Breaking



Thursday 3 September 2020

RRB NTPC Practice Set in Bengali PDF

RRB NTPC Practice Set in Bengali PDF | Part-03

RRB NTPC Practice Set in Bengali - PDF Download
RRB NTPC Practice Set in Bengali - PDF Download

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
RRB NTPC পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, RRB NTPC Practice Set in Bengali PDF সম্পূর্ণ বিনামূল্যে; যেটির মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাসভিত্তিক প্রশ্নাবলী পাবে। যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত RRB NTPC পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

          এই প্র্যাকটিস সেটেটির মধ্যে মোট পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। সুতরাং সময় নষ্ট না করে প্রশ্নগুলি দেখে নাও আর হ্যাঁ প্রশ্নগুলির ঠিক নীচেই প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে।

 RRB NTPC Mini Practice Set in Bengali :

➤ নায়নিকা কে ছিলেন ?
সিমুকের স্ত্রী
প্রথম সাতকর্ণীর স্ত্রী
গৌতমী সাতকর্ণীর স্ত্রী
উপরের কোনটিই নয়


➤ ১৯০৭ সালে সুরাট কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
রাসবিহারী বসু
রাসবিহারী ঘোষ
মদনমোহন মালব্য
লাল লাজপত রায়


➤ কোন পাহাড়ি অঞ্চলকে ‘কুইন অফ হিল স্টেশন’ বলা হয় ?
সিমলা
ঋষিকেশ
মুসৌরি
নৈনিতাল


➤ সম্প্রতি ‘খারচি পূজা উৎসব’ ভারতের কোন রাজ্যে পালিত হল ?
সিকিম
আসাম
হরিয়ানা
ত্রিপুরা


➤ দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয় কত সালে ?
১৮৫৮ সালে
১৮৬৮ সালে
১৮৭৮ সালে
১৮৮৮ সালে


➤ আঙ্কোর ভাট মন্দির কোথায় অবস্থিত ?
পাকিস্তান
ভারত
কম্বোডিয়া
ভিয়েতনাম


➤ বঙ্গভঙ্গ আন্দোলনের প্রধান নেতার নাম কী ?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
বিপিনচন্দ্র পাল
লালা লাজপত রায়
বাল গঙ্গাধর তিলক


➤ লোকনায়ক নামে কে পরিচিত ছিলেন ?
জয়প্রকাশ নারায়ণ
শ্রীকৃষ্ণ সিং 
জি. ভি. যোশী
মহাত্মা গান্ধি


➤ নীচের কোনটি প্রোটোজোয়া নয় ?
হাইড্রা
ইউগ্লেনা
অ্যামিবা
প্যারামেসিয়াম


➤ সার্ক কোন দেশগুলির আঞ্চলিক সংগঠন ?
দক্ষিণ এশিয় দেশ
দক্ষিণ আমেরিকার দেশ
দক্ষিণ আফ্রিকার দেশ
এশিয়া ও আমেরিকার দেশ


➤ টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে ?
পাকস্থলী 
লালাগ্রন্থি
অগ্ন্যাশয়
যকৃৎ


➤ প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে ?
১৯০৩ সালে
১৯০৫ সালে
১৯০৭ সালে
১৯০৯ সালে


➤ ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন ?
গুরু অমর দাস
গুরু তেগ বাহাদুর
গুরু গোবিন্দ সিং 
গুরু অর্জুন সিং


➤ আমিনি কমিশন কে গঠন করেন ?
লর্ড ওয়েলেসলি
লর্ড লিনলিথগো
লর্ড এলেনবরা
ওয়ারেন হেস্টিংস


➤ ফা হিয়েন কার আমলে ভারতে এসেছিলেন ?
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
কনিষ্ক   
আকবর   
বাবর


➤ সৌরভ কোঠারি কোন খেলার সঙ্গে যুক্ত ?
স্নুকার
দাবা
বিলিয়ার্ডস
টেবিল টেনিস


➤ ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ?
অ্যাসকরবিক অ্যাসিড
থায়ামিন
ফলিক অ্যাসিড
নিকোটিকিন অ্যাসিড


➤ রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ?
মাইক্রোমিটার
ভিসকোমিটার
ন্যানোমিটার
স্ফিগমোম্যানোমিটার


➤ কে সড়ক ই আজম তৈরি করেন ?
শেরশাহ
আকবর
শাহজাহান
বাজিরাও


➤ ঝুলনলীলা কোন রাজ্যের নৃত্যকলা ?
রাজস্থান
কেরালা
গুজরাট
মহারাষ্ট্র


➤ A একটি দ্রব্য B কে ৫% লাভে এবং B ওই দ্রব্যটি C কে ৫% ক্ষতিতে বিক্রয় করে। C এর ক্রয়মূল্য ২৩.৯৪ হলে, A দ্রব্যটি কত টাকায় কিনেছিল ?
২৪ টাকা
২৫ টাকা
২৭ টাকা
২৮ টাকা


➤ ৭ জন লোকের গড় ওজন ৩ কিলোগ্রাম বৃদ্ধি পায়, যদি নতুন কোন ব্যক্তি যোগদান করে ৫০ কিলোগ্রাম ওজনের কোন ব্যক্তির পরিবর্তে। তবে নতুন লোকটির ওজন কত ?
৭১ কিলোগ্রাম
৮১ কিলোগ্রাম
৬১ কিলোগ্রাম
৫৩ কিলোগ্রাম


➤ একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ১৩ : ২। বহুভুজটির বাহুসংখ্যা কত ?

১২
১৫
১৬


➤ একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে ২০ মিনিটে ভর্তি হয় এবং অপর আরেকটি পাইপ দিয়ে ৬০ মিনিটে ভর্তি করা যায়। যদি দুটি পাইপ ১০ মিনিট খোলা রাখার পর, প্রথম পাইপটি বন্ধ করে দেওয়া হয়। তবে ট্যাঙ্কটি সম্পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে ?
২০ মিনিট
৩০ মিনিট
৪০ মিনিট
১০ মিনিট


➤ একটি টিভি প্রস্তুতকারক একটি রঙিন টিভি ৫৭৫০ টাকায় বিক্রি করে ২৫% লাভ করে। যদি টিভির উৎপাদন ব্যয় ১৫% থেকে ৩০% বৃদ্ধি পায় এবং বিক্রয়মূল্য ২০% বৃদ্ধি করা হয়, তবে মোট কত টাকা লাভ হবে ?
৪০০ টাকা
৪৫০ টাকা
৪৭৫ টাকা
৫০০ টাকা


➤ চালের দাম ১০% বৃদ্ধি পেলে একটি পরিবার চালের ব্যবহারের পরিমাণ কত কমালে মোট খরচ একই থাকবে ?
১/১১%
১/৯%
১০০/৯%
১০০/১১%


➤ A এবং B এর মাসিক আয়ের অনুপাত ৫ : ৬  এবং ব্যয়ের অনুপাত ৫৪ : ৫। যদি উভয়ের সঞ্চয় ৫০০ টাকা হয়, তাহলে A এর ব্যয় কত ?
২৪০০ টাকা
২৫০০ টাকা
২৮০০ টাকা
৩০০০ টাকা


➤ রাম ও শ্যাম একটি কাজ যথাক্রমে ২৫ দিনে ও ৩০ দিনে সম্পূর্ণ করে। তারা একত্রে কাজটি শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার ৮ দিন পূর্বে রাম কাজটি ছেড়ে চলে যায়, সম্পূর্ণ কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে ?
১৮ দিন
১৬ দিন
১০ দিন
২০ দিন


➤ এক ব্যক্তি ১৫৫০ টাকার কিছু অংশ বার্ষিক ৫% সরল সুদে এবং অবশিষ্ট টাকা ৮% সরল সুদে ধার দেয়। ৩ বছর পর উভয় ঋণের মোট সুদ ৩০০ টাকা হলে, ৫% ও ৮% সুদে ধার দেওয়া টাকার অনুপাত কত ?
৮ : ৫
১৩ : ৮
১৬ : ১৫
৩১ : ১৬


➤ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বাড়ে এবং প্রস্থ ২০% বাড়ে, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?
৫০%
৫৬%
৬০%
১৫০%


➤ P এর আয় Q এর আয়ের থেকে ২৫% বেশি। Q এর আয় R এর থেকে ২০% বেশি। P এর আয় R এর চেয়ে কত বেশি ?
৩৫%
৪০%
৪৫%
৫০%


➤ এক ব্যক্তি ২০০০০ টাকায় দুটি ঘোড়া বিক্রয় করে। একটিতে ৫% লাভ এবং অপরটিতে ৫% ক্ষতি হল, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হল ?
১০% লাভ
০.১০% ক্ষতি
০.২৫% ক্ষতি
কোন লাভ বা ক্ষতি হবে না


➤ একজন অসৎ ব্যবসায়ী ক্রয়মূল্যের উপর ২৫/৪% ক্ষতিতে পণ্য বিক্রয় করে, কিন্তু ২৫/২% ওজন কম দিত। তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত ?
৫০/৭% লাভ
৫০/৭% ক্ষতি
২০/৩% লাভ
২৫/২ % লাভ


➤ দুটি সংখ্যার যোগফল ৪৫, বিয়োগফল ২৭, সংখ্যাদুটির অনুপাত কত ?
৪ : ৩
৩ : ৫
৫ : ২
৪ : ১


➤ ৭, ০, ৯, ৮ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল নির্ণয় করো ?
২৮৭১
৯০৮১
৯০১৮
২৭৮১


➤ Cotton : White :: Coal : ?
Fire
Mine
Wood
Black


➤ WVT : SRP :: MIJ : ?
KHG
IHG
IHG
HEF


➤ একটি প্লেন ১৬০ কিমি পশ্চিম দিকে গেল, তারপর দক্ষিণ দিকে বেঁকে ১৫০ কিমি গেল, তারপর আবার পশ্চিম দিকে ৩০০ কিমি গেল, তারপর ডানদিকে বাঁকল এবং ১৫০ কিমি গেল, শুরুর স্থান থেকে বর্তমান সে কোনদিকে বর্তমান ?
৪০০ কিমি পূর্ব
২০০ কিমি পশ্চিম
৪৬০ কিমি পশ্চিম
২০০ কিমি পূর্ব


➤ ‘DUPLICATE’ –শব্দটির বর্ণগুলি দিয়ে নীচের কোণ শব্দটি গঠন করা যাবেনা ?
PLATE
DUCTILE
LUCID
TEAM


➤ সুস্মিতা হল সুজনের মাতা।  সুজনের একমাত্র বোনের বাবার সঙ্গে সুস্মিতার কি সম্পর্ক ?
কাকা
পুত্র
ভাই
স্বামী


➤ QTU : ILM :: BEF : ?
PSZ
UXB
TWX
WTS


➤ যদি COURSE এর কোড VHIFLX এবং ACTION এর কোড MLRGXZ হয়, তাহলে INSTITUTE এর কোড কি হবে ?
MRFGRGRHR
RMHGRGFGV
VGFGGRHMR
VGFGRGHMR


➤ একটি নির্দিষ্ট কোডে REFIEF কে QFKKDI লেখা হয়, তাহলে WELCOME কে কীভাবে লেখা হবে ?
VDKCNLM
VFKENPF
VFKFNMF
VFKENPD


➤ ৪৫৬ : ১৫ : : ৭৮৯ : ?
২২
২৪
২৬
২৮


➤ ৫৪০ : ৩৬০ : ১৮০ : : ? : ? : ?
৩৯০ : ১৩০ : ২৬০
৪০০ : ২৬০ : ১৪০
৪২০ : ১৫০ : ২৭০
৪৬০ : ১৬০ : ৩০০


➤ A এবং B দুই ভাই, C এবং D দুই বোন, A এর পুত্র D এর ভাই হলে B এবং C এর মধ্যে সম্পর্ক কি ?
বাবা
ভাই
ঠাকুরদা
কাকা


➤ ৩, ১৫, ?, ৬৩, ৯৯, ১৪৩
২৭
৩৫
৪৫
৫৬


➤ যদি ১৪, ২৩, ৩২ একটি সেট হয়, তাহলে এই সেটটির সাথে নিচের কোন সেটটির মিল রয়েছে ?
১৫, ২৩, ৩১
১৪, ১৯, ২৪
১৩, ২১ ,২৯
১২, ২১, ৩০


➤ যদি ABCD, NPRT এর সাথে সম্পর্কিত হয় তাহলে FGHI নিচের কোনটির সাথে সম্পর্কিত ?
KLMN
OQRT
RTUV
SUWY


➤ যদি নীল মানে সবুজ হয়, সবুজ মানে সাদা হয়, সাদা মানে হলুদ, হলুদ মানে কালো, কালো মানে লাল হয়, তাহলে সেখানে দুধের রং কি হবে ?
কালো
নীল
হলুদ
সবুজ


File Details:
PDF Name : RRB NTPC Practice Set 03
Language : Bengali
Size : 0.9 mb 
No. of Pages : 6
Download Link : Click Here To Download

More PDF
Download Link
RRB NTPC Practice Set 02Click Here
RRB NTPC Question PaperClick Here

1 comment: