Railway Group D 2018 Exam Fee Refund Process - রেলওয়ে পরীক্ষার টাকা ফেরত পাওয়ার উপায় | কি কারণগুলির জন্য টাকা ফেরত পাননি এবং ফেরত পেতে গেলে কি কি করতে হবে :
![]() |
Railway Group D 2018 Exam Fee Refund Process |
হ্যালো স্টুডেন্টস,
তোমাদের আজ জানাবো যে,কি কারণে অনেকে রেলের পরীক্ষার টাকা ফেরত পায়নি এবং কি করলে টাকা ফেরত পাবে।
যে যে ভুল গুলির জন্য টাকা ফেরত পাওনি,সেগুলি হলো :
1. Bank Account নাম্বার না দেওয়ার জন্য
2. Bank Account নাম্বার,Bank এর নাম এবং IFSC কোড ইত্যাদি সঠিক না দেওয়ার জন্য
3. একই Bank Account একাধিক পরীক্ষার্থী ব্যবহার করার জন্য
কি করলে টাকা ফেরত পাবে :
Railway বোর্ড জানিয়েছে যে,ওদের ওয়েবসাইটে নতুনভাবে Bank Account নাম্বার যোগ করার বা সংশোধন করার লিঙ্ক দেওয়া হবে(22.03.19 থেকে 28.03.19 এর মধ্যে)।তাই আশা করা যায় তোমরা যদি Bank Details পুনরায় ঠিকঠাকভাবে দিতে পারো বা দাও,তাহলে অবশ্যই টাকা ফেরত পাবে।
Official Notice : Click Here
তোমার যে বন্ধু টাকা ফেরত পায়নি,তাকে এটি শেয়ার করে জানিয়ে দাও
No comments:
Post a Comment