100+ Bengali Grammar MCQ Questions and Answers PDF Download - বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF
![]() |
100+ Bengali Grammar MCQ Questions and Answers PDF Download - বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF |
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Bengali Grammar MCQ Questions and Answers PDF - বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF; যেটির মধ্যে তোমরা বাংলা ব্যাকরণ থেকে ১০১টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর পাবে। যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।
কিছু নমুনাঃ
➪ 'বানি' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক) মহাপুরুশের গুরুত্বপূর্ণ কথা
খ) পারিশ্রমিক
গ) কথা
ঘ) সরস্বতী
সঠিক উত্তরঃ খ
➪ 'উত্তম' শব্দের সন্ধি বিচ্ছেদ করোঃ
ক) উদ্ + তম
খ) উৎ + তম
গ) উত + অম
ঘ) উৎ + অম
সঠিক উত্তরঃ খ
➪ 'নীললোহিত' শব্দের সমাস নির্ণয় করোঃ
ক) নীল অথচ লোহিত
খ) নীল ও লোহিত
গ) যেই নীল সেই লোহিত
ঘ) নীল বর্ণের লোহিত
সঠিক উত্তরঃ ক
➪ 'রক্ষকই ভক্ষক' - বাক্যটি কোন জাতীয় ?
ক) সরল
খ) জটিল
গ) যৌগিক
ঘ) মিশ্র
সঠিক উত্তরঃ ক
➪ গিরি-সংকট শব্দের অর্থ কি ?
ক) পর্বতের গিরি
খ) পর্বত
গ) পার্বত্য বন্ধুরতা
ঘ) পাহাড় চূড়া
সঠিক উত্তরঃ গ
➪ 'ডিঙি' শব্দটি কোন শ্রেণিভুক্ত ?
ক) তদ্ভব
খ) অর্ধতৎসম
গ) দেশি
ঘ) বিদেশি
সঠিক উত্তরঃ গ
➪ 'গৃহকার্য' কোন শ্রেণিভুক্ত ?
ক) তৎসম শব্দ
খ) তদ্ভব শব্দ
গ) অর্ধতৎসম শব্দ
ঘ) দেশি শব্দ
সঠিক উত্তরঃ ক
➪ 'অপর্যাপ্ত' শব্দটির সন্ধি বিচ্ছেদ করোঃ
ক) অপর + আপ্ত
খ) অপরি + আপ্ত
গ) অপরী + আপ্ত
ঘ) অপরি + সুপ্ত
সঠিক উত্তরঃ খ
➪ 'বাহক' শব্দের লিঙ্গান্তর করলে হবে ?
ক) এটি একটি উভয়লিঙ্গ বিশিষ্ট শব্দ যার লিঙ্গান্তর হয় না
খ) বাহিকা
গ) বাহকী
ঘ) বাহকি
সঠিক উত্তরঃ খ
➪ 'দমাল' এর সমার্থক শব্দ কি ?
ক) দল
খ) দলবদ্ধতা
গ) বন্ধু বান্ধব
ঘ) প্রতিদল
সঠিক উত্তরঃ ক
সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে ১০১টি বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF -টি ডাউনলোড করে নাও।
File Details:
PDF Name : 100+ Bengali Grammar MCQ
Language : Bengali
Size : 6 mb
No. of Pages : 10
Download Link : Click Here To Download
Language : Bengali
Size : 6 mb
No. of Pages : 10
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment