কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তালিকা PDF | বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি
![]() |
কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তালিকা PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তির একটি সুন্দর তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।
কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত
বাদ্যযন্ত্র | যুক্ত ব্যক্তি |
---|---|
সেতার | রবি শংকর বিলায়েত খান নিখিল ব্যানার্জি অনুষ্কা শংকর বুদ্ধাদিত্য মুখোপাধ্যায় আমীর খসরু |
সন্তুর | শিব কুমার শর্মা তরুণ ভট্টাচার্য রাহুল শর্মা অভয় সপরী |
সানাই | বিসমিল্লাহ খান বাগেশ্বরী সামার গোলাম আলী খান রঘুনাথ প্রসন্ন আলী আহমেদ হোসেন |
সরোদ | আলী আকবর খান আমজাদ আলী খান আলাউদ্দিন খান আমন আলী বঙ্গাশ বাহাদুর খান জারিন এস শর্মা |
সারেঙ্গী | সাবরী খান সুলতান খান রাম নারায়ণ রমেশ মিশ্র বৃন্দা খান সব্রি খান শাকুর খান |
তবলা | জাকির হোসেন রাধাকান্ত নন্দী আবাদ মিস্ত্রী কিষাণ মহারাজ শান্তা প্রসাদ নিখিল ঘোষ |
বেহালা | জুবিন মেহেতা গোবিন্দ স্বামী পিল্লাই দয়ারাম ভেঙ্কটেস্বামী নাইডু বালুস্বামী দীক্ষিত গজানন রাও যোশী টি. এন. কৃষ্ণাণ ভি. জি. যোগ ইহুদী মেনুইন লালগুড়ি জি. জয়রামন |
বাঁশী | পান্নালাল খান পান্নালাল ঘোষ হরিপ্রসাদ চৌরাশিয়া টি. আর. মহালিঙ্গাম সাদিক আলী খান ভি. দোরেস্বামী আয়েঙ্গার গোপাল কৃষ্ণণ বিশ্ব মোহন ভাট আসাদ আলী খান |
গীটার | বরুণ পাল বিশ্বমোহন ভাট কমলা শংকর |
পিয়ানো | উৎসব লাল কৈখম শাপুর্জি |
সুরবাহার | অন্নপূর্ণা দেবী |
তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment