Sondhi (Bengali Grammar) MCQ Questions and Answers PDF for PTET | CTET | ICDS | Abgari Police and Competitive Exam || সন্ধি MCQ প্রশ্ন ও উত্তর PDF
![]() |
Sondhi (Bengali Grammar) MCQ Questions and Answers PDF for PTET | CTET | ICDS | Abgari Police and Competitive Exam |
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Sondhi (Bengali Grammar) MCQ Questions and Answers PDF - সন্ধি MCQ প্রশ্ন ও উত্তর PDF, যেটির মধ্যে তোমরা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক সন্ধি থেকে একশোটি MCQ প্রশ্ন ও উত্তর পাবে। যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে PTET | CTET | ICDS | Abgari Police এবং বিভিন্ন Competitive Exam -এর প্রস্তুতি নিতে পারবে।
কিছু নমুনাঃ
সন্ধি বিচ্ছেদ করোঃ
➦ প্রাতরাশ -
ক. প্রাত + রাশ
খ. প্রাতঃ + রাশ
গ. প্রাতঃ + আশ
ঘ. প্রাত + আঁশ
সঠিক উত্তর: গ
➦ ষড়যন্ত্র -
ক. ষট্ + যন্ত্র
খ. ষড় + যন্ত্র
গ. ষর + অযন্ত্র
ঘ. ষট + র + অন্ত্র
সঠিক উত্তর: ক
➦ উত্থাপন -
ক. উৎ + স্থাপন
খ. উঃ + থাপন
গ. উৎ + থাঃ + পন
ঘ. উঃ + আপন
সঠিক উত্তর: ক
➦ 'স্ব + অক্ষর' - সন্ধিবন্ধ করো -
ক. সাক্ষর
খ. স্বক্ষর
গ. স্বাক্ষর
ঘ. কোনটিই নয়
সঠিক উত্তর: গ
➦ সন্ধি যুক্ত করোঃ 'ষট্ + আনন' -
ক. ষটানন
খ. ষড়ানন
গ. ষঠানন
ঘ. ষঠাআনন
সঠিক উত্তর: খ
সুতরাং সময় নষ্ট না করে নীচের দেওয়া লিঙ্ক থেকে Sondhi (Bengali Grammar) MCQ Questions and Answers PDF -টি বিনামূল্যে ডাউনলোড করে নাও।
File Details:
PDF Name : 100 Sondhi (Bengali Grammar) MCQ Questions and Answers
Language : Bengali
Size : 5 mb
No. of Pages : 9
Download Link : Click Here To Download
PDF Name : 100 Sondhi (Bengali Grammar) MCQ Questions and Answers
Language : Bengali
Size : 5 mb
No. of Pages : 9
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment