Breaking



Friday 13 March 2020

WBPSC ICDS Supervisor Main Previous Year Question Paper in Bengali PDF Download

WBPSC ICDS Supervisor Main Previous Year Question Paper in Bengali PDF Download - আইসিডিএস সুপারভাইজর মেন পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র PDF || পর্ব-1

WBPSC ICDS Supervisor Main Previous Year Question Paper in Bengali PDF Download
WBPSC ICDS Supervisor Main Previous Year Question Paper in Bengali PDF Download

কলম-
নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WBPSC ICDS Supervisor Main Previous Year Question Paper in Bengali PDF; যেটির মধ্যে তোমরা বিগত কয়েক বছর আগে অনুষ্ঠিত হওয়া আইসিডিএস সুপারভাইজর পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নগুলি পাবে উত্তরসহ। 

            যেগুলির দ্বারা তোমরা আগত আইসিডিএস সুপারভাইজর মেন পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা লাভ করতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।



আইসিডিএস সুপারভাইজর মেন পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র 


১. বাংলায় অনুবাদ করুন : 

We are all Indians. The Indian are our brother and sister. The soil of India is our heaven. We are proud that we are Indians. this is the country where great sons like Buddha, Sankar, Ramkrishna, Vivekananda, Rabindranath, Subhas Chandra and others were born. We shall follow their foot prints. India was great in the post she will be greater in future.

উত্তর : আমরা সকলেই ভারতীয়। ভারতীয়রা আমাদের ভাই-বোন। ভারতের মৃত্তিকা আমাদের কাছে স্বর্গ। আমাদের এটা গর্ব যে আমরা ভারতবাসী। এটা সেই দেশ, যেখানে বুদ্ধ, শঙ্কর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র এবং আরও অনেক মহান সন্তান জন্মগ্রহণ করেছেন। আমরা সকলেই তাদের পদাঙ্ক অনুসরণ করেই চলবো। ভারত অতীতে মহান ছিল, ভবিষ্যতে মহত্তর হবে। 

২. নীচের যেকোনো চারটি প্রশ্নের উত্তর করুন : 

(ক) সন্ধি বিচ্ছেদ করুন : 
  • দুরবস্থা
  • ভুর্ধ্ব
  • রমেশ
  • নদ্যম্ব
  • নিস্তরঙ্গ 
উত্তর :
  • দুরবস্থা - দূঃ + অবস্থা 
  • ভুর্ধ্ব - ভূ + উর্ধ্ব 
  • রমেশ - রমা + ঈশ 
  • নদ্যম্বু - নদী + অম্বু 
  • নিস্তরঙ্গ - নিঃ + তরঙ্গ 

(খ) অশুদ্ধ শব্দগুলিকে শুদ্ধ করে লিখুন :

  • অপরাহ্ন
  • অরুন্ধুতি
  • সমিচিন
  • অন্তরেন্দ্রিয় 
উত্তর :
  • অপরাহ্ন - অপরাহ্ণ 
  • অরুন্ধুতি -অরুন্ধতি 
  • সমিচিন - সমীচীন 
  • অন্তরেন্দ্রিয় - অন্তরিন্দ্রিয় 

(গ) পদ পরিবর্তন করুন :

  • নীলিমা
  • ভাষণ
  • প্রত্যয়
  • দেব
  • ন্যায় 
উত্তর : 
  • নীলিমা - নীলাভ 
  • ভাষণ - ভাষিত 
  • প্রত্যয় - প্রত্যয়ী, প্রত্যয়িত 
  • দেব - দৈব 
  • ন্যায় - ন্যায়িক 

(ঘ) ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুন :

  • হাতাহাতি
  • মহাজন
  • নিমরাজী
  • আপাদমস্তক
  • উপকূল 
উত্তর :
  • হাতাহাতি - হাতে হাতে যে যুদ্ধ (ব্যতিহার বহুব্রীহি)। 
  • মহাজন - মহৎ যে জন (কর্মধারয়)। 
  • নিমরাজী - অর্ধেক রাজি (অব্যয়ী ভাব)। 
  • আপাদমস্তক - পা থেকে মাথা পর্যন্ত (অব্যয়ী ভাব)। 
  • উপকূল - কূলের সমীপে (অব্যয়ী ভাব)। 

(ঙ) এক কথায় প্রকাশ করুন :

  • দান করিবার ইচ্ছা
  • বিড়ালের ডাক
  • আকাশ ও পৃথিবী
  • নিজের বর্ণ লুকায় যে
  •  দ্বিতীয়বার বিবাহিত নারী
উত্তর :
  • দান করিবার ইচ্ছা - দিৎসা।
  • বিড়ালের ডাক - জিবন।
  • আকাশ ও পৃথিবী - ক্রদসী।
  • নিজের বর্ণ লুকায় যে - বর্ণচোরা।  
  •  দ্বিতীয়বার বিবাহিত নারী - দিধিষু। 
তোমরা নীচের দেওয়া লিঙ্ক থেকে উপরের প্রশ্নগুলির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারো, যাতে করে অফলাইনেও তোমরা এটা পড়তে পারো। 


No comments:

Post a Comment