Breaking



Friday 6 March 2020

WB Primary TET Free Online Mock Test in Bengali Part-2 | প্রাইমারি টেট প্রস্তুতি

WB Primary TET Free Online Mock Test in Bengali Part-2 | প্রাইমারি টেট প্রস্তুতি  

WB Primary TET Free Online Mock Test in Bengali Part-2 | প্রাইমারি টেট প্রস্তুতি
WB Primary TET Free Online Mock Test in Bengali Part-2 | প্রাইমারি টেট প্রস্তুতি 

কলম - 
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WB Primary TET Free Online Mock Test in Bengali Part-2, যেটির মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাসভিত্তিক পাঁচটি বিষয় থেকে দশটি প্রশ্ন পাবে। যেগুলির দ্বারা তোমরা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য কতটা প্রস্তুত তা যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। 

              এই মকটেস্টটি কুড়ি নম্বরের, তোমরা এই কুড়ির মধ্যে কত পেলে এবং এই ধরণের আরো মকটেস্ট পেতে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সুতরাং সময় নষ্ট না করে, মকটেস্টটিতে অংশ গ্রহণ করে নাও। 


Primary Tet Online Mock Test - 2


  1. প্যাভলভের বিখ্যাত পরীক্ষাগুলি করা হয়েছিল -

  2. কুকুরের উপর
    শিয়ালের উপর
    হাঁসের উপর
    গিনিপিগের উপর

  3. উন্ড অনুভূতির কয়টি গুণের কথা উল্লেখ করেছেন ?

  4. একটি
    পাঁচটি
    তিনটি
    নয়টি

  5. জাপানে পারমাণবিক বিস্ফোরণ ঘটে -

  6. 1940 সালে
    1945 সালে
    1950 সালে
    1955 সালে

  7. বাস্তুতন্ত্রের উদ্ভিদসমূহকে বলা হয় -

  8. ফ্লোরা
    ফণা
    ফরা
    ফসা

  9. 'সমুদ্রে বুনো ফুলের গন্ধ' উপন্যাসটির রচয়িতা কে ?

  10. শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    অতীন বন্দ্যোপাধ্যায়
    সমরেশ মজুমদার

  11. 'ডৌল' -এর সমার্থক শব্দ কি ?

  12. গঠন
    গড়ন
    কাঠামো
    দেহ

  13. Choose the most appropriate synonym of the question word. Vocation -

  14. hobby
    enclination
    occupation
    wish

  15. Encounter -

  16. tolerate
    overcome
    run away
    face

  17. দুজন কর্মচারীর দৈনিক মজুরির অনুপাত 14:9 এবং তাদের মোট মজুরি হল 460 টাকা। তাদের মজুরির পার্থক্য কত (টাকায়) ?

  18. 110
    120
    150
    100

  19. দুটি সংখ্যার গুণফল 4375 ও তাদের ল.সা.গু. 175 হলে, সংখ্যা দুটির যোগফল -

  20. 225
    300
    400
    200


সঠিক উত্তরসমূহ 1. কুকুরের উপর || 2. তিনটি || 3. 1945 সালে || 4. ফ্লোরা || 5. অতীন বন্দ্যোপাধ্যায় || 6. গড়ন || 7. occupation || 8. face || 9. 100 || 10. 200


3 comments: