জৈনধর্মের ২৪ জন তীর্থঙ্কর ও তাঁদের সংশ্লিষ্ট চিহ্ন PDF - 24 Tirthankaras of Jainism & Their Symbol in Bengali PDF
![]() |
জৈনধর্মের ২৪ জন তীর্থঙ্কর ও তাঁদের সংশ্লিষ্ট চিহ্ন PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, 24 Tirthankaras of Jainism & Their Symbol in Bengali PDF অর্থাৎ ২৪ জন জৈন তীর্থঙ্কর ও তাঁদের সংশ্লিষ্ট চিহ্ন সমূহের তালিকা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জৈন তীর্থঙ্কর ও তাঁদের চিহ্ন এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে, তাই তোমরা এই তালিকাটি ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফটি ডাউনলোড করে নাও।
জৈনধর্মের ২৪ জন তীর্থঙ্কর ও তাঁদের সংশ্লিষ্ট চিহ্ন
নং | তীর্থঙ্করের নাম | প্রতীক চিহ্ন |
---|---|---|
০১ | ঋষভনাথ | ষাঁড় |
০২ | অজিতনাথ | হাতি |
০৩ | সম্ভরনাথ | ঘোড়া |
০৪ | অভিনন্দন স্বামী | বনমানুষ/বানর |
০৫ | সুমতিনাথ | বক |
০৬ | পদ্মপ্রভা | লাল পদ্ম |
০৭ | সুপার্শ্বনাথ | স্বস্তিক |
০৮ | চন্দ্রপ্রভা | চাঁদ |
০৯ | সুবিধিনাথ | কুমির |
১০ | শীতলনাথ | শ্রীবৎস |
১১ | শ্রেয়াংশনাথ | গণ্ডার |
১২ | বাসুপূজা | মহিষ |
১৩ | বিমলনাথ | বন্য শুকর |
১৪ | অনন্তনাথ | বাজপাখি |
১৫ | ধর্মনাথ | বজ্র |
১৬ | শান্তিনাথ | হরিণ |
১৭ | কুন্থুনাথ | ছাগল |
১৮ | আরনাথ | মাছ |
১৯ | মল্লিনাথ | জলপাত্র |
২০ | মুনিসুব্রত | কচ্ছপ |
২১ | নমিনাথ | নীলপদ্ম |
২২ | অরিষ্টনেমিনাথ | শঙ্খ |
২৩ | পার্শ্বনাথ | সাপ |
২৪ | মহাবীর | সিংহ |
File Details:
PDF Name : 24 Tirthankaras of Jainism & Their Symbol
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
ভারতের প্রধান ধর্ম সমূহের তালিকা | Click Here |
No comments:
Post a Comment