লেডি কনস্টেবল প্র্যাকটিস সেট | WBP Lady Constable Practice Set in Bengali PDF
![]() |
WBP Lady Constable Practice Set in Bengali PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে একটি লেডি কনস্টেবল প্র্যাকটিস সেট প্রদান করলাম। যেটিতে সিলেবাস অনুযায়ী জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ, অঙ্ক এবং রিজনিং বিষয় থেকে পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে।
প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি কুইজ আকারে দেওয়া আছে দেখে নাও এবং নীচ থেকে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও, যাতে করে অফলাইনে প্র্যাকটিস করতে তোমাদের সুবিধে হয়।
WBP Lady Constable Practice Set
০১. বাংলায় আদিনা মসজিদ কে তৈরি করেন ?
হামজা শাহ
সিকান্দার শাহ
আজম শাহ
ইলিয়াস শাহ
০২. কত বছর পর রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য অবসর নেন ?
প্রতি দুই বছর
প্রতি তিন বছর
প্রতি চার বছর
প্রতি পাঁচ বছর
০৩. কত তারিখে বিশ্ব জলদিবস পালন করা হয় ?
১৯শে মার্চ
২০শে মার্চ
২১শে মার্চ
২২শে মার্চ
০৪. ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক ?
অষ্ট্রেলিয়া
কানাডা
মেক্সিকো
চিলি
০৫. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?
ভিটামিন A
ভিটামিন B
ভিটামিন C
ভিটামিন K
০৬. রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
দিল্লিতে
মুম্বাইয়ে
নাসিকে
দেরাদূনে
০৭. ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে ?
সুরাট
চেন্নাই
ব্যাঙ্গালোর
ইন্দোর
০৮. চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন ?
হরপ্রসাদ শাস্ত্রী
বিজয় গুপ্ত
বড়ু চন্ডীদাস
ঘনরাম চক্রবর্তী
০৯. সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে ?
কেরালা
ত্রিপুরা
গোয়া
পাঞ্জাব
১০. বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত ?
দিল্লী
নবদ্বীপ
কলকাতা
বেঙ্গালুরু
১১. সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত ?
টেবিল টেনিস
বক্সিং
কুস্তি
হকি
১২. আরশোলার হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি ?
১০টি
১২টি
১৩টি
১৫টি
১৩. কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
পশ্চিমবঙ্গ
ওড়িশা
অন্ধ্রপ্রদেশ
কর্ণাটক
১৪. নীলনদ কোন সাগরে পতিত হয়েছে ?
আরব সাগরে
ভূমধ্য সাগরে
লোহিত সাগরে
ভারত মহাসাগরে
১৫. দিল্লী সুলতানদের সরকারী ভাষা কি ছিল ?
উর্দু
ফার্সি
হিন্দি
আরবি
১৬. সালোকসংশ্লেষে হিল বিকারক কোনটি ?
ATP
AD
RUDP
NADP
১৭. সংবিধানে কোন ধারায় হিন্দিকে সরকারী ভাষার স্বীকৃতি দেওয়া হয় ?
৩৪০ নং ধারায়
৩৪১ নং ধারায়
৩৪২ নং ধারায়
৩৪৩ নং ধারায়
১৮. কালপুরুষ কার ছদ্মনাম ?
সমরেশ মজুমদার
বিনয় ঘোষ
প্যারিচাঁদ মিত্র
ভবানী সেনগুপ্ত
১৯. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
বিবেকানন্দ
আত্মারাম পাণ্ডুরং
মহাত্মা গান্ধী
অরবিন্দ ঘোষ
২০. পাখির পায়ের ন্যায় ব-দ্বীপ কোথায় দেখা যায় ?
গোদাবরী নদীতে
কৃষ্ণা নদীতে
কাবেরী নদীতে
সিন্ধু নদীতে
২১. গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন ?
কপিলাবস্তুতে
সারনাথে
পঞ্চবটি বনে
বুদ্ধগয়াতে
২২. রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান কত সালে ?
১৮৭৮ সালে
১৮৭৯ সালে
১৮৮০ সালে
১৮৮১ সালে
২৩. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
নিউ দিল্লি
ইসলামাবাদ
কাঠমান্ডু
ঢাকা
২৪. আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান কত সালে ?
১৯৯৭ সালে
১৯৯৮ সালে
১৯৯৯ সালে
২০০০ সালে
২৫. তেমুজিন কার প্রকৃত নাম ?
মহম্মদ ঘুরি
ইব্রাহিম লোদী
চেঙ্গিজ খান
জাহিদ উদ্দিন বাবর
২৬. নীরব বসন্ত বইটির রচয়িতা কে ?
র্যাচেল কারসন
অ্যানি বেসান্ত
নেলসন মেন্ডেলা
রবার্ট হুক
২৭. ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসেন ?
১৯৪০ সালে
১৯৪২ সালে
১৯৪৪ সালে
১৯৪৬ সালে
২৮. কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম ?
বেগুনি
লাল
নীল
হলুদ
২৯. বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত ?
ওড়িশা
কর্ণাটক
অন্ধ্রপ্রদেশ
মিজোরাম
৩০. সংবিধানের অভিভাবক কাকে বলা হয় ?
হাইকোর্টকে
সুপ্রিমকোর্টকে
পার্লামেন্টকে
কোনটিই নয়
৩১. একজন অসৎ ব্যবসায়ী 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনে 24% কম দেয়। তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত ?
25% ক্ষতি
25% লাভ
20% ক্ষতি
20% লাভ
৩২. এক ব্যক্তি 25% লাভে কলা বিক্রি করে। প্রতি ডজন কলা 60 পয়সা কম মূল্যে বিক্রয় করেও 5% লাভ হয়। তবে প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত ?
3টাকা
3.75টাকা
4টাকা
4.50টাকা
৩৩. কিছু সংখ্যক লোক 75 দিনে একটি কাজ করে। যদি আরও 6 জন লোক বেশী নিযুক্ত হয়, তবে কাজ শেষ করতে 15 দিন কম লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল ?
20জন
24জন
28জন
32জন
৩৪. কিছু সংখ্যক লোক 13 দিনে একটি কাজ করে। যদি আরও 6 জন লোক যোগ না দেয়, তবে কাজটি 15 দিনে শেষ হয়। তবে প্রথমে কতজন লোক ছিল ?
30জন
35জন
40জন
45জন
৩৫. একটি চৌবাচ্চা A নল দিয়ে সাধারণত 4 ঘণ্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 1 ঘণ্টা সময় বেশী লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে, তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে ?
10 ঘণ্টায়
12 ঘণ্টায়
15 ঘণ্টায়
20 ঘণ্টায়
৩৬. দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ও 16 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে জলপূর্ণ হবে ?
6 মিনিট
8 মিনিট
10 মিনিট
15 মিনিট
৩৭. 4.50 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 32 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 1.50 টাকা লিটার দরে বিক্রি করা যাবে ?
14 লিটার
16 লিটার
18 লিটার
20 লিটার
৩৮. 50 গ্রাম সোনা এবং রুপোর মিশ্রণে 80% সোনা আছে। ওই মিশ্রণে আরও কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্রণে সোনার পরিমাণ 28% হবে ?
130 গ্রাম
140 গ্রাম
145 গ্রাম
150 গ্রাম
৩৯. একজন ব্যক্তি ঘণ্টায় 4 কিমি গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায় এবং 5 কিমি গতিতে ঘোড়ায় চেপে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার 9 ঘণ্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল ?
15 কিমি
18 কিমি
20 কিমি
25 কিমি
৪০. একটি মোটর গাড়ি চালক ঘণ্টায় 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরী হয় এবং 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। তবে গন্তব্যস্থলের দূরত্ব কত ?
60 কিমি
80 কিমি
90 কিমি
120 কিমি
৪১. কোন বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘণ্টায় 42 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘণ্টায় 28 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছলে, ওই ব্যক্তি ঘণ্টায় কত মিনিট করে বিশ্রাম নেন ?
14 মিনিট
15 মিনিট
20 মিনিট
28 মিনিট
৪২. ঘণ্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত ?
235 মিটার
240 মিটার
245 মিটার
250 মিটার
৪৩. 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার একটি সেতুকে অতিক্রম করে 24 সেকেন্ডে। তবে ট্রেনটির গতিবেগ কত ?
36 কিমি/ঘণ্টা
42 কিমি/ঘণ্টা
45 কিমি/ঘণ্টা
54 কিমি/ঘণ্টা
৪৪. 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি কত সময়ে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে ?
12 সেকেন্ডে
15 সেকেন্ডে
16 সেকেন্ডে
18 সেকেন্ডে
৪৫. দিলীপ, রাম এবং অমর একটি যৌথ ব্যবসায় 2700 টাকা, 8100 টাকা এবং 7200 টাকা বিনিয়োগ করে। বছর শেষে যদি রাম 3600 টাকা লভ্যাংশ পায় তবে মোট লভ্যাংশ কত ?
8000 টাকা
10800 টাকা
11600 টাকা
এর কোনটিই নয়
৪৬. 456 : 15 :: 789 : ?
22
24
26
28
৪৭. KMQS : MPVZ :: ? : ?
BCEG : CFIM
ECKM : GJPT
GILN : IKOR
QSXZ : SAWU
৪৮. 450 : 360 : 180 :: ? : ? : ?
390 : 130 : 260
400 : 260 : 140
420 : 150 : 270
460 : 160 : 300
৪৯. NAIL : LIAN :: HAMMER : ?
AHMMRE
MMEHAR
REMMAH
RMEMHA
৫০. 5, 25, 61, 113, 181, ?
200
228
265
321
প্র্যাকটিস সেটটির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া
File Details:
PDF Name : WBP Lady Constable Practice Set
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 04
Download Link : Click Here To Download
English proverb গুলি PDF আকারে দিলে খুব উপকৃত হতাম।
ReplyDeleteAns r pdf dile valo hoto
ReplyDeleteআমি গর্বিত তোমাদের এতো ভালো একটা চ্যানেলে আমি যুক্ত হতে পেরেছি
ReplyDeletedarun ai web site ta
ReplyDeleteMath shortcut tricks er pdf jdi share koren .sir
ReplyDelete