Breaking



Tuesday 7 January 2020

WBP Constable Main Question Paper 2016 in Bengali PDF

WBP Constable Main Question Paper 2016 in Bengali PDF 

WBP Constable Main Question Paper 2016 in Bengali PDF Download
WBP Constable Main Question Paper 2016 in Bengali PDF Download

 কলমঃ সুপ্রিয় বন্ধুরা কলমের ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের জন্য থাকলো, WBP Constable Main Question Paper 2016 in Bengali PDF; যেহেতু সামনেই WBP Constable Main Exam, সেহেতু এই প্রশ্নপত্রটি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। 



প্রশ্নপত্রের কিছু নমুনা প্রশ্নঃ

 রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলঃ
ক) পরশুরাম 
খ) বীরবল 
গ) বনফুল 
ঘ) ভানুসিংহ 

✎ তথ্য জানার অধিকার আইন কোন সালে পাস হয় ?
ক) 1952 
খ) 1977 
গ) 2005 
ঘ) 2000

✎ কে 'শের-এ-পাঞ্জাব' নামে পরিচিত ?
ক) ভগত সিং 
খ) জয় প্রকাশ নারায়ণ 
গ) লালা লাজপত রাই 
ঘ) রাম মনোহর লোহিয়া 

✎ 'ঝুম' কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয় ?
ক) উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন 
খ) উত্তর-পূর্ব ভারতের কৃষিকাজ 
গ) উত্তর-পূর্ব ভারতের উপজাতীয় দেবী 
ঘ) উত্তর-পূর্ব ভারতের প্রচলিত নাচ 

✎ প্রতি বছর কোন দিনটি 'বিশ্ব পরিবেশ দিবস' হিসাবে পালিত হয় ?
ক) 5ই জুলাই 
খ) 25শে জুন 
গ) 5ই জুন 
ঘ) 15ই জুন 

✎ যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত, সেটি হলঃ 
ক) পিটুইটারি গ্রন্থি 
খ) থাইরয়েড গ্রন্থি 
গ) অ্যাড্রিনাল গ্রন্থি 
ঘ) অগ্ন্যাশয় 

✎ সবচেয়ে বেশি ঘনত্বপূর্ণ রাজ্যটি হলঃ 
ক) পশ্চিমবঙ্গ 
খ) বিহার 
গ) উত্তর প্রদেশ 
ঘ) মহারাষ্ট্র 

✎ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
ক) রাঁচি 
খ) দিল্লি 
গ) কলকাতা 
ঘ) মুম্বাই 

সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে প্রশ্নপত্রটি ডাউনলোড করে নাও। 

File Details -
PDF Name : WBP Constable Main Question Paper 2016 PDF
Language : Bengali
Size : 4 mb
No. of Pages : 22
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment