Breaking







Showing posts with label Food Sub Inspector Exam. Show all posts
Showing posts with label Food Sub Inspector Exam. Show all posts

Tuesday, 19 March 2024

March 19, 2024

WBPSC Food SI Question Paper 2024 PDF | Official Question Paper

ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF | WBPSC Food Sub Inspector Official Question Paper 2024 PDF in Bengali | Food SI All Shift Question Paper 2024

ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF | WBPSC Food Sub Inspector Official Question Paper 2024 PDF in Bengali
WBPSC Food SI Question Paper 2024 PDF | Official Question Paper | All Shift
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF | WBPSC Food SI Question Paper 2024 PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে ১৬ এবং ১৭ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষার ছয়টি শিফটের অফিশিয়াল প্রশ্নপত্র দেওয়া আছে।

এই প্রশ্নপত্রগুলি তোমাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে এবং আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। নীচে শিফট অনুযায়ী প্রশ্নপত্রগুলির পিডিএফ লিংক দেওয়া আছে।

Food SI All Shift Question Paper 2024 PDF

QUESTION PAPER LINK
1st Shift Download
2nd Shift Download
3rd Shift Download
4th Shift Download
5th Shift Download
6th Shift Download
All Shift Download

*** প্রশ্নপত্রগুলি আমরা সংগ্রহ করেছি পিএসসি বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে।


Thursday, 22 February 2024

February 22, 2024

WBPSC Food SI Previous Year Question Papers PDF

ফুড ইন্সপেক্টর বিগত বছরের প্রশ্নপত্র PDF | WBPSC Food SI Previous Year Question Papers PDF 

WBPSC Food SI Previous Year Question Papers PDF
WBPSC Food SI Previous Year Question Papers PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে প্রথম ও অন্যতম ভূমিকা পালন করে সেই পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র। আর সেই কথা মাথায় রেখে আজকের পোস্টে ফুড ইন্সপেক্টর বিগত বছরের প্রশ্নপত্র PDF শেয়ার করলাম। 

যেটির মধ্যে ২০১৪ ও ২০১৯ সালের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া আছে। যেগুলি তোমাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে ভীষণভাবে সাহায্য করবে।

Food SI Previous Year Question Papers

Question Paper Download Link
2014 Click Here
2019 Click Here

Thursday, 1 February 2024

February 01, 2024

WBPSC Food SI Official Syllabus 2023 PDF

ফুড সাব ইন্সপেক্টর অফিশিয়াল সিলেবাস PDF | WBPSC Food SI Official Syllabus 2023 PDF

WBPSC Food SI Official Syllabus 2023 PDF
WBPSC Food SI Official Syllabus 2023 PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অফিশিয়াল সিলেবাসের পিডিএফটি তোমাদের শেয়ার করলাম। সুতরাং সময় নষ্ট না করে নীচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল সিলেবাসটি সংগ্রহ করে নাও।

Food SI Official Syllabus 2023 PDF

File Details:
PDF Name : WBPSC Food SI Official Syllabus 2023
Language : English
Size : 01 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download

Food SI Official Notification : Download


February 01, 2024

WBPSC Food SI 2023 Model Question Paper PDF

ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্নপত্র PDF | WBPSC Food SI 2023 Model Question Paper/Practice Set PDF

WBPSC Food SI 2023 Model Question Paper PDF
WBPSC Food SI 2023 Model Question Paper PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে WBPSC Food SI 2023 Model Question Paper PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত সিলেবাস অনুযায়ী ৫০টি জেনারেল স্টাডিজ ও ৫০টি পাটিগণিত প্রশ্ন দেওয়া আছে এবং এটি সম্পূর্ণ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচে প্রস্তুত করা হয়েছে। 

এছাড়াও এই প্রশ্নপত্রের সঙ্গে OMR শিট এবং অ্যানসার কি দেওয়া আছে। আপনারা পরীক্ষার মতো করে এই প্রশ্নপত্রটি ব্যবহার করুন, যাতে করে আপনারা নিজেরাই নিজেদের প্রস্তুতিকে সঠিকভাবে যাচাই করে নিতে পারেন। সুতরাং নীচ থেকে ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্নপত্র/প্র্যাকটিস সেটটি সংগ্রহ করে নিন।

Food SI Model Question Paper/Practice Set PDF

File Details:
PDF Name : WBPSC Food SI 2023 Model Question Paper
Language : Bengali
Size : 04 mb 
No. of Pages : 13
Download Link : Click Here To Download
 
■ OMR Sheet : Download

■ Answer Key : Download


Tuesday, 2 January 2024

January 02, 2024

WBPSC Food SI Practice Set Book in Bengali PDF

WBPSC Food SI প্র্যাকটিস সেট বই PDF | Food SI Practice Set Book in Bengali PDF Free

WBPSC Food SI Practice Set Book in Bengali PDF
WBPSC Food SI Practice Set Book in Bengali PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে WBPSC Food SI Practice Set Book in Bengali PDF টি প্রদান করলাম। যেটির মধ্যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার উপযোগী ৮টি সম্পূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া আছে। সেটগুলি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত সিলেবাস অনুযায়ী ৫০টি জেনারেল স্টাডিজ ও ৫০টি পাটিগণিত প্রশ্ন নিয়েই প্রস্তুত করা হয়েছে।

আমরা আশা রাখছি এই মডেল প্র্যাকটিস সেটগুলি আপনাদের আগত Food SI পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া লিঙ্ক থেকে Food SI প্র্যাকটিস সেট বইটি সংগ্রহ করে নিন।

File Details:
PDF Name : 8 WBPSC Food SI Practice Set Book
Full Credit : Sohojogita.com
Language : Bengali
Size : 12 mb 
No. of Pages : 67
Download Link : Click Here To Download
 

Sunday, 31 December 2023

December 31, 2023

WBPSC Food SI Syllabus in Bengali PDF

WBPSC Food SI Syllabus in Bengali PDF - ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস PDF

WBPSC Food SI Syllabus in Bengali PDF
WBPSC Food SI Syllabus in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার নিয়োগ পদ্ধতি, প্রশ্নের ধরণ ও সিলেবাস সম্পূর্ণ বাংলা ভাষায় দেওয়া আছে। যার মাধ্যমে তোমরা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে পারবে।

WBPSC Food SI Syllabus in Bengali PDF

File Details:
PDF Name : WBPSC Food SI Syllabus PDF
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Saturday, 16 September 2023

September 16, 2023

WBPSC Food Sub Inspector Practice Set in Bengali PDF

WBPSC Food Sub Inspector Practice Set in Bengali PDF | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF

WBPSC Food Sub Inspector Practice Set in Bengali PDF
WBPSC Food Sub Inspector Practice Set in Bengali PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজকের পোস্টে একটি ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট প্রদান করলাম। যেটির মধ্যে সিলেবাস অনুযায়ী পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Food Sub Inspector Practice Set 01

 নেহেরু স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
ক) কলকাতা
খ) চেন্নাই 
গ) মুম্বাই
ঘ) দিল্লী


➤ ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ?
ক) ১৯৩৯ সালে
খ) ১৯৪৯ সালে
গ) ১৯৫৯ সালে 
ঘ) ১৯৬৯ সালে 


➤ ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে ?
ক) অনুরাধা পাল 
খ) অনুষ্কা শঙ্কর
গ) শিল্পী সিং প্যাটেল
ঘ) রূপরেখা ব্যানার্জী


 কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয় ?
ক) স্পাম
খ) ফোলিস
গ) ভাইরাস
ঘ) বাগস 


➤ মানব দেহের কোন অঙ্গ বেরিবেরি রোগ দ্বারা আক্রান্ত হয় ?
ক) স্নায়ুতন্ত্র 
খ) বৃক্ক
গ) যকৃত
ঘ) শ্বাসযন্ত্র


➤ নীচের কোনটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী ? 
ক) টালপা
খ) একিডনা
গ) টেরোপাস
ঘ) লেমুর 


➤ গোল্ডেন গার্ল কার আত্মজীবনী ? 
ক) পি টি ঊষা 
খ) সানিয়া মির্জা
গ) স্মৃতি মন্ধনা
ঘ) রাধা যাদব 


 কত সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় ?
ক) ১৯৪৯ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৫১ সালে
ঘ) ১৯৫২ সালে 


➤ ফারাক্কা বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
ক) পশ্চিমবঙ্গ 
খ) আসাম
গ) ঝাড়খণ্ড
ঘ) উত্তরপ্রদেশ


➤ ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ কে বলেছিলেন ?
ক) লালা লাজপত রায়
খ) বাল গঙ্গাধর তিলক 
গ) বিপিনচন্দ্র পাল
ঘ) এঁদের কেউই নন 


➤ প্রতিবছর কোন তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয় ?
ক) ১০ই সেপ্টেম্বর 
খ) ১০ই অক্টোবর
গ) ১০ই নভেম্বর 
ঘ) ১০ই ডিসেম্বর 


 ‘ব্যোমকেশ বক্সী’ চরিত্রের স্রষ্টা কে ?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
গ) সতীনাথ ভাদুড়ী
ঘ) বনফুল  


➤ হাইড্রোজেন কে আবিষ্কার করেন ?
ক) ক্যাভেন্ডিস 
খ) মাইকেল ফ্যারাডে
গ) আলফ্রেড নোবেল
ঘ) আলভা এডিসন


➤ মরুস্থলী ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ক) উত্তরপ্রদেশ
খ) মধ্যপ্রদেশ 
গ) রাজস্থান
ঘ) গুজরাট 


 নীচের কোনটি প্রোটিনের সবচেয়ে উৎকৃষ্ট উৎস ?
ক) মাখন
খ) মাছ
গ) লেটুস
ঘ) দুধ


 দীপিকা পাডুকন অভিনীত ছাপ্পাক সিনেমার পরিচালক কে ?
ক) করণ জোহর 
খ) সঞ্জয় লীলা বনশালী
গ) ওম রাউত
ঘ) মেঘনা গুলজার 


➤ ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন ?
ক) গ্রাহাম বেল
খ) মাইকেল ফ্যারাডে 
গ) আলফ্রেড নোবেল
ঘ) আলভা এডিসন


➤ কোন ভাষায় বাবর-নামা লেখা হয়েছিল ?
ক) আরবি
খ) তুর্কি 
গ) আফগানি
ঘ) কোনটিই নয় 


➤ কালো পতাকা কিসের প্রতীক ?
ক) প্রতিবাদ
খ) হতাশা
গ) বিদ্বেষ
ঘ) শোক


 আধুনিক পর্যায় সারণিতে ধাতুগুলিকে কোন পর্যায়ে রাখা হয়নি ?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয় 
ঘ) চতুর্থ 


 প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল কোনটি ?
ক) সিজিয়াম
খ) ইউরেনিয়াম 
গ) থোরিয়াম
ঘ) লেড


 League of Nation এর প্রতিষ্ঠা কবে হয়েছিল ? 
ক) ১৯২০ সালে 
খ) ১৯৩০ সালে
গ) ১৯৪০ সালে
ঘ) ১৯৫০ সালে 


 চা এবং কফিতে কোন উত্তেজক রাসায়নিক পদার্থ পাওয়া যায় ?
ক) নিকোটিন
খ) অ্যাসপিরিন
গ) ক্যাফিন 
ঘ) ক্লোরোফিল


➤ কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম রেললাইন স্থাপন এবং চালু হয় ?
ক) লর্ড ক্যানিং
খ) ক্রিস্টোফার
গ) লর্ড ডালহৌসি 
ঘ) লর্ড কর্নওয়ালিস


 ডোনাল্ড ট্রাম্প কত তম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ?
ক) ৪৪তম
খ) ৪৫তম 
গ) ৪৬তম 
ঘ) ৪৭তম


➤ এক ব্যক্তি 4000 টাকা বার্ষিক 15% সরল সুদে একটি ব্যাঙ্কে জমা রাখলেন এবং অপর ব্যাঙ্কে 6000 টাকা বার্ষিক 16% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তির মোটের ওপর সুদের হার কত ?
ক) 14.6%
খ) 15.6%
গ) 15.86%
ঘ) 31%


➤ 12.5 % চক্রবৃদ্ধি সুদের হারে 8400 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
ক) 2584.16 টাকা
খ) 3560.16 টাকা 
গ) 3820.14 টাকা
ঘ) 4205.62 টাকা


➤ একটি গাড়ি 8 ঘণ্টায় যাত্রা সম্পূর্ণ করে। সমগ্র যাত্রাপথের অর্ধেক রাস্তা 40 কিলোমিটার গতিতে এবং বাকি অর্ধেক রাস্তা 60 কিলোমিটার গতিতে গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত ছিল ?
ক) 192 কিলোমিটার
খ) 384 কিলোমিটার 
গ) 400 কিলোমিটার
ঘ) 420 কিলোমিটার


➤ এক ব্যক্তি 600 মিটার লম্বা একটি রাস্তা 5 মিনিটে পার করেন। ঘন্টায় ওই ব্যক্তির বেগ কত ?
ক) 3.6 কিমি
খ) 7.2 কিমি 
গ) 8.4 কিমি
ঘ) 10 কিমি


➤ A, B এর 3 গুণ কর্মক্ষম। A ও B একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। তবে A ও B আলাদা আলাদাভাবে কাজটি কতদিনে করবে ?
ক) 4 দিন, 12 দিন 
খ) 10 দিন, 5 দিন
গ) 14 দিন, 21 দিন
ঘ) 12 দিন, 12 দিন 


➤ A একটি কাজ 15 দিনে শেষ করতে পারে।  B এর ওই কাজটি করতে 10 দিন সময় লাগে। B একা 8 দিন কাজ করার পর চলে গেল। A একা বাকি কাজটি কত দিনে শেষ করতে পারবে ?
ক) 2 দিনে
খ) 3 দিনে 
গ) 5 দিনে
ঘ) 10 দিনে


➤ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 393, 1018এবং 2168 কে ভাগ করলে সবক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে ?
ক) 25 
খ) 39
গ) 48
ঘ) 50


➤ একটি সংখ্যাকে 192 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ হয় 54। ওই একই সংখ্যাকে 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
ক) 2
খ) 3
গ) 6
ঘ) 8


➤ চার অঙ্কবিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে ?
ক) 9914
খ) 9934 
গ) 9936
ঘ) 9938


➤ পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 123 দ্বারা বিভাজ্য ?
ক) 10037
খ) 10063
গ) 10081
ঘ) 10086


➤ দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুনফল 2048 এবং একটি সংখ্যা অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত ?
ক) 16
খ) 32
গ) 36
ঘ) 64


➤ দুটি সংখ্যা, তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম।  তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ ?
ক) 64%
খ) 75%
গ) 80%
ঘ) 85% 


➤ এমন কোনও বহুভুজ বাহুর সংখ্যা নির্ণয় করো, যার অন্তঃকোণের সমষ্টি 6 সমকোণ। 
ক) 5
খ) 6
গ) 7
ঘ) 8


➤ বিক্রয়মূল্যের ওপর 25% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে ?
ক) 20% 
খ) 24%
গ) 25%
ঘ) 30%


➤ 18 টি জিনিসের ক্রয়মূল্য যদি 15 টি জিনিস এর বিক্রয়মূল্যের সমান হয়, তাহলে লাভের পরিমাণ কত ?
ক) 15 %
খ) 18 %
গ) 20 % 
ঘ) 25 %


 দুটি সংখ্যার অনুপাত 13:37, প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে 1:13 ? 
ক) 7
খ) 9
গ) 10
ঘ) 11 


➤ একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত ?
ক) 5.196 মিটার
খ) 6.928 মিটার 
গ) 7.264 মিটার
ঘ) 8.66 মিটার


 সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, কত বছরে আসল এবং সুদ উভয় সমান হবে ?
ক) 10 বছর 
খ) 25 বছর 
গ) 50 বছর 
ঘ) 100 বছর 


➤ বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হলে, বৃত্তের পরিধির সমান পরিসীমাবিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ?
ক) 11 সেন্টিমিটার
খ) 22 সেন্টিমিটার
গ) 33 সেন্টিমিটার 
ঘ) 44 সেন্টিমিটার


➤ দুটি সংখ্যার যোগফল 315 এবং গ.সা.গু. 35 হলে, কত জোড়া সংখ্যা সম্ভব ?
ক) 2
খ) 3 
গ) 4
ঘ) 5 


➤ দুই অঙ্কের দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে 16 এবং 480 সংখ্যা দুটি হল -
ক) 40, 48
খ) 60, 72
গ) 64, 80
ঘ) 80, 96


 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3 হলে, মিশ্রণে দুধের পরিমাণ কত ?
ক) 15
খ) 16 
গ) 21
ঘ) 48


 যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 25:26 হয়, তাহলে শতকরা লাভ কত ?
ক) 1 %
খ) 4 % 
গ) 5 %
ঘ) 6 %


➤ একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 32 বর্গমিটার। তবে আয়তকার বাগানের প্রস্থ কত ?
ক) 4 মিটার 
খ) 6 মিটার
গ) 9 মিটার
ঘ) 12 মিটার 


 আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% বৃদ্ধি ও অপরদিকের বাহু 10% হ্রাস পেলে, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে ?
ক) 5% হ্রাস
খ) 8% বৃদ্ধি 
গ) 10% হ্রাস
ঘ) 18% বৃদ্ধি



প্র্যাকটিস সেটটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBPSC Food Sub Inspector Practice Set 01
Language : Bengali
Size : 0.6 mb 
No. of Pages : 09
Download Link : Click Here To Download
 

Thursday, 9 February 2023

February 09, 2023

WBPSC Food Sub Inspector Question Paper 2019 PDF

ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র ২০১৯ PDF | WBPSC Food Sub Inspector Question Paper 2019 PDF

WBPSC Food Sub Inspector Question Paper 2019 PDF
WBPSC Food Sub Inspector Question Paper 2019 PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে আজকের পোস্টে ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র ২০১৯ PDF টি শেয়ার করলাম। যার মাধ্যমে তোমরা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে এবং আগত পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

প্রশ্নপত্রটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Food SI Question Paper 2019
Language : Bengali
Size : 05 mb 
No. of Pages : 20
Download Link : Click Here To Download