Breaking



Friday 3 April 2020

100+ History Questions and Answers in Bengali PDF for Competitive Exams

100+ History Questions and Answers in Bengali PDF for Competitive Exams

100+ History Questions and Answers in Bengali PDF for Competitive Exams
100+ History Questions and Answers in Bengali PDF for Competitive Exams

কলম-
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, History Questions and Answers in Bengali PDF; যেটির মধ্যে তোমরা ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ ১০৬টি প্রশ্ন ও উত্তর পাবে। যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।



পিডিএফটির কিছু নমুনা প্রশ্ন ও উত্তর -

১. হরপ্পার শিলালিপিগুলি তৈরি হত কি দিয়ে ?
উত্তরঃ পোড়ামাটি।

২. তুলসিদাস কার সমসাময়িক ছিলেন ?
উত্তরঃ আকবর।

৩. মগধের তৃতীয় রাজধানীর নাম কি ?
উত্তরঃ বৈশালী।

৪. ‘শকারি’ উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

৫. ‘গড় কেশরী’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ অনুসূয়া প্রসাদ বহুগুনা।

৬. ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয় ?
উত্তরঃ গুপ্তযুগে।

৭. সুলভ সমাচারের সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ কেশবচন্দ্র সেন।

৮. বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন ?
উত্তরঃ বল্লাল সেন।

৯. বৈদিক যুগে ‘নারীর দেবী’ কে ছিলেন ?
উত্তরঃ সরস্বতী।

১০. কোন পত্রিকায় প্রথম বঙ্গভঙ্গের ডাক দেওয়া হয় ?
উত্তরঃ সঞ্জীবনী পত্রিকায়।

১১. ‘লোকরহস্য’ জাতীয়তাবাদী গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১২. রাজগৃহ নগরটির স্থাপনা কে করেন ?
উত্তরঃ বিম্বিসার।

১৩. ‘আধুনিক ভারতের কারিগর’ কাকে বলা হয় ?
উত্তরঃ জওহরলাল নেহেরু।

১৪. ‘আইবক’ শব্দটির অর্থ কি ?
উত্তরঃ দাস।

১৫. বল্লাল সেনের গুরু কে ছিলেন ?
উত্তরঃ অনিরুদ্ধ।

১৬. দাস প্রথা কে চালু করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজি।

১৭. সিন্ধু সভ্যতায় কোন জন্তুর উল্লেখ পাওয়া যায় ?
উত্তরঃ ঘোড়া।

১৮. দ্বিতীয় চন্দ্রগুপ্তের ‘গন্ধমাদন’ গ্রন্থটি কোন ভাষায় রচিত ?
উত্তরঃ সংস্কৃত।

১৯. মানব জাতির মড়ক নামে কে পরিচিত ?
উত্তরঃ চেঙ্গিজ খাঁ। 

২০. কে প্রথম ভারতের জলসেচ ব্যবস্থার বিকাশে ও কৃষি উন্নয়নে সার্বিক উদ্যোগ নেন ?
উত্তরঃ লর্ড লরেন্স। 

সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ তথা ১০৬টি প্রশ্ন ও উত্তরের পিডিএফ ফাইলটি বিনামূল্যে ডাউনলোড করে নাও। 

File Details:
PDF Name : 100+ History Questions and Answers in Bengali 
Language : Bengali
Size : 3 mb 
No. of Pages : 5
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment