Breaking



Saturday 16 March 2019

WBPSC Clerkship Practice Set in Bengali Free PDF Download

WBPSC Clerkship Practice Set in Bengali Free PDF Download - ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি | PSC ক্লার্কশীপ পরীক্ষার অনুশীলনী পত্র | PSC ক্লার্কশীপ পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর 

WBPSC Clerkship Practice Set in Bengali Free PDF Download
WBPSC Clerkship Practice Set in Bengali Free PDF Download

হ্যালো স্টুডেন্টস্,
                  তুমি নিশ্চয়ই একজন WBPSC CLERKSHIP পরীক্ষার্থী,আর পরীক্ষার প্রস্তুতির জন্য কি পড়বে কিছু ভেবে পাচ্ছো না,তো তোমাদের এই সমস্যার সমাধান করতে আমরা আজ শেয়ার করছি,WBPSC CLERKSHIP পরীক্ষার 100 নাম্বারের PSC Clerkship Practice Set in Bengali Free PDF.


কিছু নমুনা দেওয়া হলো :

1. ভারতবর্ষে কতগুলি প্রদেশ আছে ?
a) 22টি 
b) 25টি 
c) 32টি 
d) 29টি

2. ভৌমজলের পূরণ যে ঋতুতে সবচেয়ে বেশি হয় তা হল -
a) শীত ঋতু
b) গ্রীষ্ম ঋতু
c) বর্ষা ঋতু 
d) বসন্ত ঋতু

3. 1906 সালে মুসলিম লিগে কে নেতৃত্ব দেন ?
a) জিন্না 
b) লিয়াকত 
c) মনসুর আলী 
d) কোনটাই নয় 

4. কোন সালে পানিপথের প্রথম যুদ্ধ হয় ?
a) 1521
b) 1526
c) 1535
d) 1621

5. পদার্থের জড়তার পরিমাপকে বলে :
a)      বল
b)      স্থিতি 
c)      ওজন     
d)      ভর 

6এক ক্রিকেটার তার 20 তম ইনিংস 100 রান করে|তার গড়ে 4 রান বাড়লে 20 তম ইনিংসের পর তার গড় কত ছিল ?
a) 24
b) 28
c) 16
d) 32

7. 2756 মি. একটি সোজা রাস্তার একদিকে 53 টি চারাগাছ সমদূরত্বে পরপর বসানো হলো|দুটি চারা গাছের মধ্যে দূরত্ব কত হবে ?
a) 52 মি.
b) 53 মি.
c) 35 মি.
d) 49 মি.

8. 3 টি বিড়াল 3 মিনিটে 3 টি ইঁদুর ধরে|33 টি বিড়াল 33 মিনিটে কটি ইঁদুর ধরবে ?
a) 333 টি
b) 343 টি
c) 363 টি
d) 111 টি

9. 160 মি. দীর্ঘ 140 মি. দীর্ঘ দুটি ট্রেন পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে|তাদের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 77কিমি এবং 67 কিমি. হলে পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে ?
a) 7.5 সেকেন্ড
b) 10 সেকেন্ড
c) 9.2 সেকেন্ড
d) 11 সেকেন্ড

10. কোনো রম্বসের পরিসীমা 40 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে তার ক্ষেত্রফল কত ?
a) 40 বর্গমি.
b) 60 বর্গমি.
c) 50 বর্গমি.
d) 64 বর্গমি.

এই ধরনের প্রশ্ন তোমরা PDF টির মধ্যে পাবে,তাই আর দেরী না করে নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নাও :

File Details -
PDF Name : WBPSC Clerkship Practice Set
Language : Bengali
Size : 5mb
Download Link : Click Here To Download


12 comments:

  1. answer gulo mark kore din please..answer alada page theke dekhe porte problem hoy sir.

    ReplyDelete
  2. answer gulo mark kore din please..answer alada page theke dekhe porte problem hoy sir.

    ReplyDelete
  3. answer pasei mark kore din please..onno page thkeke porte asubidha hoy sir

    ReplyDelete
    Replies
    1. Age tumi dekho nije par6o ki na tarpor answer gulo milie nau atai valo

      Delete
  4. answer pasei mark kore din please..onno page thkeke porte asubidha hoy sir

    ReplyDelete
  5. Currants affairs special pdf din sir
    Please

    ReplyDelete
  6. Sir ,
    Please Synonym & antonyms SSC MTS er jonno practice set send this site..

    ReplyDelete