WB Primary TET Previous Year Questions Papers PDF in Bengali - প্রাইমারি টেট বিগত বছরের প্রশ্নপত্র PDF
![]() |
WB Primary TET Previous Year Questions Papers PDF in Bengali - প্রাইমারি টেট বিগত বছরের প্রশ্নপত্র PDF |
কলম -
সুপ্রিয় বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WB Primary TET Previous Year Questions Papers PDF in Bengali; যেটির মধ্যে তোমরা বিগত ২০১৩ ও ২০১৫ সালের পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র সঠিক উত্তরের সাথে পাবে।
তোমরা খুব ভালো করেই জানো যে, পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নপত্রগুলি দেখে রাখা কতটা জরুরি। তোমরা এই প্রশ্নপত্রগুলির মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র তথা প্রশ্নের ধরণ সম্পর্কে জানতে পারবে; সর্বোপরি এই প্রশ্নপত্রগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকেও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
কিছু নমুনা -
◉ নীচের কোন চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় ?
ক. ফেলুদা
খ. ঘনাদা
গ. পিণ্ডিদা
ঘ. টেনিদা
◉ নীচের কোনটি 'স্বরলোপ' -এর উদাহরণ ?
ক. বড্ড
খ. দহ
গ. নস্যি
ঘ. জানালা
◉ নীচের কোনটি 'তৎসম' শব্দের উদাহরণ ?
ক. ডাক্তার
খ. প্রভাত
গ. বায়না
ঘ. লুচি
◉ নীচের কোন বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ?
ক. খাপছাড়া
খ. চাঁদের পাহাড়
গ. ভূত ও মানুষ
ঘ. পাততাড়ি
Choose the correct antonym of the given word.
◉ urban -
a. modern
b. rapid
c. rural
d. remote
◉ zenith -
a. nadir
b. extinct
c. top
d. extant
Choose the correct alternative.
◉ Please don't ______ the truth.
a. hold over
b. hold back
c. hold to
d. hold in
◉ If I ______ a bird !
a. am
b. were
c. was
d. shall
◉ শিখনের 'প্রচেষ্টা ও ভুল' এর তত্ত্বটির প্রবক্তা হলেন -
ক. গ্যাগে
খ. টোলম্যান
গ. স্কিনার
ঘ. থর্নডাইক
◉ কোনটি শিশুদের মধ্যে প্রায় দেখাই যায় না ?
ক. হাইপারকাইনেসিস
খ. আত্মহত্যা
গ. নেতিবাচকতা
ঘ. প্রক্ষোভের ওপর নিয়ন্ত্রনের অভাব
◉ নীচের কোনটি রাসায়নিক পরিবর্তন ?
ক. সালফারের গলন
খ. জলের স্ফুটন
গ. সম্পৃক্ত দ্রবণ থেকে চিনির কেলাস প্রস্তুতকরণ
ঘ. সালফারের জ্বলন
◉ নীচের কোন গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয় ?
ক. জ্যাট্রোফা
খ. আম
গ. সরষে
ঘ. কার্পাস
সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্কগুলি থেকে প্রশ্নপত্রগুলি ডাউনলোড করে নাও।
সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্কগুলি থেকে প্রশ্নপত্রগুলি ডাউনলোড করে নাও।
Question Papers
|
Download link
|
---|---|
WB Primary TET 2013 | Click Here |
WB Primary TET 2015 | Click Here |
Sir plz add wb primary tet's Paper 1 pdf of previous year 2013 and 2015.We have already got part ii paper.we are waiting.
ReplyDelete