Breaking



Monday 3 February 2020

WBCS Preliminary Online Mock Test in Bengali Part-4 | WBCS প্রস্তুতি

WBCS Preliminary Online Mock Test in Bengali Part-4 | WBCS প্রস্তুতি 

WBCS Preliminary Online Mock Test in Bengali Part-4 | WBCS প্রস্তুতি
WBCS Preliminary Online Mock Test in Bengali Part-4  

কলম : 
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WBCS Preliminary Online Mock Test in Bengali Part-4; যেটির দ্বারা তোমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।


WBCS Preli. Mock Test 4


  1. দশ টাকার কারেন্সি নোটে কার স্বাক্ষর থাকে ?

  2. অর্থমন্ত্রীর
    রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের
    অর্থ মন্ত্রকের সচিবের
    কোনটিই নয়

  3. রাজ্যসভার প্রধান কর্মাধ্যক্ষ কে ?

  4. উপরাষ্ট্রপতি
    প্রধানমন্ত্রী
    স্পিকার
    চেয়ারম্যান

  5. ISRO কোথায় অবস্থিত ?

  6. বেঙ্গালুরু
    শ্রীহরিকোটা
    ত্রিবান্ত্রম
    কোনটিই নয়

  7. পশ্চিমবঙ্গে কোন সালে খাদ্য আন্দোলন হয়েছিল ?

  8. 1959
    1970
    1977
    1980

  9. স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন ?

  10. স্যার আশুতোষ মুখোপাধ্যায়
    রবি রায়
    বি আর আম্বেদকর
    বলরাম জাখর

  11. কোন রাজ্যের অপর নাম 'প্রাচ্যের স্কটল্যান্ড' ?

  12. মণিপুর
    নাগাল্যান্ড
    ত্রিপুরা
    মেঘালয়

  13. হিন্দুদের প্রাচীনতম মহাকাব্য -

  14. রামায়ণ
    মহাভারত
    মহাভাষ্য
    বেদ

  15. কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত -

  16. পেরিয়ার
    পারকল
    গিরি
    জলদাপাড়া

  17. হাইড্রা কিসের দ্বারা শ্বসন কার্য করে -

  18. ফুসফুস
    কানকো
    সারা শরীর
    বৃকলাঙ্গ

  19. হাইপোকাইসিস বলতে কোন গ্রন্থিকে বোঝায় ?

  20. থাইরয়েড
    পিটুইটারি
    টনসিল
    জনন কোষ


সঠিক উত্তরসমূহ 1. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের || 2. উপরাষ্ট্রপতি || 3. বেঙ্গালুরু || 4. 1959 || 5. বি আর আম্বেদকর || 6. মেঘালয় || 7. রামায়ণ || 8. পেরিয়ার || 9. সারা শরীর || 10. পিটুইটারি

3 comments:

  1. প্রতিদিন মক্ টেস্ট দিন,,,তাহলে খুব ভালো লাগবে।।।এবং উপকার ও হবে,,,

    ReplyDelete