100+ Bengali General Knowledge Questions and Answers PDF for All Competitive Exams | Bengali GK PDF Download | বাংলা জিকে PDF
![]() |
100+ Bengali General Knowledge Questions and Answers PDF for All Competitive Exams |
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Bengali General Knowledge Questions and Answers PDF - বাংলা জিকে PDF; যেটির মধ্যে তোমরা জেনারেল নলেজ থেকে গুরুত্বপূর্ণ ১০৪টি প্রশ্ন ও উত্তর পাবে। যেগুলি তোমাদের WBCS | Railway Group D | NTPC | Clerkship | Miscellaneous | ICDS | Abgari Police | Police SI ইত্যাদি সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
কিছু নমুনা প্রশ্ন ও উত্তর ঃ
১. ‘বিশ্ব বই দিবস’ কোন দিন পালিত হয় ?
উত্তরঃ ২৩ শে এপ্রিল।
২. বাল্মীকি ন্যাশানাল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তরঃ বিহারে।
৩. শরীরবিদ্যার জনক কাকে বলা হয় ?
উত্তরঃ উইলিয়াম হার্ভে।
৪. ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ লর্ড ডালহৌসি।
৫. বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় ?
উত্তরঃ নদীয়া জেলাকে।
৬. হংকং শব্দের অর্থ কি ?
উত্তরঃ সুগন্ধী গন্ধ।
৭. তুরস্কের মুদ্রার নাম কি ?
উত্তরঃ লিরা।
৮. পেরুর রাজধানীর নাম কি ?
উত্তরঃ লিমা।
৯. বিশ্ব স্বাস্থ্য সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেনেভাতে।
১০. ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ লর্ড কার্জন।
১১. ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯২০ সালে।
১২. পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কি ?
উত্তরঃ আন্দিজ।
১৩. ‘ঘমুর’ ভারতের কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ রাজস্থান।
১৪. ভারতের কোন মহানগরকে ‘সবুজ নগর’ বলা হয় ?
উত্তরঃ চেন্নাইকে।
১৫. অদিতি অশোক কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ গলফ।
১৬. যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ সরাবতী।
১৭. কোন শহরকে ‘মূলধনের শহর’ বলা হয় ?
উত্তরঃ মুম্বাইকে।
১৮. ভারতের জাহাজ গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ চেন্নাইতে।
১৯. সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ কুস্তি।
২০. ‘বিশ্ব অরণ্য দিবস’ কোন দিন পালন করা হয় ?
উত্তরঃ ২১ শে মার্চ।
সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে 100+ Bengali General Knowledge Questions and Answers PDF -টি ডাউনলোড করে নাও।
File Details:
PDF Name : 100+ Bengali General Knowledge Part-4
Language : Bengali
Size : 3 mb
No. of Pages : 4
Download Link : Click Here To Download
Language : Bengali
Size : 3 mb
No. of Pages : 4
Download Link : Click Here To Download
Give me update my email id
ReplyDelete