Breaking







Wednesday, 9 September 2020

SSC Delhi Police Constable Practice Set in Bengali PDF

SSC Delhi Police Constable Practice Set in Bengali PDF | Part-01

Delhi Police Constable Practice Set in Bengali - PDF Download
SSC Delhi Police Constable Practice Set in Bengali - PDF Download

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
দিল্লী পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করছি, SSC Delhi Police Constable Practice Set in Bengali PDF; যেটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে দিল্লী পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে মজবুত করে তুলতে পারবে।

             এই প্র্যাকটিস সেটেটির মধ্যে শুধুমাত্র জেনারেল নলেজ বিষয় থেকে পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। সুতরাং সময় নষ্ট না করে প্রশ্নগুলি দেখে নাও আর হ্যাঁ প্রশ্নগুলির ঠিক নীচেই প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে।

➧ SSC Delhi Police Constable Practice Set :

➤ কে দ্য স্প্রিং টাইগার নামে খ্যাত ?
সুভাষচন্দ্র বসু
নেপোলিয়ান বোনাপার্ট
মুজিবর রহমান
লালা লাজপত রায়


➤ ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ?
ঝাড়খণ্ড 
তামিলনাড়ু 
গুজরাট
আসাম   


➤ বিশ্ব আদিবাসী দিবস কোন দিন পালিত হয় ?
৮ই আগস্ট
৯ই আগস্ট
১০ই আগস্ট
২১শে আগস্ট


➤ মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা -
৫ লক্ষের বেশী       
১০ লক্ষের বেশী
১৫ লক্ষের বেশী     
২০ লক্ষের বেশী


➤ স্বপ্নবাসবদত্তা গ্রন্থটির লেখক কে ?
অশ্বঘোষ
ভাস
নাগার্জুন
বসুমিত্র


➤ কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় ?
কলকাতাকে
দিল্লীকে     
চেন্নাইকে     
মুম্বাইকে


➤ বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
ঝাড়খণ্ড
বিহার
আসাম
সিকিম


➤ নীচের কোন নদীটিতে জোয়ার ভাটা হয়না ?
পদ্মা
গোমতী
মেঘনা
কর্ণফুলী


➤ সালারজঙ্গ জাদুঘর কোথায় অবস্থিত ?
হায়দ্রাবাদ
সেকেন্দ্রাবাদ       
মুম্বাই             
কলকাতা


➤ দাবা খেলার উৎপত্তি কোন দেশে হয়েছিল ?
রাশিয়া
ভারত
ইংল্যান্ড
আমেরিকা


➤ ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক বলে অভিহিত করেন ?
শিবাজী
আব্দুল গফফর খান
সূর্য সেন
লক্ষণ সেন


➤ ইকতা প্রথার প্রবর্তন করেন কে ?
মোহাম্মদ ঘোরী
কুতুবউদ্দিন আইবক
সুলতান ইলতুৎমিস
গিয়াসউদ্দিন বলবন


➤ হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?
নবগোপাল মিত্র
বালগঙ্গাধর তিলক
অক্ষয় কুমার দত্ত
সুরেন্দ্রনাথ ব্যানার্জি


➤ ভারতের কোন রাজ্যে কোলভা সমুদ্র সৈকতটি অবস্থিত ?
অন্ধ্রপ্রদেশ
গোয়া
গুজরাট
তামিলনাড়ু


➤ নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ?
বিম্বিসার
মহাপদ্মনন্দ
অজাত শত্রু
ধননন্দ


➤ সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
অন্ধ্রপ্রদেশ
মধ্যপ্রদেশ   
কর্ণাটক 
মহারাষ্ট্র


➤ সীমান্ত গান্ধির অনুচরদের কি বলা হত ?
লাল কোর্তা
কালো কোর্তা
নীল কোর্তা
সাদা কোর্তা


➤ সিন্ধু সভ্যতার নামকরণ কে করেছিলেন ?
জন মার্শাল
দয়ারাম সাহানি
রাখালদাস ব্যানার্জি
জন নেপিয়ার


➤ কত সালে মিউনিখ চুক্তি সাক্ষরিত হয় ?
১৯৩৫ সালে
১৯৩৮ সালে
১৯৪০ সালে
১৯৪২ সালে


➤ পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি ?
তিব্বত
লাদাখ
পামির
ছোটনাগপুর


➤ কোন গ্রহ থেকে সবুজ আলো নিঃসৃত হয় ?
নেপচুন
বৃহস্পতি
ইউরেনাস
শুক্র


➤ বেলজিয়ামের রাজধানীর নাম কি ?
ব্রাসিলিয়া
ব্রাসেলস
সোফিয়া
প্রাগ


➤ ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে ?
লিউয়েন হক
উইলিয়াম হার্ভে
লুই পাস্তুর
এডওয়ার্ড জেনারেল


➤ পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয় ?
ভিটামিন সি
ভিটামিন ডি
ভিটামিন বি৩
ভিটামিন বি৬


➤ যক্ষগণা নাচ মূলত কোন প্রদেশের আদি নৃত্য ?
সিকিম
কেরালা
মিজোরাম
কর্ণাটক


➤ নীল বিপ্লব কথাটি কীসের সঙ্গে সম্পর্কিত ?
মৎস্য উৎপাদন
দুগ্ধ উৎপাদন
তৈলবীজ চাষ
কোনটিই নয়


➤ পাইক বিদ্রোহ কবে হয়েছিল ?
১৮১৭ সালে
১৮১৯ সালে
১৯২১ সালে
১৯২৩ সালে


➤ নীল কমিশন কত সালে গঠন করা হয় ?
১৮৬০ সালে
১৮৬২ সালে
১৮৬৪ সালে
১৮৬৬ সালে


➤ কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
প্যারিস
নিউইয়র্ক
ঢাকা
লন্ডন


➤ মানব জমিন কোন লেখকের বিখ্যাত রচনা ?
বিমল কর
সৈয়দ মুস্তাফা সিরাজ
বুদ্ধদেব গুহ
শীর্ষেন্দু মুখোপাধ্যায়


➤ আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?
সিকান্দর শাহ
ফিরোজ শাহ
নাসিরুদ্দিন নসরৎ শাহ
আলাউদ্দিন হোসেন শাহ


➤ সুপ্রিমকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য কতগুলি লেখ জারী করতে পারে ?
দুই ধরণের
তিন ধরণের
পাঁচ ধরণের
ছয় ধরণের


➤ তিতুমিরের প্রকৃত নাম কি ছিল ?
দুদু মিয়া
মোয়া মিয়া
মীর নাসার আলী
মহম্মদ হাবিব


➤ হর্ষবর্ধন তাঁর রাজধানী থানেশ্বর থেকে কোথায় স্থানান্তরিত করেন ?
দিল্লী
কনৌজ
আগ্রা
মথুরা


➤ বরোদা শহরের নতুন নাম কী ?
ভাদোদরা
কোচি     
ইন্দোর           
ভোপাল


➤ নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় ?
 সংসদীয় শাসনব্যবস্থা
সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
নির্দেশমূলক রাষ্ট্রীয় নীতি
মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে যুক্তরাষ্ট্রীয় নীতি


➤ বৌদ্ধধর্মে কয়টি ত্রিপিটক আছে ?
তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি


➤ কোন বন্দরকে আরব সাগরের রাণী বলা হয় ?
ভাইজাগ
কোচি
মুম্বাই
পারাদ্বীপ


➤ গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায় ?
রাজস্থান
উত্তরপ্রদেশ
গুজরাট
মহারাষ্ট্র


➤ কোন শহরকে সবুজ নগর বলা হয় ?
আমেদাবাদ
চেন্নাই
কলকাতা
পাঞ্জাব


➤ কোশের শক্তিঘর কাকে বলা হয় ?
ক্লোরোপ্লাস্ট
গলগি বডি
মাইট্রোকনড্রিয়া
প্লাস্টিড


➤ গীত রহস্য গ্রন্থটির রচয়িতা কে ?
চরক
বীরবল
পাণিনি
তিলক


➤ কোন ধরণের কয়লার তাপনমূল্য সবচেয়ে বেশী ?
অ্যানথ্রাসাইট কয়লা
কাঠকয়লা
কোক কয়লা
বিটুমিনাস কয়লা


➤ নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় প্রতিষ্ঠা হয়েছিল ?
সমুদ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
কুমারগুপ্ত
স্কন্দগুপ্ত


➤ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন ?
ভি ভি গিরি
রাধাকৃষ্ণণ
জাকির হোসেন
সঞ্জীব রেড্ডি


➤ মুক্ত বানিজ্য চুক্তির কর্ণধার কে ছিলেন ?
আর্থার ডাংকেল
আর্থার শ্যাম
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
রজার পেনরোজ


➤ প্রথম কোন রাষ্ট্রপতি ভারতরত্ন পুরস্কার পান ?
ডঃ রাজেন্দ্রপ্রসাদ
ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ
মোরারজি দেশাই
নিলম সঞ্জীব রেড্ডি


➤ কোন গভর্নর জেনারেল শাসনকালেই মারা যান ?
লর্ড ডালহৌসি
লর্ড ক্যানিং
লর্ড লিটন
লর্ড মেয়ো


➤ সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায় ?
৫৬ নং ধারা
৬১ নং ধারা
৭৫ নং ধারা
৭৬ নং ধারা


➤ বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
দাবা
ফুটবল
হকি
ভলিবল 

File Details:
PDF Name : Delhi Police Constable Practice Set 01
Language : Bengali
Size : 0.8 mb 
No. of Pages : 5
Download Link : Click Here To Download

More PDF
Download Link
Delhi Police Constable SyllabusClick Here
Delhi Police Constable Question PaperClick Here

1 comment: