বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF - Bengali Grammar PDF for Primary Tet and CTET and Others Competitive Exams
![]() |
বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF - Bengali Grammar PDF for Primary Tet and CTET and Others Competitive Exams |
হ্যালো স্টুডেন্টস্,
আজ তোমাদের জন্য থাকলো,বাংলা ব্যাকরণ বিষয় থেকে 20টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের PDF,যেটি তোমাদের প্রাইমারি টেট,সি টেট এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।
পিডিএফ এর মধ্যে আপনারা কি রকম ধরণের প্রশ্ন পাবেন,তার কিছু নমুনা দেওয়া হলো :
১. 'হাঁটুজল' শব্দটির ব্যাসবাক্য নির্ণয় করুন :
ক) হাঁটু অধিক জল খ) হাঁটুর জল
গ) হাঁটু পর্যন্ত জল ঘ) হাঁটু জলের সমান
২. 'বিলোচন' শব্দের সমাস নির্ণয় করুন :
ক) বিশিষ্ট লোচন যাহার খ) বিশিষ্ট আলোচন
গ) বিশেষরূপ লোচন ঘ) বিশিষ্ট লোচন
৩. এই শক্তিসাগরে নিক্ষিপ্ত
হইয়াছিলাম ।রেখাঙ্কিত শব্দটির কারক নির্ণয় করুন
:
ক) করণ কারক খ) অপাদান কারক
গ) কর্মকারক ঘ) অধিকরণ কারক
৪. সংসারে আসিয়া এই পরম সুখে
বঞ্চিত রহিলাম । রেখাঙ্কিত অংশটির
কারক নির্ণয় করুন :
ক) অপাদান কারক খ) করণ কারক
গ) অধিকরণ কারক ঘ) কর্মকারক
৫. 'জাহান্নাম' শব্দটি কোন শ্রেণীভুক্ত ?
ক) তদ্ভব খ) দেশি
গ) বিদেশি (আরবি) ঘ) বিদেশি (ফারসি)
৬. 'মহাত্মা' শব্দের পদান্তর করুন :
ক) মহান খ) মাহাত্ম
গ) মাহাত্ম্য ঘ) মহত্মা
৭. 'আবিল'
শব্দের বিপরীত শব্দটি নির্বাচন করুন :
ক) আনবিল খ) অনাবিল
গ) আবিল্য ঘ) আহ্বান
৮. 'শকল' শব্দের
অর্থ বলুন :
ক) মাছের কাঁটা খ) মাছের লেজ
গ) মাছের আঁশ ঘ) মাছের তেল
৯. 'আশ্চর্য' শব্দটির সন্ধিবিচ্ছেদ করুন :
ক) আ + চয খ) আ + চর্য
খ) আশ + চর্য ঘ) আ + শ্চর্য
১০. 'নীরত' শব্দের সন্ধিবিচ্ছেদ করুন :
ক) নী + রত খ) নিঃ + রত
গ) নীঃ + রত ঘ) নির + তঃ
File Details -
PDF Name : Bengali Grammar PDF
Language : Bengali
Size : 1 mb
Download Link : Click Here To Download
PDF Name : Bengali Grammar PDF
Language : Bengali
Size : 1 mb
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment