Breaking



Saturday 7 August 2021

1000 Geography Questions Answers in Bengali PDF - ভূগোল প্রশ্ন ও উত্তর

1000 Geography Questions Answers in Bengali PDF || Geography PDF in Bengali - ভূগোল প্রশ্ন ও উত্তর for All Competitive Exams

1000 Geography Questions Answers in Bengali PDF - ভূগোল প্রশ্ন ও উত্তর
1000 Geography Questions Answers in Bengali PDF - ভূগোল প্রশ্ন ও উত্তর 

কলম 
নমস্কার বন্ধুরা,
পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম 1000 Geography Questions Answers in Bengali PDF, যার মধ্যে ভূগোল বিষয় থেকে বাছাই করা ১০০০টি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে।

যেটি তোমাদের WBCS | WB Police | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | Bank | ICDS | SSC প্রভৃতি সমস্ত রকম Competitive Exam এর প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

কিছু নমুনা প্রশ্নঃ

■ আরবসাগরের রানী কাকে বলা হয় ?
উত্তরঃ কোচিনকে।

■ একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখ ?
উত্তরঃ নভসেবা।

■ ভারতে বৃহত্তম সার কারখানা আছে ?
উত্তরঃ সিন্ধ্রিতে।

■ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তরঃ আমেদাবাদকে।

■ ভারতের শুল্কমুক্ত বন্দর হলো ?
উত্তরঃ কান্ডালা।

■ চিনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ?
উত্তরঃ গুজরাট।

■ কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো ?
উত্তরঃ হলদিয়া।

■ মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ?
উত্তরঃ ট্রম্বে।

■ আসামের কোথায় ডিজেল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে ?
উত্তরঃ ডিগবয়।

■ তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওড়িশায়।

সম্পূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে।

File Details:
PDF Name : 1000 Geography Questions and Answers
Language : Bengali
Size : 05 mb 
No. of Pages : 34
Download Link : Click Here To Download

35 comments:

  1. Sir, pls West Bengal policer examer suggestion den.

    ReplyDelete
  2. Hello Brother, Ei rokom Ebook GK Upload korle valo hoto Sobar ❤️. Love from Barrackpore

    ReplyDelete
    Replies
    1. ঠিকাছে স্যার আমরা যথাসাধ্য চেষ্টা করবো...

      Delete
    2. Sir tripura tet ear note din

      Delete
  3. Kon nodi Kon dik a probahito or PDF din
    Plzzzz

    ReplyDelete
    Replies
    1. Amra chesta korbo,khub sighroi deoyar..

      Delete
  4. Khub helpful questions gulo

    ReplyDelete
  5. sir january 2020 theke june 2020 porjonto current affairs ee pdf dile khub valo hoto

    ReplyDelete
    Replies
    1. Apni Current Affairs Category te jan, ak ak kore somosto maser peye jaben...

      Delete
  6. Sir sotti bolchi onek onek dhonnobad🙏🙏

    ReplyDelete
  7. Question Gulo khub help full.

    ReplyDelete
  8. Sir,bharoter sanbidhan er upor ei vbe kono gk pdf file din na valo hoii tahole

    ReplyDelete
  9. Wbcs preliminary geography notes

    ReplyDelete