সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর || GK in Bengali for WBCS,WBSSC,RAIL,PSC and Competitive Exams (পর্ব -1)
![]() |
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর /জেনারেল নলেজ প্রশ্ন - উত্তর |
কেমন আছো সকলে ? আর আজ তোমাদের সাথে শেয়ার করবো, ২০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর।কারণ তোমরা খুব ভালো করেই জানো যে,প্রতিযোগীতামূলক পরীক্ষার একটা অন্যতম টপিক হলো, সাধারণ জ্ঞান/জি.কে./General Knowledge.
১. স্বাধীন ভারতে প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন কথা লেখা ছিল ?
উত্তর : আজাদ হিন্দ
২. ভারতে রাজদ্রোহের মামলায় প্রথম অভিযুক্ত বিপ্লবী কে ?
উত্তর : বাসুদেব বলবন্ত ফাড়কে
৩. সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকার রং নির্বাচন করা হয় ?
উত্তর : লাল.হলুদ,সবুজ
৪. কবে ভারতের জাতীয় পতাকার ওপরে সাদা,মধ্যে সবুজ ও নিচে গেরুয়া রং ছিল ?
উত্তর : ১৯২০ সালে
৫. প্রথম চাঁদের মানচিত্র আঁকেন কে ?
উত্তর : হেভেলিয়াস
৬. বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত রেলস্টেশনের নাম কি ?
উত্তর : বিশ্বনাথ (বেঙ্গালুরু)
৭. বাংলার প্রথম বাঙালী রাজ্যপাল কে ?
উত্তর : ড. হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
৮. বাংলার কে প্রথম বেলুনে ভ্রমণ করেন ?
উত্তর : অনিল বসু
৯. বাংলার কে প্রথম আই.সি.এস. পরীক্ষায় প্রথম হন ?
উত্তর : স্যার অতুলচন্দ্র চট্টোপাধ্যায়
১০. বাংলার প্রথম কে স্থলবাহিনীর প্রধান হন ?
উত্তর : জে. নির্মল রায়
১১. বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি ?
উত্তর : স্বর্ণকুমারী দেবী
১২. রবার কি ?
উত্তর : হিভিয়া গাছের রস
১৩. ধূনো কি ?
উত্তর : শাল গাছের শুকনো আঠা
১৪. লবঙ্গ কি ?
উত্তর : গাছের ফুল
১৫. 'ক্লোরোফর্ম' কে আবিষ্কার করেন ?
উত্তর : সিম্পসন
১৬. 'আশ্বিনের ঝড়' কোন ঋতুতে দেখা যায় ?
উত্তর : হেমন্ত
১৭. ভারত ছাড়া আর কোন দেশের মুদ্রার নাম 'রুপিয়া'?
উত্তর : ইন্দোনেশিয়া
১৮. ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে কি বলা হয় ?
উত্তর : স্তেপ
১৯. তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে শব্দের তীক্ষ্ণতা কেমন হয় ?
উত্তর : হ্রাস পায়
২০. ১ গ্যালন বলতে কি বোঝায় ?
উত্তর : ৬২ ডিগ্রী ফারেনহাইট উষ্ণতায় ১০ পাউন্ড জলের আয়তন
পোস্টটি ভালো লাগলে নিচের Whatsapp logo-তে ক্লিক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে
No comments:
Post a Comment