Breaking



Monday 18 February 2019

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর || GK in Bengali - কলম

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর || GK in Bengali for WBCS,WBSSC,RAIL,PSC and Competitive Exams (পর্ব -1)

Today we are sharing Important 20 important  general  knowledge Questions and Answers .This pdf is based on All Competitive Exam, Like primary tet, ssc, wbcs, wbssc, upcs, ias, bank, rail, clark, etc.This pdf is very helpful to the right preparation.               So,don't waste the time and download this practice study materials as soon as possible. Hope, 20 important  general  knowledge Questions  and Answers helpful to you.
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর /জেনারেল নলেজ প্রশ্ন - উত্তর 

Hello Students,
                      কেমন আছো সকলে ? আর আজ তোমাদের সাথে শেয়ার করবো, ২০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর।কারণ তোমরা খুব ভালো করেই জানো যে,প্রতিযোগীতামূলক পরীক্ষার একটা অন্যতম টপিক হলো, সাধারণ জ্ঞান/জি.কে./General Knowledge.


১. স্বাধীন ভারতে প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন কথা লেখা ছিল ?
উত্তর : আজাদ হিন্দ

২. ভারতে রাজদ্রোহের মামলায় প্রথম অভিযুক্ত বিপ্লবী কে ?
উত্তর : বাসুদেব বলবন্ত ফাড়কে

৩. সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকার রং নির্বাচন করা হয় ?
উত্তর : লাল.হলুদ,সবুজ

৪. কবে ভারতের জাতীয় পতাকার ওপরে সাদা,মধ্যে সবুজ ও নিচে গেরুয়া রং ছিল ?
উত্তর : ১৯২০ সালে

৫. প্রথম চাঁদের মানচিত্র আঁকেন কে ?
উত্তর : হেভেলিয়াস

৬. বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত রেলস্টেশনের নাম কি ?
উত্তর : বিশ্বনাথ (বেঙ্গালুরু)

৭. বাংলার প্রথম বাঙালী রাজ্যপাল কে ?
উত্তর : ড. হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়

৮. বাংলার কে প্রথম বেলুনে ভ্রমণ করেন ?
উত্তর : অনিল বসু

৯. বাংলার কে প্রথম আই.সি.এস. পরীক্ষায় প্রথম হন ?
উত্তর : স্যার অতুলচন্দ্র চট্টোপাধ্যায়

১০. বাংলার প্রথম কে স্থলবাহিনীর প্রধান হন ?
উত্তর : জে. নির্মল রায়

১১. বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি ?
উত্তর : স্বর্ণকুমারী দেবী

১২. রবার কি ?
উত্তর : হিভিয়া গাছের রস

১৩. ধূনো কি ?
উত্তর : শাল গাছের শুকনো আঠা

১৪. লবঙ্গ কি ?
উত্তর : গাছের ফুল

১৫. 'ক্লোরোফর্ম' কে আবিষ্কার করেন ?
উত্তর : সিম্পসন

১৬. 'আশ্বিনের ঝড়' কোন ঋতুতে দেখা যায় ?
উত্তর : হেমন্ত

১৭. ভারত ছাড়া আর কোন দেশের মুদ্রার নাম 'রুপিয়া'?
উত্তর : ইন্দোনেশিয়া

১৮. ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে কি বলা হয় ?
উত্তর : স্তেপ

১৯. তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে শব্দের তীক্ষ্ণতা কেমন হয় ?
উত্তর : হ্রাস পায়

২০. ১ গ্যালন বলতে কি বোঝায় ?
উত্তর : ৬২ ডিগ্রী ফারেনহাইট উষ্ণতায় ১০ পাউন্ড জলের আয়তন

পোস্টটি ভালো লাগলে নিচের Whatsapp logo-তে ক্লিক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে 

No comments:

Post a Comment