি 
ঘ) হনিসআলাবেকা 


১৮. দিপায়ন ও সুজন দুই ভাই। পাপড়ি তাদের একমাত্র বোন। শিল্পা হল দিপায়নের স্ত্রী ও সুস্মিতা হল শিল্পার একমাত্র কন্যা।  সুজন অবিবাহিত। স্নেহা হল পাপড়ির একমাত্র কন্যা ও সৌরভ হল স্নেহার বাবা। প্রশ্ন হল সুজন সম্পর্কে স্নেহার কে হবে?
ক) দাদা 
খ) কাকা 
গ) মামা 
ঘ) দাদু 


১৯. কোনো একটি সাংকেতিক ভাষায় ‘GARDEN’ কে ‘NEDRAG’ লেখা হলে, ওই একই ভাষায় ‘NURSERY’ কে কীভাবে লেখা হবে?
ক) NVSTFSZ
খ) YRSERUN
গ) NUSSFRZ
ঘ) YRESRUN  


২০. Animals : Zoo :: Books :?
ক) Book Shop
খ) Museum
গ) Library 
ঘ) University


প্রশ্নগুলির পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Reasoning Practice Set in Bengali 02
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download
 

8 comments:

  1. 1st question er answer ta vul a6e mone hoi

    ReplyDelete
    Replies
    1. না না ঠিকই আছে। ভালো করে পড়ে খাতায় করার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন।

      Delete
    2. আর ১০ এর দাগের অঙ্কটার উত্তরও ঠিকই আছে। * চিহ্ন গুলতে ৬ বসিয়ে দেখুন উত্তর মিলে যাবে।

      Delete
  2. ভালো লাগলো আরো চাই

    ReplyDelete