Breaking







Sunday, 6 April 2025

জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং প্র্যাকটিস সেট PDF

জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং প্র্যাকটিস সেট PDF | General Intelligence and Reasoning Practice Set in Bengali PDF | Part-03

জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং প্র্যাকটিস সেট PDF | General Intelligence and Reasoning Practice Set in Bengali PDF | Part-03
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং প্র্যাকটিস সেট PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং প্র্যাকটিস সেট 03 PDF টি শেয়ার করলাম। যেটিতে গুরুত্বপূর্ণ কতকগুলি জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং প্রশ্ন দেওয়া আছে, যেগুলি আপনাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

পিডিএফের কিছু নমুনা : 

 সাহেব ও সুজন একই স্থান থেকে একই সময়ে যাত্রা করল। সাহেব উত্তর দিকে 3 কিলোমিটার যাওয়ার পর ডানদিকে বাঁক নিল ও 4 কিলোমিটার পথ গেল। সুজন পশ্চিমদিকে 5 কিলোমিটার যাওয়ার পর ডানদিকে ঘুরল ও 3 কিলোমিটার হাঁটল। এখন তাদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার? 
ক) 7
খ) 8
গ) 9 
ঘ) 10


 যদি দিপায়ন পার্থর থেকে ছোট কিন্তু গৌরাঙ্গের চেয়ে বড়ো হয়, গৌরাঙ্গ সুজনের থেকে বড়ো ও সাহেব গৌরাঙ্গের থেকে বড়ো কিন্তু দিপায়নের থেকে ছোট হয়। তবে সব থেকে ছোট কে?
ক) গৌরাঙ্গ
খ) সাহেব
গ) সুজন 
ঘ) দিপায়ন 


 2008 সালে স্বাধীনতা দিবস হয়েছিল শুক্রবার। তবে 2009 সালে স্বাধীনতা দিবস কি বার হবে?
ক) বৃহস্পতিবার 
খ) শুক্রবার 
গ) শনিবার 
ঘ) রবিবার 


 নিম্নের কোনটি অন্যান্যদের থেকে আলাদা?
ক) জাইলেম 
খ) ট্রাকিয়া
গ) ভাজক কলা
ঘ) স্নায়ু কলা 


 পার্থবাবু একটি ছেলেকে দেখিয়ে বললেন, 'এই ছেলেটির বাবা যার শ্বশুর, আমার বাবাও ওই একই ব্যক্তির শ্বশুর'। পার্থবাবু ওই ছেলেটির সম্পর্কে কে হয়?
ক) দাদু
খ) বাবা
গ) কাকু
ঘ) দাদা বা ভাই 


 সুজন কোনও সারির দুই প্রান্ত থেকেই সপ্তম স্থানে আছে। তবে ওই সারিতে মোট কতজন আছে?
ক) 11
খ) 12
গ) 13 
ঘ) 14 


■ যদি আলোকে অন্ধকার, অন্ধকারকে সবুজ, সবুজকে নীল, নীলকে লাল, লালকে সাদা, সাদাকে হলুদ বলা হয়, তবে রক্তের রং কি?
ক) সাদা 
খ) সবুজ
গ) হলুদ
ঘ) লাল 


■ গতকালের আগের দিন যদি শুক্রবার হয়, তাহলে আগামীকালের পরের দিনের দুদিন পর কি বার হবে?
ক) সোমবার
খ) বৃহস্পতিবার  
গ) শনিবার
ঘ) রবিবার 


■ 1 লা ফেব্রুয়ারি রবিবার হলে, 5ই মার্চ কি বার ছিল?
ক) সোমবার
খ) বুধবার
গ) শুক্রবার 
ঘ) রবিবার 


■ 20 সেমি বাহুবিশিষ্ট একটি ঘনক থেকে 4 সেমি বাহুবিশিষ্ট কতগুলি ঘনক তৈরি করা যাবে?
ক) 110
খ) 124
গ) 125 
ঘ) 135 


সমস্ত প্রশ্নগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : General Intelligence and Reasoning Practice Set 03
Language : Bengali
Size : 0.6 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


4 comments: