Breaking



Wednesday 1 November 2023

ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | History MCQ in Bengali

ইতিহাসের এমসিকিউ প্রশ্ন উত্তর PDF | History MCQ in Bengali PDF | Part-01

ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF | History MCQ in Bengali
ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF

কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে গুরুত্বপূর্ণ কয়েকটি ইতিহাস বিষয়ক প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

ইতিহাস MCQ প্রশ্ন উত্তর

০১. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজনপদ ছিল ?
ক) সতেরোটি 
খ) ষোলোটি 
গ) বারোটি 
ঘ) দশটি 

০২. মগধের সিংহাসনে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন -
ক) চন্দ্রগুপ্ত দ্বিতীয় 
খ) চন্দ্রগুপ্ত মৌর্য 
গ) অজাত শত্রু 
ঘ) বিম্বিসার 

০৩. 'অজাতশত্রু' যার উপাধি ছিল -
ক) বিক্রমাদিত্য 
খ) ক্ষেত্রনিক 
গ) একরাতট 
ঘ) কুনিক 

০৪. নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন -
ক) মহাপদ্ম নন্দ 
খ) ধননন্দ 
গ) চন্দ্রগুপ্ত মৌর্য 
ঘ) বিম্বিসার 

০৫. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিকদ্রুত এদেশে আসেন ?
ক) ফা-হিয়েন 
খ) অলবিরুনি 
গ) হিউয়েন-সাঙ
ঘ) মেগাস্থিনিস 

০৬. মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কি ?
ক) ইন্ডিকা 
খ) অর্থশাস্ত্র 
গ) এলাহাবাদ প্রশস্তি 
ঘ) বুদ্ধচরিত 

০৭. অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন ?
ক) খ্রিস্ট পূর্ব ২৭৩ অব্দে 
খ) খ্রিস্ট পূর্ব  ২৫০ অব্দে 
গ) খ্রিস্ট পূর্ব  ৩২৪ অব্দে 
ঘ) খ্রিস্ট পূর্ব  ৩০০ অব্দে 

০৮. অশোক কবে কলিঙ্গ আক্রমণ করেছিলেন ?
ক) খ্রিস্ট পূর্ব ২৭৩ অব্দে 
খ) খ্রিস্ট পূর্ব  ২৬০ অব্দে (আনুমানিক)
গ) খ্রিস্ট পূর্ব  ২৬৯ অব্দে 
ঘ) খ্রিস্ট পূর্ব  ৩২৪ অব্দে 

০৯. আলেকজান্ডার ভারত আক্রমণ করেন -
ক) ৩২৭ খ্রিস্ট পূর্বাব্দে
খ) ৩২৩ খ্রিস্ট পূর্বাব্দে
গ) ২৭০ খ্রিস্ট পূর্বাব্দে
ঘ) ২৭৬ খ্রিস্ট পূর্বাব্দে

১০. আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, তা হলো -
ক) পানিপথের প্রথম যুদ্ধ 
খ) হলদিঘাটের যুদ্ধ 
গ) তরাইনের প্রথম যুদ্ধ 
ঘ) হিদাস্পিসের যুদ্ধ 

১১.  'মহাক্ষত্রপ' উপাধি ধারণ করেছিলেন -
ক) মৌয়েস 
খ) আজেস
গ) রুদ্রদামন 
ঘ) নহপাল 

১২. ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠা করেন -
ক) বিম কদফিসিস 
খ) কুজল কারা কদফিসিস 
গ) কনিষ্ক 
ঘ) বাসিস্ক 

১৩. ভারতে পহলব রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ -
ক) কনিষ্ক 
খ) গন্দোফার্নিস 
গ) দ্বিতীয় কদফিসিস 
ঘ) মিনান্দার 

১৪. কনিষ্ক সিংহাসনে আরোহণ করে -
ক) ৭০ খ্রিস্টাব্দে 
খ) ৬৮ খ্রিস্টাব্দে 
গ) ৭৮ খ্রিস্টাব্দে 
ঘ) ৮০ খ্রিস্টাব্দে 

১৫. বুদ্ধচরিতের রচয়িতা হলেন -
ক) চরক 
খ) অশ্বঘোষ 
গ) নাগার্জুন 
ঘ) কালিদাস 

১৬. গ্রিক, রোমক ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গঠিত -
ক) গান্ধার শিল্প 
খ) মৃত্ শিল্প 
গ) অজন্তা ইলোরার শিল্প 
ঘ) চোল শিল্প 

১৭. 'মৃচ্ছকটিক' নাটক রচনা করেন -
ক) গুণাঢ্য
খ) শুদ্রক
গ) গৌতমী বলশ্রী
ঘ) এদের কেউই নয় 

১৮. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন -
ক) প্রথম চন্দ্রগুপ্ত 
খ) শ্রীগুপ্ত 
গ) সমুদ্রগুপ্ত 
ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

১৯. প্রয়াগ (এলাহাবাদ) প্রশস্তির রচয়িতা হলেন -
ক) হরিষেণ
খ) বিশাখা দত্ত 
গ) বাণভট্ট
ঘ) গুণচন্দ্র 

২০. 'লিচ্ছবি দৌহিত্র' কার নাম ?
ক) প্রথম চন্দ্রগুপ্ত 
খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
গ) সমুদ্রগুপ্ত 
ঘ) কুমারগুপ্ত  


File Details:
PDF Name : History MCQ 01
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

2 comments: