Breaking







Thursday, 9 January 2025

SSC GD কনস্টেবল বিগত বছরের প্রশ্ন PDF | SSC GD Constable Previous Year Question Paper in Bengali PDF

SSC GD কনস্টেবল বিগত বছরের প্রশ্ন PDF | SSC GD Constable Previous Year Question Paper in Bengali PDF | Part-01

SSC GD কনস্টেবল বিগত বছরের প্রশ্ন PDF | SSC GD Constable Previous Year Question Paper in Bengali PDF
SSC GD Constable Previous Year Question Paper in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে SSC GD কনস্টেবল বিগত বছরের প্রশ্ন PDF | SSC GD Constable Previous Year Question Paper in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে SSC GD কনস্টেবল বিগত বছরের প্রশ্নপত্র থেকে জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ের অংশ থেকে ৫০টি প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম।

পরীক্ষাটি আগে যেহেতু হিন্দি ও ইংরেজি ভাষায় অনুষ্ঠিত হয়েছিল, সেহেতু আমরা ধীরে ধীরে পর্ব অনুসারে সেগুলিকে বাংলায় অনুবাদ করে তোমাদের শেয়ার করে যাবো। সুতরাং এই পর্বের প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

SSC GD Constable Previous Year Questions Bengali :

০১. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ গোদাবরী।

০২. পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরটি পাওয়া যায় ?
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে।

০৩. কোন বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্ব Paani Foundation এর প্রতিষ্ঠাতা ?
উত্তরঃ আমীর খান।

০৪. বিজয় অমৃতরাজ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ লন টেনিস।

০৫. আগত শীতকালীন অলিম্পিক ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ বেইজিং। 

০৬. ভারতে ফরাসি উপনিবেশের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ পন্ডিচেরিতে।

০৭. ইন্ডিয়া এয়ারলাইন্সের কো-ফাউন্ডারের নাম কি ?
উত্তরঃ রাহুল ভাটিয়া।

০৮. ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ তলাতল ঘর ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ আসাম।

০৯. জাতীয় খাদ্য সুরক্ষা আইন কবে পাশ হয় ?
উত্তরঃ ২০১৩ সালে।

১০. হারেলি উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ছত্তিশগড়।

১১. কোন রোগটি শূকরের মাধ্যমে ছড়ায় ?
উত্তরঃ সোয়াইন ফ্লু। 

১২. The Legend of Lakshmi Prasad বইটি কে লিখেছেন ?
উত্তরঃ টুইংকেল খান্না।

১৩. থেইয়াম কোন রাজ্যের প্রচলিত নৃত্য ?
উত্তরঃ কেরালা।

১৪. কোন ভারতরত্ন পুরস্কার প্রাপকের জন্মদিনে জাতীয় ডাক্তার দিবস পালিত হয় ?
উত্তরঃ বিধানচন্দ্র রায়।

১৫. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ স্যাডল পিক।

১৬. ক্লোরোফর্ম এর সংকেত কি ?
উত্তরঃ CHCl3।

১৭. টিবিয়া কোথায় থাকে ?
উত্তরঃ পায়ে।

১৮. সিমেন্স কীসের একক ?
উত্তরঃ তড়িৎ পরিবাহিতার।

১৯. ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকাটির ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

২০. প্রো-কবাডি লিগ ২০১৮ ফাইনালে কোন দল জয় লাভ করেছিল ?
উত্তরঃ ব্যাঙ্গালুরু বুলস।

২১. মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ড।

২২. বেল মেটাল এর উপাদানগুলি কি কি ?
উত্তরঃ তামা ও টিন।

২৩. ফ্যারাডে কিসের একক ? 
উত্তরঃ ধারকত্বের।

২৪. সায়ানোজেন এর ফর্মুলা কি ?
উত্তরঃ C2N2। 

২৫. Pro Wrestling League 2018 বিজয়ী দলের নাম কি ?
উত্তরঃ পাঞ্জাব রয়্যালস। 

২৬. ছত্তিশগড়ে প্রচলিত একটি নৃত্যের নাম কি ?
উত্তরঃ রাউৎ নাচা।

২৭. কোন সংস্কৃত পণ্ডিত ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?
উত্তরঃ পাণ্ডুরঙ্গ বামান কানে।

২৮. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ ধূপগড়।

২৯. Small Is Beautiful -বইটি কে লিখেছেন ?
উত্তরঃ ই. এফ. স্কুমাচার।  

৩০. গাঙ্গাউর কোন রাজ্যের বিখ্যাত উৎসব ?
উত্তরঃ রাজস্থান।

৩১. থর মরুভূমির একমাত্র নদীর নাম কি ?
উত্তরঃ লুনি।

৩২. Monr কোন ভারতীয় ভাষার অপর একটি নাম ?
উত্তরঃ Angami.

৩৩. ‘Sacred Games’ এর লেখক কে ?
উত্তরঃ বিক্রম চন্দ্র।

৩৪. কোন ভারতীয় এশিয়ান গেমস ২০১৮ তে মেন’স শট পুটে সোনা জিতেছিল ?
উত্তরঃ তাজিন্দরপাল সিং।

৩৫. ব্যোমকেশ বক্সী গল্পের লেখক কে ?
উত্তরঃ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।

৩৬. আন্ডার ১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৮ এর ফাইনালে ভারত কোন দেশের মুখোমুখী হয়েছিলো ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

৩৭. মঙ্গল গ্রহের পরিবেশে অধিক পরিমাণে রয়েছে –
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৩৮. ভারতের সংবিধানে ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয় ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

৩৯. হাতি কোন ভারতীয় রাজনৈতিক পার্টির চিহ্ন ?
উত্তরঃ বহুজন সমাজ পার্টি।

৪০. ১৯৯৭ সালে মিস ওয়ার্ল্ড টাইটেল কে জিতেছিল ?
উত্তরঃ ডায়ানা হেইডেন।

৪১. ভাংরা কোন রাজ্যের বিখ্যাত নৃত্য ?
উত্তরঃ পাঞ্জাব।

৪২. তামা, জিঙ্ক ও নিকেল কোন সংকর ধাতুর উপাদান ?
উত্তরঃ জার্মান সিলভার।

৪৩. গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কী জমা হয় ?
উত্তরঃ জিঙ্ক।

৪৪. সৌর কোষ তৈরিতে কোন উপাদান ব্যবহৃত হয় ?
উত্তরঃ সিলিকন।

৪৫. কোন উৎসবটি ইউনেস্কোর মানবতার এক ঐতিহ্যবাহী সংস্কৃতি হিসাবে চিহ্নিত হয়েছে ?
উত্তরঃ কুম্ভ মেলা।

৪৬. তুলা কোন মাটিতে ভালো হয় ?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা।

৪৭. গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ ডঃ মুহাম্মদ ইউনুস।

৪৮. কোন গ্যাস সূর্যের অতিবেগুনী বিকিরণ থেকে পৃথিবীর পৃষ্ঠকে রক্ষা করে ?
উত্তরঃ ওজোন।

৪৯. ভুবন সোম সিমেনাটি পরিচালনা করেন কে ?
উত্তরঃ মৃণাল সেন।

৫০. বিশ্ব মিত্র কা টিলা কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ হরিয়ানা।

প্রশ্নগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : SSC GD Constable Previous Year Question Part-01
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


3 comments: