ভারতের জাতীয় উদ্যান তালিকা PDF | ভারতের বিভিন্ন ন্যাশনাল পার্ক | List of National Parks in India PDF in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের জাতীয় উদ্যান তালিকা PDF | ভারতের বিভিন্ন ন্যাশনাল পার্ক তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক এবং সেগুলি কোন রাজ্যে অবস্থিত তার তালিকা দেওয়া আছে।
বিভিন্ন পরীক্ষাতে পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।
ভারতের জাতীয় উদ্যান তালিকা
জাতীয় উদ্যান | রাজ্য |
---|---|
শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান পাপিকোন্ডা জাতীয় উদ্যান রাজীব গান্ধী জাতীয় উদ্যান (রামেশ্বরম) |
অন্ধ্রপ্রদেশ |
জিম করবেট জাতীয় উদ্যান নন্দাদেবী জাতীয় উদ্যান পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান গঙ্গোত্রী জাতীয় উদ্যান গোবিন্দ জাতীয় উদ্যান (গোবিন্দ পশু বিহার) রাজাজি জাতীয় উদ্যান |
উত্তরাখণ্ড |
কানহা জাতীয় উদ্যান মাধব জাতীয় উদ্যান পেঞ্চ জাতীয় উদ্যান বান্ধবগড় জাতীয় উদ্যান বন বিহার জাতীয় উদ্যান পান্না জাতীয় উদ্যান সঞ্জয় জাতীয় উদ্যান সাতপুরা জাতীয় উদ্যান ফসিল জাতীয় উদ্যান |
মধ্যপ্রদেশ |
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মানস জাতীয় উদ্যান নামেরি জাতীয় উদ্যান ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান ওরাং জাতীয় উদ্যান |
আসাম |
বন্দীপুর জাতীয় উদ্যান ব্যানারঘাটা জাতীয় উদ্যান অনশী জাতীয় উদ্যান কুদ্রেমুখ জাতীয় উদ্যান নাগারহোল জাতীয় উদ্যান |
কর্ণাটক |
গুগামাল জাতীয় উদ্যান নভেগাঁও জাতীয় উদ্যান তাডোবা জাতীয় উদ্যান চান্দোলি জাতীয় উদ্যান সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান |
মহারাষ্ট্র |
গির জাতীয় উদ্যান ব্ল্যাকবাক জাতীয় উদ্যান ভানসদা জাতীয় উদ্যান সামুদ্রিক জাতীয় উদ্যান |
গুজরাট |
গুইন্ডি জাতীয় উদ্যান মান্নার উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান (আন্নামালাই) মুদুমালাই জাতীয় উদ্যান মুকুর্থি জাতীয় উদ্যান |
তামিলনাড়ু |
ইরাভিকুলাম জাতীয় উদ্যান আনামুদি শোলা জাতীয় উদ্যান মাটিকেত্তন শোলা জাতীয় উদ্যান পাম্পাদুম শোলা জাতীয় উদ্যান পেরিয়ার জাতীয় উদ্যান সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান |
কেরালা |
সিমলিপাল জাতীয় উদ্যান ভিতরকণিকা জাতীয় উদ্যান |
ওড়িশা |
কিস্তোয়ার জাতীয় উদ্যান দাচিগাম জাতীয় উদ্যান সেলিম আলী জাতীয় উদ্যান |
জম্মু ও কাশ্মীর |
ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান গুরু ঘাসীদাস জাতীয় উদ্যান (সঞ্জয়) |
ছত্তিশগড় |
জলদাপাড়া জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান গোরুমারা জাতীয় উদ্যান নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান সিঙ্গলিলা জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান |
পশ্চিমবঙ্গ |
রণথম্ভোর জাতীয় উদ্যান কেওলাদেও জাতীয় উদ্যান মরুভূমি জাতীয় উদ্যান সরিস্কা জাতীয় উদ্যান মুকুন্দ্র হিলস জাতীয় উদ্যান |
রাজস্থান |
ইন্দরকিল্লা জাতীয় উদ্যান খীরগঙ্গা জাতীয় উদ্যান সিম্বলবাড়া জাতীয় উদ্যান পিন ভ্যালি জাতীয় উদ্যান গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান |
হিমাচল প্রদেশ |
মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান মিডল বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান নর্থ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক স্যাডল পিক জাতীয় উদ্যান সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান গালাথিয়া উপসাগরীয় জাতীয় উদ্যান রানি ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
নামদাফা জাতীয় উদ্যান মৌলিং জাতীয় উদ্যান |
অরুণাচল প্রদেশ |
ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান বাইসন জাতীয় উদ্যান |
ত্রিপুরা |
কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যান মৃগবনি জাতীয় উদ্যান | তেলেঙ্গানা |
নকরেক জাতীয় উদ্যান বলফাক্রম জাতীয় উদ্যান |
মেঘালয় |
কালেসার জাতীয় উদ্যান সুলতানপুর জাতীয় উদ্যান |
হরিয়ানা |
মুরলেন জাতীয় উদ্যান ফঙপুই ব্লু মাউন্টেইন জাতীয় উদ্যান |
মিজোরাম |
বেতলা জাতীয় উদ্যান | ঝাড়খণ্ড |
হেমিস জাতীয় উদ্যান | লাদাখ |
বাল্মীকি জাতীয় উদ্যান | বিহার |
কেইবুল লামজাও জাতীয় উদ্যান | মণিপুর |
কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান | সিকিম |
দুধওয়া জাতীয় উদ্যান | উত্তর প্রদেশ |
ইন্টাঙ্কি জাতীয় উদ্যান | নাগাল্যান্ড |
মোল্লেম জাতীয় উদ্যান | গোয়া |
তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : List of National Parks in India
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 06
Download Link : Click Here To Download
■ ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?
উত্তরঃ জিম করবেট জাতীয় উদ্যান।
■ ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি?
উত্তরঃ হেমিস ন্যাশনাল পার্ক।
■ বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ বিহার।
■ কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
■ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তরঃ অসম।
■ নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।
■ রনথম্বোর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজস্থান।
■ পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরালা।
■ জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরাখণ্ড।
■ বন্দীপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক।
Nice
ReplyDeleteThan you sir
ReplyDeleteThank you for sharing useful information.
ReplyDelete